খেলা

দিয়ামানতাকোসের ফিটনেস চিন্তা বাড়াচ্ছে ইস্ট বেঙ্গলের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ডান হাঁটুর ঠিক উপরের অংশে বাঁধা হলুদ ব্যান্ডেজের স্ট্রিপ। স্প্রিন্ট টানতে গেলেই চোখেমুখে অস্বস্তি। চোট সারিয়ে দু’দিন হল অনুশীলনে ফিরেছেন দিমিত্রি দিয়ামানতাকোস। তবে তিনি যে এখনও পুরোপুরি সুস্থ নন, তা বুধবার অনুশীলনের এই কোলাজই বলে দিচ্ছে। ডার্বির ৭২ ঘণ্টা আগে যা অবশ্যই উদ্বেগ বাড়াবে ইস্ট বেঙ্গল অনুরাগীদের। কেরল ব্লাস্টার্স ম্যাচে চোট পান দিমিত্রিয়স। তারপর কেটে গিয়েছে প্রায় তিন সপ্তাহ। তবে এখনও হাফ ফিট তিনি! তাই দলের ফিজিক্যাল ট্রেনারের ভূমিকা নিয়ে ফের উঠছে প্রশ্ন। এরইমধ্যে মহেশ সিংয়ের চোট চিন্তা বাড়িয়েছে লাল-হলুদ টিম ম্যানেজমেন্টের। বুধবার অনুশীলনে আসেননি তিনি। ফলে ডার্বিতে তাঁর খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
টানা চার ম্যাচে হার দিয়ে এবারের লিগ অভিযান শুরু করেছে ইস্ট বেঙ্গল। চাকরি খুইয়েছেন কার্লেস কুয়াদ্রাত। নতুন কোচ অস্কার ব্রুজোঁ কবে শহরে পা রাখবেন, তা এখনও স্পষ্ট নয়। কর্তারা ডার্বির আগে তাঁকে শহরে আনার চেষ্টা করলেও, আদৌ তিনি ডাগ-আউটে থাকার ঝুঁকি নেবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। এই দোলাচলের মধ্যেই বুধবার ডার্বির চূড়ান্ত প্রস্তুতি শুরু করে দিলেন অন্তবর্তীকালীন কোচ বিনো জর্জ। বিকেলে যুবভারতীর এক নম্বর প্র্যাকটিস গ্রাউন্ডে প্রস্তুতি সারলেন লাল-হলুদ ফুটবলাররা। তার ঠিক পাশের মাঠেই অনুশীলন চলে মোহন বাগানের। অন্দরমহলের খবর বাইরে যেতে না দেওয়ার জন্য ছিল বিশাল কালো কাপড়। তবে ডার্বির আগে ফুটবলারদের চাপমুক্ত রাখাই এখন চ্যালেঞ্জ কোচ বিনোর।
আইএসএলের ডার্বিতে  এখনও জয়ের মুখ দেখেনি ইস্ট বেঙ্গল। গতবার প্রথম লেগে দু’বার লিড নিয়েও ২-২ গোলে ড্র করেন ক্লেটনরা। এরপর ফিরতি পর্বে ১-৩ গোলে বশ মানেন তাঁরা। চলতি মরশুমেও শুরুতেই কোণঠাসা লাল-হলুদ ব্রিগেড। এমন পরিস্থিতিতে ডার্বি জয়ই ফের ছেলেদের আত্মবিশ্বাস ফেরাতে পারে বলে মত বিনোর। সেই মতো ফুটবলারদের উজ্জীবিত রাখতে কোনওরকম খামতি রাখছেন না তিনি। একইসঙ্গে কোচ অস্কারের পরামর্শ নিয়ে পরিকল্পনামাফিক এগিয়ে চলাই তাঁর লক্ষ্য। বজ্রপাতের কারণে এদিন মাঝপথেই অনুশীলন থামাতে বাধ্য হয় ইস্ট বেঙ্গল। শুরুতে হাল্কা ওয়ার্ম-আপের পর পাসিং ফুটবলে জোর দেন বিনো। এরপরই বাজ পড়ার কারণে ড্রেসিং-রুমে ফিরে যান ফুটবলাররা। তবে ইস্ট বেঙ্গল অনুশীলনে সেই চনমনে ভাবটা উধাও ছিল। একেই টানা চারটি ম্যাচে হার। তারউপর ডার্বির চাপ। তাই কিছুটা হলেও নিজেদের গুটিয়ে রাখলেন লাল-হলুদ ফুটবলাররা।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা