খেলা

আত্মবিশ্বাসী ম্যাকলারেন

শিবাজী চক্রবর্তী, কলকাতা: ‘কুইক ওয়ার্ম- আপ, কুইক।’ বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই ফিটনেস ট্রেনারকে তাড়া দিলেন দিমিত্রি পেত্রাতোস। আসলে ২৪ ঘণ্টা আগে মুষলধারে বৃষ্টিতে  মোহন বাগানের অনুশীলন মাঝপথেই ভেস্তে যায় । বৃহস্পতিবারের প্র্যাকটিস সেশন কোনওমতে হাতছাড়া করতে চাননি কামিংস, লিস্টনরা। ডার্বির আগে ফুটবলারদের এই তাগিদই হোসে মোলিনার ট্রাম্প কার্ড। কাগজে-কলমে ওজনদার দল। বড় ম্যাচের পালস কামিংসদের নতুন করে বোঝানোর নেই। শনিবারের ডার্বিতে প্রতিপক্ষকে পিষে ফেলতে তৈরি ফুরফুরে মোহন বাগান।
মেগা ম্যাচের দু’দিন আগে সাধারণত স্কোয়াড বাছাই সেরে রাখেন কোচেরা। পালতোলা নৌকোর অনুশীলনেও তেমনই ছবি। যুবভারতীর প্র্যাকটিস মাঠে এগারোটি মানবপ্রাচীর সাজিয়ে ম্যাকলারনেদের পাখিপড়া করালেন স্প্যানিশ হেডস্যার। দুটো উইং কাজে লাগিয়ে লক্ষ্যভেদের প্রস্তুতি সারা। প্রতিটি বিভাগেই একাধিক তারকা। অনুশীলনে ইঙ্গিত, তিন ডিফেন্ডারের ফর্মেশন আপাতত বাতিল। বরং ৪-২-৩-১ স্ট্র্যাটেজিতে ভরসা রাখতে চান হোসে মোলিনা। রক্ষণে আলবার্তো ফিট। তাঁকে ধরেই দল সাজাচ্ছে সবুজ-মেরুন ব্রিগেড। মাঝমাঠে পেন্ডুলামের মতো দুলবেন গ্রেগ স্টুয়ার্ট। স্কটিশ ফুটবলার দারুণ চনমনে। গুড়গুড়ে ছেলেকে নিয়ে হাজির অনুশীলনে। বল নিয়ে দস্যিপনা দেখে কামিংস, সাহালরা হেসে কুটোপুটি। ডার্বিতে স্টুয়ার্ট ফর্মে থাকলে সোনায় সোহাগা। থ্রু বাড়ানোর পাশাপাশি বল সুইচ করতে দক্ষ। ওঁকে রোখা ইস্ট বেঙ্গলের বড় চ্যালেঞ্জ। স্টুয়ার্ট দলে থাকলে পেত্রাতোসকে বেঞ্চে রাখা ছাড়া উপায় নেই। কিন্তু তিনিও বড় ম্যাচের বড় ফুটবলার। চলতি মরশুমে তেমন ফর্মে না থাকলেও ভিতরে ভিতরে ফুঁসছেন। একটা সুযোগ জমে থাকা বারুদে দেশলাই কাঠি জ্বালাতে পারে। পাশাপাশি ম্যাকলারেনকে দেখে সমর্থকদের চোখ চকচকে। অন্তত তিনটি ক্ষেত্রে জেমির গোলার মতো হেড বিশালকে দাঁড় করিয়ে আছড়ে পড়ল জালে। বুঝিয়ে দিলেন কামান দাগতে তৈরি তিনি। এই ছবি আনোয়ারদের রক্তচাপ বাড়াতে যথেষ্ট। মাঠ ছাড়ার আগে টগবগে ম্যাকলানের জানালেন, ‘গোল করার জন্য মুখিয়ে আছি।’ 
এদিন বার্থডে বয় আপুইয়ার জন্মদিন পালন করেন একঝাঁক সমর্থক। মাঠের বাইরে কেকে কেটে চলল সেলিব্রেশন। এদিকে, স্টেডিয়াম ছাড়ার আগে মোলিনার মন্তব্য, ‘গোটা দল মাঠে নামতে মুখিয়ে।’ মাপা মন্তব্যে আগাম ঝড়ের পূর্বাভাস।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা