আজকের দিনটি

ভাস্কর বন্দ্যোপাধ্যায়

৯৩৩০৫২২৪১১ / ৯৪৭৭৯২২২৯৫

ভাগ্য+ চেষ্টা = ফল
mesh

অর্থকর্মের ক্ষেত্রে প্রগতি বজায় থাকবে। মরশুমি দ্রব্যের ব্যবসায় লাভ বাড়বে। শরীর-স্বাস্থ্য এক প্রকার থাকবে।

brisho

একাধিক ক্ষেত্র থেকে অর্থকারী লাভ ও সঞ্চয়ের যোগ। ব্যবসার লগ্নিতে বিশেষ সতর্ক হন। বিদ্যায় উন্নতি।

mithun

কাজকর্মে শুভ ফল লাভের আশা। যন্ত্রপাতি ও অগ্নির ব্যবহারে বিশেষ সতর্ক হন। বিদ্যায় উল্লেখযোগ্য উন্নতির যোগ।

korkot

গৃহে শুভানুষ্ঠানের জন্য ব্যস্ততা বাড়বে। স্বার্থত্যাগ করেও গৃহ ক্ষেত্রে শান্তি বজায় রাখুন। আর্থিক দিকটি অনুকূল।

singho

কাজ কর্মের জন্য ব্যস্ততা বাড়বে। পরিশ্রমের প্রকৃত মূল্য স্বরূপ কর্মস্থলে ওপরওয়ালার প্রশংসাও পেতে পারেন। পেটের সমস্যা হতে পারে।

konya

অফিস কর্মীদের, বিশেষত কম্পিউটার কর্মীদের কাজকর্মে শুভ ফল লাভের যোগ। ব্যবসায় লাভ বৃদ্ধির সম্ভাবনা। মনে অস্থিরতা।
 

tula

একাধিক সূত্রে অর্থাগম ও সঞ্চয়ের যোগ। সন্তানের বিষয়ে বিশেষ কোনও কাঙ্ক্ষিত সুখবর পেতে পারেন। শরীর মোটামুটি।

brishchik

উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য। বহু প্রচেষ্টার পর কর্ম লাভের যোগ। পারিবারিক সম্পত্তির ক্ষেত্রে প্রকৃত ভাগ নাও মিলতে পারে।

dhonu

কর্মসূত্রে স্থানান্তর গমন হতে পারে। বিপণন কর্মীদের কর্মে সাফল্য। আমলা ও উচ্চপদস্থ কর্মীদের কর্মক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতি।
 

mokor

কাজকর্মে উন্নতি হবে। উৎপাদকদের পক্ষে দিনটি শুভ। বড় কোনও বরাত প্রাপ্তির যোগ। বিদ্যা ক্ষেত্রটিতে বিশেষ উন্নতির আশা করা যায়।

kumbho

ব্যবসায়িক প্রচেষ্টায় সাফল্য হলেও রসায়নের ব্যবসা বা অংশীদারি ব্যবসার ক্ষেত্রে আশাহত হতে পারেন। বিলম্বিত আর্থিক উন্নতির যোগ।

meen

অর্থাগমের ক্ষেত্রটি বিশেষ শুভ। সঞ্চয় যোগও আছে। পরিবারের কারওর শরীর-স্বাস্থ্য নিয়ে মানসিক অস্থিরতা বৃদ্ধি। বিদ্যা হবে।

কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
আজকের দিনে
এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.০৯ টাকা৮৫.৮৩ টাকা
পাউন্ড১০৬.০৫ টাকা১০৯.৭৯ টাকা
ইউরো৮৭.৫৬ টাকা৯০.৯২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ