দেশ

১০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ, কংগ্রেসের তোপে মহারাষ্ট্রের গেরুয়া সরকার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বেআইনিভাবে পছন্দের দু‌ই কোম্পানিকে টানেল ও রাস্তা তৈরির বরাত পাইয়ে আম জনতার ১০ হাজার কোটি টাকা লুট করেছে মহারাষ্ট্র সরকার। শুক্রবার এমনই চাঞ্চল্যকর অভিযোগ করল কংগ্রেস। ২০ নভেম্বর মহারাষ্ট্রে ভোট। তার আগে হাতে আসা নথিকে অস্ত্র হিসেবে কাজে লাগিয়ে এআইসিসির মুখপাত্র পবন খেরা বিজেপিকে ফেললেন চাপে। এমনকী বিজেপিকে কটাক্ষ করলেন ‘বি’ কোম্পানি বলে। বললেন, ‘মুম্বইতে একসময় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানির কথা শুনেছি। এখন সেটি হয়েছে বি কোম্পানি। অর্থাৎ বিজেপি। ওরাই লুঠপাট চালাচ্ছে।’  পুনে শহরের মধ্যে ৬৪.৪১ কিলোমিটার টানেল এবং রাস্তা তৈরি করছে মহারাষ্ট্র স্টেট রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন (এমএসআরডিসি)। প্রথমে এই প্রকল্পের খরচ ধরা হয়েছিল ১০ হাজার ৮৭ কোটি টাকা। পরে তা বাড়িয়ে ২০ হাজার ৯৯০ কোটি টাকা করা হয়। তা নিয়ে প্রশ্ন তুলেছে রাহুল গান্ধির দল। তাদের আরও দাবি, একটি কোম্পানিকে একই কাজে দু’টির বেশি বরাত দেওয়ার নিয়ম যেখানে নেই, সেখানে কেন দু’টি কোম্পানিকে চারটি করে বরাত দেওয়া হল? পবন খেরার অভিযোগ, নির্বাচনী বন্ডের মাধ্যমে ১৩ শতাংশ টাকা এসেছিল মহারাষ্ট্র থেকে। সেই বন্ড থেকে চাঁদা আদায় করেছিল বিজেপি। কোম্পানির থেকে চাঁদা আদায় করতে দেওয়া হয়েছিল অধিক অর্থের কাজের বরাত। আর সরকারি প্রকল্পে কাজের খরচ জুগিয়েছে আম জনতার করের টাকা। তিনি আরও বলেন, ‘সব জেনেও কেন চুপ প্রধানমন্ত্রী? কেন অডিট করেননি ক্যাগ? অন্যদিকে, ঝাড়খণ্ডেও সরকার গড়ার লক্ষ্যে ঝাঁপাচ্ছে কংগ্রেস। সেই ল঩ক্ষ্যে আজ, শনিবার রাঁচিতে এক সংবিধান সম্মেলনে যাচ্ছেন রাহুল গান্ধী। ঝাড়খণ্ডে এখন জেএমএম-কংগ্রেস-আরজেডি’র সরকার চলছে। এবারও তাদের টার্গেট বিজেপিকে আটকানো। তাই আসন সমঝোতার ক্ষেত্রে কংগ্রেস জেদাজেদি করবে না বলেই ঠিক করেছে। ঝাড়খণ্ডের পরিস্থিতি দেখে দলীয় রিপোর্ট তৈরিতে পর্যবেক্ষেকের দায়িত্ব পেয়ে অধীররঞ্জন চৌধুরী, তারিক আনোয়াররা রাঁচিতে প্রদেশ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন। আজ যাচ্ছেন রাহুল। রাঁচির কার্নিভাল প্রেক্ষাগৃহে হবে সম্মেলন। সবার মন বুঝেই কংগ্রেস ভোট জেতার স্ট্র্যাটেজি ঠিক করতে চায়। 
2h 2m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা