বিদেশ

সময়সীমার পরও উঠছে না ক্ষতিপূরণ সেস, যুক্ত করা হবে জিএসটির সঙ্গে

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: করোনা কালে রাজস্ব ক্ষতির মুখে পড়েছিল রাজ্যগুলি। সেই ক্ষতিপূরণের জন্য চালু হয়েছিল জিএসটি ক্ষতিপূরণ সেস। ২০২৬ সালের মার্চ মাসেই এই সেস বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু আদতে তা বন্ধ হবে না। জানা যাচ্ছে, এই সেসকে জিএসটির সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। প্রসঙ্গত, ২০১৭ সালে জিএসটি ব্যবস্থা চালুর সময়ই রাজ্যগুলির পক্ষ থেকে বলা হয়েছিল, তাদের রাজস্ব ক্ষতির মুখে পড়বে। আর সেই কারণেই পাঁচ বছরের জন্য অর্থাৎ ২০২২ সাল পর্যন্ত একটি ক্ষতিপূরণ সেস আদায়ের সিদ্ধান্ত হয়। কেন্দ্র ও রাজ্য ওই সেস আদায় করবে। প্রধানত ২৮ শতাংশ জিএসটি যে পণ্যগুলির উপর ধার্য করা হয়েছে, সেগুলির মধ্যে ৪৬টি পণ্যে আরোপ করা হয় ক্ষতিপূরণ সেস। অটোমোবাইল, গয়না, সিগারেট, তামাক থেকে বিলাসদ্রব্য। এই সেস থেকে হওয়া আয় রাজ্য ও কেন্দ্র সমানভাবে ভাগ করে নেবে। ২০২২ সালের মার্চ মাসে ওই সেস আদায়ের সময়সীমা শেষ হয়ে গেলেও করোনাকাল চলে আসায় সেই পরিকল্পনা ধাক্কা খায়। কারণ করোনাকালে রাজ্যগুলির রাজস্ব সংগ্রহ বিপর্যস্ত হয়ে গিয়েছিল। সেই কারণেই রাজ্যগুলিকে দেওয়া হয়েছিল বিশেষ আর্থিক সহায়তা। আর কেন্দ্রীয় সরকার রাজ্যগুলির হয়ে নিয়েছিল ঋণ। সেই টাকা আদায়ের জন্যই সেস আদায়কে আরও চার বছরের জন্য বাড়ানো হয়। অর্থাৎ ক্ষতিপূরণ সেস ২০২৬ সালের মার্চ মাসে শেষ হয়ে যাবে। কিন্তু তারপর কী হবে? সেই সিদ্ধান্ত নিতেই তৈরি হয়েছিল মন্ত্রিগোষ্ঠী। সম্প্রতি সেই গোষ্ঠীর বৈঠকও হয়। জানা যাচ্ছে, সিদ্ধান্ত হয়েছে সেস ২০২৬ সালে বন্ধ হয়ে যাবে। কিন্তু এই সেস তুলে দেওয়া হবে না। সেস জিএসটির সঙ্গেই মিশিয়ে দেওয়া হবে। অর্থাৎ সোজা কথায় সেক্ষেত্রে জিএসটি বাবদ বেশি অর্থ দিতে হবে ক্রেতাকে। প্রশ্ন উঠছে, এই সেস ও জিএসটির মেলবন্ধন কি কেবলমাত্র ২৮ শতাংশ জিএসটি সম্বলিত পণ্যের উপরই বর্তাবে? নাকি বাকি সব ধাপেই যুক্ত করা হবে? বর্তমানে ৫, ১২, ১৮ এবং ২৮ চারটি ধাপের জিএসটি আছে। জিএসটি কাউন্সিল আলোচনা চালাচ্ছে ধাপ বদলের। আগামী দিনে সেক্ষেত্রে নতুন জিএসটি ধাপ ধার্য হওয়ার পাশাপাশি সেসও যুক্ত হবে। সোজা কথায়, সেস বন্ধ হলেও অর্থ আদায় বন্ধ হবে না। গোপনে সেস থেকেই যাচ্ছে।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা