খেলা

প্রথম একাদশ নিয়ে ধোঁয়াশা রাখলেন কোচ হোসে মোলিনা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কড়-কড়-কড়াৎ। চোখ ঝলসানো আলোর সঙ্গে কান ফাটানো আওয়াজ। বাজ পড়ার শব্দে চমকে উঠলেন অনেকেই। ঝুঁকি না নিয়ে তড়িঘড়ি অনুশীলন ‘প্যাক আপ’ মোলিনা ব্রিগেডের। শনিবার আইএসএলের প্রথম ডার্বি। তার ৭২ ঘণ্টা আগে পুরো প্র্যাকটিস সেশন পেলেন না মোহন বাগান কোচ। প্রবল প্রাকৃতিক দুর্যোগে মোলিনার পরিকল্পনা চৌপাট।
মোহন বাগান অনুশীলনে যাবতীয় ফোকাস আলবার্তোর দিকে। ওয়ার্ম-আপের পর কিছুক্ষণ হার্ড ট্রেনিং করলেন স্প্যানিশ ডিফেন্ডার। রিহ্যাব ছেড়ে আলবার্তো মাঠে নামায় কিছুটা স্বস্তিতে টিম ম্যানেজমেন্ট। তবে আধঘণ্টার অনুশীলনে ফিটনেস বোঝা অসম্ভব। সেক্ষেত্রে অপেক্ষা ছাড়া উপায় নেই। আশিক কুরুনিয়ানও অনুপস্থিত। সাধারণত মেগা ম্যাচের দু’দিন আগে স্কোয়াড বেছে রাখে টিম ম্যানেজমেন্ট। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবারের সেশন খুবই গুরুত্বপূর্ণ। শোনা যাচ্ছে, মহমেডান ম্যাচের উইনিং স্কোয়াড বদলাতে নারাজ হোসি মোলিনা। ডার্বিতে একই ফর্মুলায় বাজিমাত চান স্প্যানিশ হেডস্যার। প্রেসিং ফুটবলে শুরুতে ধাক্কা দেওয়া তাঁর লক্ষ্য। কাসিমভ, আলেক্সিসদের বিরুদ্ধে মোলিনা জমানার সেরা ম্যাচ উপহার দিয়েছে মোহন বাগান। সেই ছন্দই ফিরিয়ে আনতে চান বাগান কোচ। কিন্তু ফিফা ফ্রেন্ডলির জন্য কয়েকদিন বন্ধ ছিল আইএসএল। তার উপর পুজোয় ছুটি দেওয়া হয় ফুটবলারদের। ফলে নতুন করে শুরু করতে হচ্ছে স্প্যানিশ হেডস্যারকে। 
দুরন্ত আপফ্রন্ট মোহন বাগানের সম্পদ। সাজানো মাঝমাঠ আর পেনিট্রিটিভ জোনের রাশ রাখতে মরিয়া থিঙ্কট্যাঙ্ক। রক্ষণের ঠিক উপরে আপুইয়া আর অনিরুদ্ধ থাপা বল স্ন্যাচ করবেন। প্রাথমিকভাবে তালাল ও সাউল ক্রেসপোর ডিস্ট্রিবিউশন বন্ধ রাখার দায়িত্ব তাঁদের উপর। একইসঙ্গে বক্স টু বক্স মিডিও হিসাবেও তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। মাঝমাঠে লিস্টন, মনবীরের সঙ্গী হতে পারেন গ্রেগ স্টুয়ার্ট। স্কটিশ স্টুয়ার্ট প্লে-মেকার। বিষ মাখানো কর্নার বা ফ্রি-কিক নিতে ওস্তাদ।  পেত্রাতোস আবার বড় ম্যাচের ফুটবলার। তবে এখনও পাল্লা ঝুঁকে স্টুয়ার্টের দিকে। স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন পুরো ফিট। অফ দ্য বল মুভমেন্টও দুরন্ত। তিনি ফর্মে থাকলে প্রতিপক্ষের দুর্ভোগ বাড়বে। পাশাপাশি সোনালি চুলের কামিংসও তৈরি। সব মিলিয়ে মোলিনার হাতে বিকল্প প্রচুর। শুরুতে লক্ষ্যভেদ হলে সোনায় সোহাগা। সেক্ষেত্রে প্রথমার্ধেই ম্যাচ পকেটে পুরে চাপ কমানোর চেষ্টায় পালতোলা নৌকা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা