বিদেশ

ইরানের মদতপুষ্ট সন্ত্রাসবাদের মূলচক্র এখন ধ্বংসের মুখে, মন্তব্য নেতানিয়াহুর

তেল আবিব, ১৮ অক্টোবর: ইরানের মদতে তৈরি সন্ত্রাসবাদের মূলচক্র এখন ধ্বংসের মুখে। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারের মৃত্যুর পর এমনই মন্তব্য করলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। গতকাল, দক্ষিণ গাজায় ইজরায়েলি সেনার অভিযানে নিকেশ করা হয় ইয়াহিয়া সিনওয়ারকে। ইজরায়েলের দাবি, গত বছরের ৭ অক্টোবর তেল আবিবে হামলা চালানোর নেপথ্যে ছিল এই সিনওয়ারের মাথা। এবার তাকেই নিকেশ করে হামাসের কোমড় ভেঙে দেওয়া গিয়েছে। নেতানিয়াহু বলেছেন, ‘ইরানের মদতে তৈরি হওয়া সন্ত্রাসবাদের মূলচক্র এখন ধ্বংসের মুখে। নাসরাল্লাহ খতম, তার ডেপুটিও মৃত, হানিয়ে মৃত্যুবরণ করেছে। হামাসের প্রাক্তন সেনাপ্রধান মহম্মদ ডিয়েফকে নিকেশ করা গিয়েছে। তাই সন্ত্রাসবাদের জন্ম দেওয়া ইরানের সময় শেষের পথে। ইরানে নিজের ধর্মের মানুষদের উপর যে সন্ত্রাসবাদের বোঝা চাপিয়ে রেখেছে সেটা থেকে দ্রুত মুক্তি মিলবে। ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবানন থেকেও সন্ত্রাসবাদ খতম হবে। আমরা এক নতুন ভবিষ্যৎ রচনা করব।’ হামাস প্রধানের মৃত্যুকে যুদ্ধের শেষ? তার উত্তরে ইজরায়েলের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এখনই নয়। এখনও কঠিন সময় আসছে, তবে আমরা জিতবই। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামাস জঙ্গি গোষ্ঠী হামলা চালায়। পণবন্দি করে গাজায় নিয়ে চলে যায় বেশ কয়েকজন ইজরায়েলিকে। তারপর থেকেই গাজায় লাগাতার হামলা চালাচ্ছে তেল আবিব। হামাসের একের পর এক শীর্ষ কমান্ডারকে নিকেশ করে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ বার্তাও দিচ্ছে ইজরায়েল। এই ইহুদি দেশটির অভিযানে বেজায় চাপে রয়েছে ইরান সেটা মনে করছেন বিশেজ্ঞরা। ইজরায়েল শুধুই হামাস নয়, তাদের দিকে যে চোখ রাঙিয়েছে সেই সবকটি জঙ্গি গোষ্ঠীকে খতম করার পণ করেছে এটা বলাই যায়। হামাসের মতোই হিজবুল্লা, হুথিদের খতম করার পথেই হাঁটছে তেল আবিব।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা