খেলা

বেঙ্গালুরু টেস্টে ৪৬ রানে অলআউট ভারত, দ্বিতীয় দিনের খেলা শেষে কিউয়িদের ১৩৪ রানের লিড

বেঙ্গালুরু, ১৭ অক্টোবর: টসে জিতে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু গতকাল থেকেই সেখানে বৃষ্টির চোখ রাঙানি। ফলে প্রথম দিনের খেলা শুরুর আগেই ধুয়ে গিয়েছিল। এরপর আজ, বৃহস্পতিবার সকাল থেকে প্রথম ইনিংসের ব্যাটিং শুরু করে কোহলিরা। দলের ৯ রানের মাথায় প্যাভিলিয়নে ফিরে যান রোহিত (২)। এরপর কোহলি (০), সরফরাজ (০) এবং যশস্বী (১৩) কিউয়িদের শিকার হন। স্যাঁতস্যাতে উইকেটের পুরোপুরি সদব্যবহার করেন নিউজিল্যান্ডের সিমাররা। বল দুর্দান্ত ভাবে সুইং করতে শুরু করে। যার ফলস্বরপ তাসের ঘরের মতো ভেঙে পড়ে টিম ইন্ডিয়ার গোটা ব্যাটিং লাইনআপ। খেলার দ্বিতীয় দিনে লজ্জাজনক ভাবে মাত্র ৪৬ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। গত ৯১ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ঘরের মাঠে এটাই ভারতীয় দলের সর্বনিম্ন স্কোর। এর আগে ৫০ রানের নীচে কোনওদিন টেস্টে অলআউট হয়নি ভারত। ১৯৮৭ সালে দিল্লিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৫ রানে অলআউট হয়েছিল ইন্ডিয়া। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫ জন ব্যাটার শূন্য রান করেন। দলের মধ্যে ঋষভ পন্থ সর্বোচ্চ ২০ রান করেন। নিউজিল্যান্ডের বোলার হেনরি ৫টি, উইলিয়াম ৪টি এবং সাউদি ১টি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে কিউয়িরা প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়েয়ে ১৮০ রান তুলেছে। লিড ১৩৪ রানের। রাচিন রবীন্দ্র ২২ এবং মিচেল ১৪ রানে অপরাজিত রয়েছেন। ভারতের হয়ে আজ ১টি করে উইকেট নিয়েছেন অশ্বিন, কুলদীপ এবং জাদেজারা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা