খেলা

ভুল সিদ্ধান্তেই ভরাডুবি: সম্বরণ

সুকান্ত বেরা, কলকাতা: ৪৬ শুধু সংখ্যা নয়। এক জাতীয় লজ্জা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের ব্যাটিং ব্যর্থতাকে এভাবেই দুষলেন বাংলার প্রাক্তন অধিনায়ক তথা জাতীয় নির্বাচক সম্বরণ বন্দ্যোপাধ্যায়। ক্ষোভ উগরে বললেন, ‘যে দলটাকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভাবছি, তাদের এমন বেহাল অবস্থা হবে কেন? ঘরের মাঠে একটা ইনিংসে ৫০ রান করতে না পারা বড়ই লজ্জার। এতে প্রমাণিত হয়, আমাদের দলের ব্যাটিং কতটা ভঙ্গুর। যশস্বীর ১৩ ও ঋষভের ২০, অর্থাৎ দু’জনে মিলে ৩৩ রান তুলেছে।  বাকি ১৩ রান বাকিরা। অতীতে দেশের মাটিতে এত কম রানে কখনও আমরা অল-আউট হইনি। খেলায় অনেক কিছু হতে পারে। তবে ক্রিকেটের  বুদ্ধিতে এই ভারতীয় দলের থিঙ্ক ট্যাঙ্ক অনেক পিছিয়ে। চারদিন ধরে বেঙ্গালুরুতে বৃষ্টি হচ্ছে। প্রথম দিনে একটা বল পর্যন্ত হয়নি। পিচ কভার দেওয়া ছিল। স্বাভাবিকভাবে আর্দ্রতা থাকবে। আর কভার সরালেই হাওয়া লেগে পিচ ঢ্যাবঢাবে হয়ে যাবে। বল অফ দ্য স্যুইং করে, বাউন্সও থাকে। এর জন্য ক্রিকেটবোদ্ধা হওয়ার প্রয়োজন পড়ে না। বিশ্বের সব প্রান্তেই এটা হয়ে থাকে। তাই টসে জিতে রোহিত কি করে ব্যাটিং নিল বুঝলাম না? অবশ্যই এটা ক্যাপ্টেনের একার সিদ্ধান্ত নয়, টিম ম্যানেজমেন্টও যুক্ত। সেই কারণে ব্যর্থতার দায় সকলেরই।’
নিউজিল্যান্ডের দুই পেসার ম্যাট হেনরি ও উইলিয়াম ও’রৌরকি ন’টি উইকেট ভাগ করে নেন। তার মধ্যে হেনরি একাই নিয়েছেন পাঁচটি। নজর কেড়েছেন ও’রৌরিকও। ছক কষে তিনি আউট করেন কোহলিকে। তবে প্রাক্তন ভারত অধিনায়কের অফ ফর্ম নিয়ে চিন্তিত সম্বরণও। তাঁর কথায়, ‘বিরাট দক্ষ ব্যাটসম্যান। তবে সম্প্রতি ওকে লাল বলে তেমন সাবলীল মনে হচ্ছে না। আশা করেছিলাম, চাপের মুখে দুর্ধর্ষ ইনিংস খেলবে। সচরাচর ও লেগ স্লিপে শট খেলে না। সেই ভুলটাই করল।’
এখনও কি লড়াইয়ে ফেরার সুযোগ আছে ভারতের সামনে? জবাবে সম্বরণ বললেন, ‘ক্রিকেটে কোনও কিছুই অসম্ভব নয়। ম্যাচে আপাতত নিউজিল্যান্ড এগিয়ে। তবে ওদের দুশোর বেশি লিড নিতে দিলে চলবে না। বল ঘুরছে। কুলদীপদের কাল ভেল্কি দেখাতে হবে। তবে এখানেই কাজ শেষ নয়। ভুল শুধরে ভালো ব্যাট করতে হবে আমাদেরও। পাল্টা দুশোর লিড চাপিয়ে দিতে পারলে খেলা জমে যাবে। কারণ, চতুর্থ ইনিংসে ব্যাট করা সহজ হবে না।’
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা