দক্ষিণবঙ্গ

গলসির গ্রামের রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল, উদাসীন প্রশাসন

সংবাদদাতা, মানকর: পূর্ব বর্ধমানের গলসি-১ ব্লকের কোলকোলে আঁকুড়েপাড়া থেকে নাপিতপাড়া হয়ে দাসপাড়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। সামান্য বৃষ্টিতেই কাদা হয়ে যায়। ফলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার বাসিন্দাদের। রাস্তা বেহাল হওয়া সত্ত্বেও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ। যদিও এই বিষয়ে উচ্চগ্রাম পঞ্চায়েতের প্রধান কনিজ বতুল শেখ বলেন, পঞ্চম এসএফসি ফান্ড থেকে রাস্তার কিছুটা অংশ ঢালাই হয়েছে। বাকি রাস্তাটিও পাকা করার বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। 
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় একশোরও বেশি পরিবার নিয়মিত রাস্তাটি ব্যবহার করেন। ২০১০ সালে বাম আমলে রাস্তায় মোরাম দেওয়া হয়েছিল। তারপর দীর্ঘদিন কেটে গেলেও আর রাস্তা সংস্কার হয়নি। ফলে এখন বৃষ্টি হলেই কাদা হয়ে যায়। তখন রাস্তায় চলাচল করা সমস্যা হয়ে পড়ে। আবেদন করেও সুরাহা হয়নি বলে অভিযোগ। এই রাস্তা দিয়েই শিশুশিক্ষা কেন্দ্র, প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা প্রতিদিন যাতায়াত করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, ছোটদের নিয়ে ওই রাস্তায় হাঁটতে ভয় হয়। পড়ে গিয়ে আহত হওয়ার সম্ভবনা থাকে। স্থানীয় বাসিন্দা শিবু আঁকুড়ে, সত্যব্রত পরামানিক জানান, রাস্তাটি পাকা করা হলে এলাকার সকলের সুবিধা হবে। বৃষ্টি হলে এই রাস্তায় পথ চলতে সমস্যা হয়। রাস্তা তখন কাদায় ভর্তি হয়ে যায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, কাদার রাস্তা এতটাই পিছল হয়ে থাকে যে হেঁটে বা সাইকেল নিয়ে যাওয়া যায় না। সাইকেলের চাকা স্লিপ খেয়ে যায়। দুর্ঘটনার সম্ভাবনা থাকে। পড়ুয়া থেকে ব্যবসায়ী সকলেরই সমস্যা হচ্ছে। প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে। আশ্বাস মিললেও কাজ হয়নি। স্থানীয় বিজেপি নেতা অরুণ ঘোষ পঞ্চায়েতের টেন্ডারে দুর্নীতির অভিযোগ তুলে বলেন, এলাকার বাসিন্দাদের ব্যাপক অসুবিধা হচ্ছে যাতায়াতে। সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাওয়া যাচ্ছে না। অথচ পঞ্চায়েতের এদিকে নজর নেই। দলের নেতারাই টেন্ডার পাচ্ছেন ফলে কাজের মান ঠিক হচ্ছে না। যে জায়গায় কাজ হওয়ার কথা সেখানে কাজ হচ্ছে না।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা