খেলা

এগিয়ে মোহন বাগান, অঘটনের আশা ইস্ট বেঙ্গলে

সোমনাথ বসু, কলকাতা: বিজয়ার শুভেচ্ছার সঙ্গে পাল্লা দিয়ে চলছে লক্ষ্মীপুজোর নাড়ু। উৎসবপ্রিয় বাঙালি এখন শক্তি আরাধনার অপেক্ষায়। এরইমধ্যে দুয়ারে ডার্বি। মোহন বাগান-ইস্ট বেঙ্গলের চিরন্তন লড়াই। শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আবেগের বিস্ফোরণ ঘটাতে তৈরি দুই প্রধানের সমর্থকরা। সাম্প্রতিক পারফরম্যান্স অনুযায়ী এই ম্যাচে মোহন বাগান এগিয়ে। জেমি ম্যাকলারেন, জেসন কামিংস, গ্রেগ স্টুয়ার্টদের মতো বিদেশিদের সঙ্গ দিতে তৈরি লিস্টন-মনবীররা। তবে সবুজ-মেরুন রক্ষণ ভঙ্গুর। আলবার্তো, আলড্রেডরা লড়াকু হলেও দুর্ভেদ্য নন। আর তাই অঘটনের আশায় বুক বাঁধছে ইস্ট বেঙ্গল। 
দলগঠনে প্রতিবারই অতি সক্রিয় মোহন বাগান। টাকার ঝুলি নিয়ে আসরে নামেন কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। এবারও তার অন্যথা হয়নি। গ্রেগ স্টুয়ার্ট, আপুইয়াদের অন্তর্ভুক্তি তার বড় প্রমাণ। এছাড়া অস্ট্রেলিয়ান লিগের তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন সত্যিই বিগ ক্যাচ। উল্টোদিকে, ইস্ট বেঙ্গলও এবার শক্তিশালী দল গড়ার চেষ্টায় বিন্দুমাত্র কসুর করেনি। গত আইএসএলের সর্বাধিক গোলদাতা দিমিত্রিয়স দিয়ামানতাকোস, পাঞ্জাব এফসি’র প্লে-মেকার মাধি তালালকে নিয়েছে তারা। কিন্তু পারফরম্যান্সের গ্রাফ এখনও স্পর্ধার মশাল ছুঁতে ব্যর্থ। প্রথম চারটি ম্যাচের প্রত্যেকটিতেই হেরে লিগ তালিকার সবার শেষে লাল-হলুদ ব্রিগেড। কার্লেস কুয়াদ্রাতকে সরিয়ে অস্কার ব্রুজোঁর হাতে দায়িত্ব তুলে দিয়েছেন কর্তারা। শুক্রবার গভীর রাতে শহরে এসেই ডার্বির উত্তাপ পেতে তৈরি তিনি। স্প্যানিশ কোচকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বিনো জর্জ। 
পালতোলা নৌকা এখনও পর্যন্ত দু’টি ম্যাচে জিতেছে। ড্র এবং হারের সংখ্যা এক। বেঙ্গালুরুর কাছে তাদের লজ্জার হারে প্রলেপ দিয়েছে নবাগত মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে বড় জয়। সেই ম্যাচে অসাধারণ ফুটবল খেলেন গ্রেগ স্টুয়ার্ট। মোহন বাগানের হৎপিণ্ড ৩৪ বছর বয়সি এই অ্যাটাকিং মিডিও। হুগো বোমাসের বিকল্প হিসেবে তাঁকেই বেছে নেওয়া হয়েছে। রক্ষণ এবং আপফ্রন্টের মধ্যে যোগাযোগ রাখাই স্টুয়ার্টের কাজ। বুদ্ধিদীপ্ত এই মিডিও পরিশ্রমীও বটে। গোল করানোর পাশাপাশি নিজেও জাল কাঁপাতে পারদর্শী। প্রয়োজনে রক্ষণের সামনে এসে বিপক্ষের আক্রমণ রোখা গ্রেগ স্টুয়ার্টের অভ্যাস। লাল-হলুদ কোচ তাঁকে নিষ্প্রভ করে রাখতে পারলে মোলিনাকে বিকল্প পরিকল্পনা খুঁজতে হবে।
ইস্ট বেঙ্গলের নিউক্লিয়াস এবার মাধি তালাল। ২৭ বছর বয়সি ফরাসি মিডিও ছন্দে থাকলে আলবার্তোরা সমস্যায় পড়তে বাধ্য। ডিফেন্স চেরা থ্রু এবং সেটপিস মুভে ডার্বির ভাগ্য গড়ে দিতেই পারেন তালাল। তাই তাঁর সঙ্গে গ্রেগ স্টুয়ার্টের ডুয়েলই শনিবাসরীয় সন্ধ্যার মুখ্য আকর্ষণ। 
মোহন বাগান কোচ হোসে মোলিনা চাইবেন, শুরু থেকে আক্রমণাত্মক খেলে গোল তুলে নিতে। কারণ, তাঁর আপফ্রন্ট সোনায় বাঁধানো। আনোয়ার-ইউস্তে জুটিকে নাস্তানাবুদ করার উপকরণ সবুজ-মেরুনে রয়েছে। বাগানের প্রান্তিক আক্রমণও বেশ শক্তিশালী। এছাড়া গোলরক্ষক কাইথের বিশাল হাত তো রয়েইছে। শুভাশিস-আশিসরা লড়াকু পারফরম্যান্স মেলে ধরলে জেতা উচিত মোহন বাগানেরই। তবে অঘটন আজও ঘটে। মাধি তালালের সেন্স, শৌভিকের হার না মানা মনোভাব, আনেয়ারের নিজেকে প্রমাণ করার লড়াইয়ের মিশেল নিঃসন্দেহে মোহন বাগানকে চ্যালেঞ্জ জানাবে। সবমিলিয়ে উৎসব মরশুমে ফুটবলের তালে কোমর দোলাতে তৈরি বাঙালি।
-ম্যাচ শুরু সন্ধ্যা ৭-৩০ মিনিটে। 
-স্পোর্টস ১৮ চ্যানেলে সরাসরি সম্প্রচার।
2h 2m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা