দেশ

পাঁচ কোটি টাকা না দিলে সিদ্দিকির থেকেও খারাপ অবস্থা হবে সলমনের! হোয়াটসঅ্যাপে এল হুমকি

মুম্বই, ১৮ অক্টোবর: আতঙ্ক যেন পিছু ছাড়ছে না সলমন খানের। কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে অভিনেতার বিরুদ্ধে। সেই ঘটনার জেরেই বারবার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের কুনজরে পড়েছেন তিনি। কিছুদিন আগেই সলমনের বাড়িতে গুলি চালায় বিষ্ণোই গ্যাংয়ের দুষ্কৃতীরা। তাঁর পানভেলের বাগানবাড়িতেও হামলার ছক কষেছিল ওই দুষ্কৃতীরা। এবার হোয়াটসঅ্যাপে খুনের হুমকি পেলেন বলিউডের ভাইজান। সেই হুমকি বার্তা এসেছে মুম্বই পুলিসের ট্রাফিক গার্ডের হোয়াটসঅ্যাপ নম্বরে। তাতে বলা হয়েছে, ‘আমাদের হাল্কাভাবে নেবেন না। যদি সলমন খান বেঁচে থাকতে চান ও আমাদের সঙ্গে শত্রুতা চিরতরে শেষ করতে চান তাহলে পাঁচ কোটি টাকা দিতে হবে। যদি সেই টাকা না দেওয়া হয়, তাহলে সলমন খানের অবস্থা বাবা সিদ্দিকির থেকেও খারাপ হবে।’ এই হুমকি পাওয়ার পরেই তৎপর হয়েছে মুম্বই পুলিস। কোথা থেকে এসেছে এই বার্তা তদন্ত শুরু হয়েছে। পাশাপাশি সলমনকেও গোটা বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যেই অভিনেতার বাড়ির বাইরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মহারাষ্ট্রের দাপুটে নেতা তথা প্রাক্তন বিধায়ক বাবা সিদ্দিকিকে খুনের ঘটনার সঙ্গে নাম জড়িয়েছে বিষ্ণোই গ্যাংয়ের। সেই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে মুম্বই শহরে। বাবা সিদ্দিকির মতো হাইপ্রোফাইল ব্যক্তিকে প্রকাশ্যে খুন করে খবরের শিরোনামে রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। এবারে তাদের টার্গেটে রয়েছে অভিনেতা সলমন খান। তাই বাড়তি সাবধানতা অবলম্বন করছে মুম্বই পুলিস। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কিছুই জানাননি অভিনেতা।

 
6h 6m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা