বিদেশ

সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা জয়শঙ্করের, খোঁচা চীনকেও

নয়াদিল্লি: ইসলামাবাদের মাটিতে দাঁড়িয়েই সীমান্ত পারের সন্ত্রাস নিয়ে পাকিস্তানকে তুলোধনা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধবার সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর বৈঠকে যোগ দিয়ে পড়শি দেশকে বিঁধতে ‘তিনটি অশুভ শক্তির’ উল্লেখ করেছেন তিনি। ভারতের বিদেশমন্ত্রী সাফ বলেছেন, সীমান্ত পারের সন্ত্রাস, মৌলবাদ ও বিচ্ছিন্নতাবাদে মদত এবং দ্বিপাক্ষিক বাণিজ্য পাশাপাশি চলতে পারে না। এই ধরনের কার্যকলাপ পারস্পরিক সম্পর্ক, বাণিজ্যের প্রসারের পরিপন্থী। 
 প্রায় এক দশক পরে ভারতের কোনও বিদেশমন্ত্রী পাক সফরে গেলেন। এদিন রাজধানী ইসলামাবাদে আয়োজিত এসসিও সম্মেলনে জয়শঙ্করকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দু’জন করমর্দনও করেন। আন্তর্জাতিক বৈঠকের এই মঞ্চকে ব্যবহার করে নাম না করে একযোগে দুই পড়শি দেশ—পাকিস্তান ও চীনকে খোঁচা দিয়েছেন বিদেশমন্ত্রী। তিনি মনে করিয়ে দিয়েছেন, পারস্পরিক শ্রদ্ধা ও অখণ্ডতার প্রতি সম্মান থাকা জরুরি। এগুলির উপর ভিত্তি করেই একসঙ্গে চলার পরিবেশ তৈরি হয়। সেই সূত্রে ধরেই তাঁর বার্তা, এসসিও গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে পারস্পরিক বিশ্বাস, বন্ধুত্ব ও সুপ্রতিবেশি সুলভ সম্পর্কের উপাদানগুলিকে আরও শক্তপোক্ত করতে হবে। জয়শঙ্কর বলেন, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বকে গুরুত্ব দেওয়া দরকার। ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা নয়, ইতিবাচক সহযোগিতার মাধ্যমে সেই লক্ষ্যে পৌঁছতে হবে। মূলত বাণিজ্য ও পরিবহণের ক্ষেত্রে ব্যক্তিস্বার্থ দেখলে কোনওভাবেই গোষ্ঠীগত অগ্রগতি সম্ভব নয়। তথ্যাভিজ্ঞ মহলের মতে, পূর্ব লাদাখে ভারত-চীন সংঘাতের কোনও স্থায়ী সমাধান মেলেনি। দফায় দফায় বৈঠক হলেও জি জিনপিংয়ের দেশের অনমনীয়তায় সমাধানসূত্রে মেলেনি বলে দাবি। তাছাড়া বাণিজ্য ও যোগাযোগের ক্ষেত্রেও বেজিংয়ের বাড়াবাড়ি ভালো চোখে দেখছে না ভারত। সেকারণেই নাম না করে চীনকে কৌশলী বার্তা দিয়েছেন জয়শঙ্কর। চীনা প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সামনে তিনি আরও জানিয়েছেন, কেউ যদি ভালো প্রতিবেশি হয়ে না উঠতে পারে, তাহলে তার আত্মসমীক্ষা করা দরকার। ঘুরিয়ে চীনকে তাঁর বার্তা, যদি বিশ্বাসে টান পড়ে, পারস্পরিক সম্পর্কে খামতি দেখা দেয়, বন্ধুত্বে ভাটা পড়ে কিংবা কোনওভাবে প্রকৃত প্রতিবেশির ভূমিকা পালন না করা যায়, তাহলে আত্মসমীক্ষা দরকার। সমস্যা খুঁজে বের করে তার সমাধানও করতে হবে। এদিন আন্তর্জাতিক পরিসরে যুদ্ধ, ঋণ সহ একাধিক বিষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসায়িক ক্ষেত্রে বাধায় চিন্তা ও উদ্বেগ। বেকারদের ভালো প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির প্রবল যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৩ টাকা৮৪.৯৭ টাকা
পাউন্ড১০৮.০৬ টাকা১১১.৮৬ টাকা
ইউরো৮৯.৯১ টাকা৯৩.৩২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
17th     October,   2024
দিন পঞ্জিকা