দেশ

দিল্লি এইমসে শ্লীলতাহানি, অভিযুক্ত সিকিওরিটি ইনচার্জ

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এবার খাস রাজধানীর বুকে এইমসের মতো দেশের সেরা হাসপাতালেই দলিত মহিলা নিরাপত্তা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল। তাও আবার বহিরাগত কেউ নয়, কাঠগড়ায় স্বয়ং সিকিওরিটি ইনচার্জ। ডিউটি বদলের কথা বলায় তিনি হুমকি দেন এবং যৌন হেনস্তা করেন বলে দাবি নির্যাতিতার। ওয়াকিবহাল মহলের অভিযোগ, গোটা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল। কারণ, গত ৩ অক্টোবর এইমসের ডিরেক্টরের কাছে এব্যাপারে লিখিত অভিযোগ জমা পড়েছে। তারপর ১৫ দিন কেটে গেলেও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। কেন চুপ এইমস প্রশাসন? সেই প্রশ্ন উঠেছে। অভিযোগ পত্রের প্রতিলিপি পাঠানো হয়েছে স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার কাছে। বিষয়টি নিয়ে চাপ বাড়তেই গোটা ঘটনার সত্যতা যাচাই করতে বিশেষ কমিটি গঠন করেছে এইমস।
নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এইমস) একটি স্বশাসিত স্বাস্থ্য প্রতিষ্ঠান। সেখানকার সিংহভাগ নিরাপত্তার দায়িত্ব বেসরকারি দু’টি এজেন্সির হাতে। সব মিলিয়ে কর্মী সংখ্যা ১২০০। এইমসের নিজস্ব (সরকারি) নিরাপত্তা কর্মী রয়েছে জনাপঞ্চাশেক। গোটা সুরক্ষা ব্যবস্থার নজরদারির দায়িত্বে চিফ সিকিওরিটি অফিসার দিগ্বিজয় সিং। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্নেল। তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছেন এক দলিত মহিলা, যিনি বেসরকারি নিরাপত্তা কর্মী হিসেবে এইমসে কর্মরত। অকালে স্বামীকে হারিয়েছেন। দু‌ই কন্যা ও পুত্রকে বাড়িতে রেখেই চাকরি করতে আসেন।
গত ২ অক্টোবর দিগ্বিজয় সিংয়ের কাছে ডিউটি বদলের আর্জি জানান ওই মহিলা কর্মী। কিন্তু মুখ্য নিরাপত্তা অফিসার আবেদন গ্রাহ্য করা তো দূর, উল্টে তাঁর সঙ্গে ‘দুব্যর্বহার’ করেন বলে অভিযোগ। এমনকী দলিত বলেও নাকি অপমান করেছেন। তাই এইমসের ডিরেক্টর, ন্যাশনাল কমিশন ফর সিডিউল কাস্টে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। হইচই শুরু হতেই গত ১৫ অক্টোবর দু’টি কমিটি গঠন করেছে এইমস। দায়িত্ব দেওয়া হয়েছে কমিটি ফর রিড্রেসাল অব গ্রিভ্যান্সেস অব এসটি, এসটি, ওবিসির প্রধান ডাঃ কে কে ভার্মা এবং কর্মক্ষেত্রে যৌন হেনস্তা সংক্রান্ত অভিযোগ দেখভালের দায়িত্বপ্রাপ্ত ডাঃ পুনিত কাউরকে। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা