স্বদেশের বা বিদেশের নামী প্রতিষ্ঠানে বিদ্যালাভের সুযোগ পেতে পারেন। সব কাজে কমবেশি সাফল্যের যোগ। আয় অনুসারে ব্যয় করুন।
বাতের ব্যথা, নার্ভের সমস্যায় ভোগান্তি হতে পারে। পরীক্ষার্থীদের বিদ্যাচর্চা কমবেশি ভালো হবে। অর্থকর্মে শুভ।
অর্থাভাগ্যটি শুভ। কিছু অর্থ সঞ্চয়ও হতে পারে। নিজের বা পত্নীর স্বাস্থ্যের সমস্যা সৃষ্টি। কর্ম ভাগ্য শুভ। ধর্মে মতি।
ঘরে বাইরে শত্রু সংখ্যা বাড়বে। ব্যবসা ও পেশায় অপেক্ষাকৃত শুভ। বিদ্যার্থীদের পরীক্ষার প্রস্তুতি ভালো হবে।
কাজকর্মে শুভ ফল লাভের সম্ভাবনা। পেশাগত উচ্চশিক্ষার ক্ষেত্রে অপ্রত্যাশিত অগ্রগতির যোগ। মানসিক অস্থিরতা কমাতে চেষ্টা করুন।
অনেক প্রচেষ্টার পর ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অগ্রগতি হবে। অর্থকরী দিকটি অনুকূল। কর্মস্থলে অপেক্ষাকৃত শুভ ফল লাভের সম্ভাবনা।
কাজকর্মে সাফল্য ও সুনাম। কর্মকেন্দ্রিক বিদেশযাত্ৰা হতে পারে। আর্থিক ক্ষেত্র ও বিদ্যাস্থান শুভ।
ব্যবসার ক্ষেত্রে হঠাৎ বাধায় চিন্তা । কর্মস্থলে জটিলতা ক্রমশ কেটে সাফল্য আসবে। মনে অস্থিরতা ও উত্তেজনায় লাগাম দিন।
কাজকর্মে আকস্মিক বাধায় দিশাহারা হতে পারেন। সন্তানের উগ্র ব্যবহার ও মতিগতি নিয়ে চিন্তা বৃদ্ধি। আর্থিক দিকটি অনুকূল।
উচ্চ শিক্ষা ও বৃত্তিমূলক উচ্চতর শিক্ষায় বিশেষ শুভ। নামী প্রতিষ্ঠানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। আর্থিক দিক একপ্রকার। ধর্মে মতি।
সন্তানের উগ্র ব্যবহারে বা উপকৃত জনের ব্যবহারে ও বাক্যে মনঃকষ্টের আশঙ্কা। কাজকর্মে কমবেশি অগ্রগতি হবে। ব্যয় বৃদ্ধির যোগ।
পেশাদারি কর্মে শুভ দিন। ব্যবসায়িক কার্যকলাপ গতি লাভ করবে। অর্থভাগ্যে উন্নতির যোগ। শরীর স্বাস্থ্যের যত্ন নিন।
ক্রয়মূল্য | বিক্রয়মূল্য | |
---|---|---|
ডলার | ৮৩.৭৩ টাকা | ৮৫.৪৭ টাকা |
পাউন্ড | ১০৫.৮৫ টাকা | ১০৯.৬১ টাকা |
ইউরো | ৮৭.৮২ টাকা | ৯১.২১ টাকা |