রাজ্য

নিষ্ক্রিয় রাজ্যের স্কুল সিলেবাস এক্সপার্ট কমিটি, মেয়াদ বৃদ্ধি হয়নি চেয়ারম্যানের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের স্কুল সিলেবাস এক্সপার্ট কমিটি আপাতত নিষ্ক্রিয়। ৩ অক্টোবরই মেয়াদ শেষ হয়েছে কমিটির চেয়ারম্যান অধ্যাপক উদয়ন বন্দ্যোপাধ্যায়ের। তবে, নতুন চেয়ারম্যান বা কমিটি পুনর্বিন্যাসের কোনও অর্ডার এখনও জারি করা হয়নি। সূত্রের খবর, চেয়ারম্যান এবং সদস্যদের একাংশের দ্বন্দ্বেই সঠিকভাবে কাজ চালিয়ে যেতে পারেনি সিলেবাস কমিটি। তাহলে কি সিলেবাস সংশোধনী অনির্দিষ্টকালের জন্য থমকে গেল? এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।
কমিটি ইতিমধ্যেই বিজ্ঞানের বিষয়গুলির সংশোধিত রিপোর্ট বিকাশ ভবনে জমা দিয়েছে। তবে, বাংলা বা ইংরেজি বিষয়ের সংশোধিত সিলেবাস এই কমিটিতে জমা না-পড়ায় কলা বিভাগের রিপোর্ট বিকাশ ভবনে এখনও পাঠানো যায়নি বলেই খবর। কমিটির ভবিষ্যৎ প্রসঙ্গে উদয়নবাবু জানান, তিনি চেয়ারম্যানের দায়িত্ব থেকে আগেই অব্যাহতি চেয়েছিলেন। তিনি যেহেতু বাড়তি দায়িত্বে ছিলেন, তাই তাঁকে রিলিজ লেটার দেওয়ার দায়ও নেই বিকাশ ভবনের। নতুন চেয়ারম্যান নিয়োগ বা কমিটি পুনর্বিন্যাসের কোনও তথ্য তিনি অন্তত জানেন না। তাঁর যুক্তি, শিক্ষাদপ্তর তাঁর মেয়াদবৃদ্ধি করেনি মানেই তিনি হয়তো অব্যাহতি পেয়েছেন। সেক্ষেত্রে কমিটি নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তাঁর জানার কথা নয়। 
দপ্তরের এক গুরুত্বপূর্ণ আধিকারিক বলেন, নতুন চেয়ারম্যান নিয়োগ বা কমিটি পুনর্গঠন নিয়ে কোনও অর্ডার হয়নি। এমনও হতে পারে, পুজোর ছুটির পরে উদয়নবাবুর কাছেই কাজ চালিয়ে যাওয়ার প্রস্তাব যেতে পারে। তবে, অন্দরের খবর, বর্তমান কমিটির বহু সদস্যের কাজে উদয়নবাবু নিজে সন্তুষ্ট নন। তাই কমিটি অপরিবর্তিত থাকলে তিনি দায়িত্ব নেবেন কি না, তা নিয়েও দপ্তরের অনেকে সন্দিহান।
3h 3m ago
কলকাতা
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা