দেশ

রাজ্যের মর্যাদা ফেরাতে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রস্তাব পাশ ওমর সরকারের

ফিরদৌস হাসান, শ্রীনগর: জম্মু ও কাশ্মীরকে ফিরিয়ে দিতে হবে রাজ্যের স্বীকৃতি। এবিষয়ে আর গড়িমসি করা চলবে না কেন্দ্রের এনডিএ সরকারের। এই দাবিতে মন্ত্রিসভার প্রথম বৈঠকেই প্রস্তাব পাশ করল মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার নেতৃত্বাধীন নবগঠিত ন্যাশনাল কনফারেন্স (এনসি) সরকার। মন্ত্রিসভায় পাশ হওয়া এই প্রস্তাবের খসড়া মুখ্যমন্ত্রী আবদুল্লা দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দিতে পারেন বলেও খবর। যদিও এই প্রস্তাবে ৩৭০ অনুচ্ছেদ ফেরানোর দাবি সংক্রান্ত কোনও উল্লেখ না থাকায় এনসি সরকারের সমালোচনায় সরব মেহবুবা মুফতির পিডিপি সহ উপত্যকার অন্যান্য দলগুলি। বিধানসভায় পাশ না করিয়ে কেন শুধু মন্ত্রিসভায় প্রস্তাব পাশ করানো হল, সেই প্রশ্নও উঠছে। আর এই প্রস্তাবকে বিন্দুমাত্র গুরুত্ব দিতে নারাজ বিজেপি। জম্মু ও কাশ্মীরের বিজেপি নেতা আলতাফ ঠাকুর বলেন, প্রধানমন্ত্রী মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন রাজ্যের মর্যাদা ফেরাতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।
সূত্রের খবর, দু’এক দিনের মধ্যেই দিল্লি যাবেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে পাশ হওয়া প্রস্তাবের খসড়া তিনি তুলে দেবেন প্রধানমন্ত্রী মোদির হাতে। ঘটনাচক্রে, বিধানসভা ভোটের আগে চলতি বছরের ১৯ আগস্ট দলের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে গিয়ে ওমর আবদুল্লা বলেছিলেন, অনুচ্ছেদ ৩৭০ ও ৩৫এ ফেরানোর লক্ষ্যে আমাদের সংগ্রাম জারি থাকবে। যদিও মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসার পর ওমর সরকারের পাশ করা প্রস্তাবে ৩৭০ অনুচ্ছেদের উল্লেখ না থাকায় সমালোচনায় সরব মেহবুবা মুফতির পার্টি পিডিপির বিধায়ক ওয়াহিদ পারা। তাঁর তোপ, ৩৭০ অনুচ্ছেদ ইস্যুর সমাধান ছাড়া নিছক রাজ্যের স্বীকৃতি নিয়ে প্রস্তাব পাশ করার কোনও অর্থই নেই। মানুষের প্রত্যাশা ধাক্কা খেয়েছে এর ফলে। এই প্রস্তাব আদতে ২০১৯ সালের ৫ আগস্টের (মোদি সরকারের) সিদ্ধান্তকে সমর্থনেরই নামান্তর। সুর চড়িয়েছেন পিপল’স কনফারেন্স নেতা সাজাদ লোনও। তাঁর বক্তব্য, মন্ত্রিসভা নয়, এধরনের প্রস্তাব পাশ করার প্রকৃত জায়গা হল বিধানসভা। কারণ একমাত্র বিধানসভাতেই সমাজের সব স্তরের মানুষের মতামত প্রতিফলিত হয়। এই ইস্যুতে ওমর আবদুল্লা সরকারের মুণ্ডপাত করেছেন বারামুলার সাংসদ ইঞ্জিনিয়ার রশিদও। তাঁর বক্তব্য, ৩৭০ অনুচ্ছেদের উল্লেখ ছাড়াই যেভাবে প্রস্তাব পাশ করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক। এটি ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্সের নীতিগত অবস্থান থেকে বিচ্যুতি ছাড়া আর কিছুই নয়।
3h 3m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা