খেলা

ছোটবেলার আবেগ উস্কে দেয় ডার্বি

শাশ্বত চট্টোপাধ্যায়
আমার বাবা (প্রখ্যাত অভিনেতা শুভেন্দু চট্টোপাধ্যায়) ছিলেন কট্টর মোহন বাগানি। সময় পেলেই সবুজ-মেরুন গ্যালারিতে বসে ম্যাচ দেখতেন। ছোটবেলায় বাবার হাত ধরেই আমার প্রথম মাঠে যাওয়া। পরবর্তীকালে অবশ্য বাবা সদস্যপদ ত্যাগ করেন। কারণ শুনলে অনেকেই আশ্চর্য হবেন। লিগের এক ম্যাচে মোহন বাগানের খেলায় মেজাজ হারিয়ে কটূক্তি করেন এক সদস্য। ব্যস! আর যায় কোথায়? গম্ভীর মুখে বাড়ি ফিরে আসেন বাবা। মোহন বাগান ক্লাবের সদস্যের মুখে এমন ভাষা? মানতে পারেননি কিছুতেই। পরদিনই অভিমানে সদস্যপদ ছেড়ে দেন। প্রিয় ক্লাব সম্পর্কে এমনই আবেগপ্রবণ ছিলেন তিনি। 
টলিপাড়ায় প্রবাদপ্রতিম অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায় ছিলেন আবার হার্ডকোর ইস্ট বেঙ্গল সমর্থক। পদ্মাপাড়ের মানুষ। বাঙাল ভাষায় কথা বলতেন। তাঁকে নিয়ে অনেক মিথ কান পাতলেই শোনা যায় স্টুডিওপাড়ায়। বাঙালি মননে ভানুজেঠু অমর। তাঁকে নিয়েই একটা সিনেমায় অভিনয় করেছি। ‘যমালয়ে জীবন্ত ভানু’র শ্যুটিংয়ে ভানুজেঠুর চরিত্রে এই অধম। পান থেকে চুন খসলে রে রে করে উঠবেন সবাই। দুরুদুরু বুকেই সেদিন চ্যালেঞ্জ নিয়েছিলাম। সেই সিনেমার এক বিখ্যাত ডায়লগ ছিল ‘আমি ঢাকার পোলা ভানু।’ বলার সময় রীতিমতো রোমাঞ্চ জাগছিল। 
সাত কিংবা আটের দশক কলকাতা ফুটবলের স্বর্ণযুগ। বড় ম্যাচ তখনও ডার্বি হয়নি। পাড়া কালচার জমজমাট। মোহন বাগান-ইস্ট বেঙ্গল মুখোমুখি হওয়া মানেই ধুন্ধুমার। রাজা বসন্ত রায় রোডে আমাদের এলাকায় অবশ্য শুধু একটাই বাঙাল পরিবার। তারা যথারীতি ঘোরতর ইস্ট বেঙ্গল সমর্থক। আমরা মজা করে বলতাম ‘জার্মান বাড়ি’। বড় ম্যাচের দিন কথার লড়াই জমত বেশ। সেসব এখন মিস করি।
কাজের চাপে মাঠে যাওয়ার অভ্যাস কমেছে ক্রমশ। তবে ডার্বির দিন একটু টেনশন থেকেই যায়। বাইপাস জুড়ে সারি সারি গাড়ি। সবুজ-মেরুন, লাল-হলুদ পতাকায় ঢাকা। প্রতিদ্বন্দ্বিতার আবহ। দেখতে দেখতে মন ভরে যায়। ফুটবল মাঠে ইলিশ-চিংড়ির এই ডুয়েল দীর্ঘজীবী হোক, এটাই প্রার্থনা। শনিবার আরও একটা ডার্বি। রুপোলি পর্দার ‘অনিমেষ দত্ত, গোয়েন্দা লালবাজারের’ তরফে আমার প্রিয় মোহন বাগানের জন্য রইল অনেক শুভেচ্ছা।
3h 3m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা