দক্ষিণবঙ্গ

পূর্ণিমার কোটালে জলোচ্ছ্বাস দীঘায়, দানবাকৃতি ঢেউ দেখে খুশি পর্যটকরা

সংবাদদাতা, কাঁথি: পূর্ণিমার কোটালের জেরে বৃহস্পতিবার রাতে দীঘার সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দেয়। জলোচ্ছ্বাসের জেরে ওল্ড দীঘার গার্ডওয়াল সংলগ্ন সৈকত সরণির বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে যায়। তার আগে সকাল থেকেই সমুদ্র উত্তাল ছিল এবং দুপুরে জোয়ারের সময় ব্যাপক জলোচ্ছ্বাস হয়। রাতে জোয়ারের সময় ফের জলোচ্ছ্বাস শুরু হয়। দানবাকৃতি দামাল ঢেউ আছড়ে পড়তে থাকে গার্ডওয়ালের উপর। তার জেরেই সৈকত সরণি জল থইথই করতে থাকে। যা দেখে আনন্দে আত্মহারা হয়ে ওঠেন পর্যটকরা। কারণ রাতের আলো ঝলমলে দীঘার সৈকত সরণিকে এভাবে কখনও জলমগ্ন হতে তাঁরা দেখেননি। অনেকেই সেই জলে ছুটে বেড়াতে থাকেন। যদিও কর্তব্যরত পুলিস-নুলিয়ারা পর্যটকদের সীমা অতিক্রম করতে দেয়নি।  শুক্রবার সকালে জোয়ারের সময় ফের ফুঁসতে শুরু করে সমুদ্র। বড় বড় ঢেউ আছাড়ে পড়তে থাকে। সমুদ্র স্নানে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে পর্যটকরা সেই জোয়ারের জলে গা ভেজানোর সুযোগ হাতছাড়া করেননি। 
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে জোয়ারের সময়ে জলোচ্ছ্বাসের পর বেশ শান্ত ছিল সমুদ্র। বিভিন্ন ঘাটে বিকেল পর্যন্ত স্নানপর্ব চলেছে। কিন্তু সন্ধ্যা ছ’টার পর থেকে একটু একটু করে উত্তাল হতে শুরু করে সমুদ্র। এরপর রাত সাড়ে ন’টা পর্যন্ত জোয়ারের সঙ্গে চলতে থাকে প্রবল জলোচ্ছ্বাস। সৈকত সরণি তো জলমগ্ন হয়ই, ওল্ড দীঘার বিস্তীর্ণ এলাকা জল থই থই করতে থাকে। ওল্ড দীঘার বাসস্ট্যান্ড, রাজবাড়ি কমপ্লেক্স লাগোয়া কালীমন্দির পর্যন্ত জল চলে আসে। ‌জলমগ্ন হয়ে যায় দীঘার মূল সড়কও। এদিকে খুশিতে মাতোয়ারা পর্যটকদের একাংশ জলে দাপিয়ে বেড়াতে থাকেন। তবে পুলিসের তাড়া খেয়ে সৈকত সরণি ছাড়তে বাধ্য হন তাঁরা। পুলিস এবং নুলিয়া সবসময়ে বাঁশি বাজিয়ে এবং লাঠি উঁচিয়ে পর্যটকদের সতর্ক করে গিয়েছে। এদিকে হাঁটুসমান জলে দাঁড়িয়ে ভিড়ের মধ্যে দোকান সামলাতে গিয়ে নাস্তানাবুদ হতে হয় দোকানদারদের।  যাঁরা পসরা সাজিয়ে বসেছিলেন, তাঁরা কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। যদিও জলোচ্ছ্বাস শুরু হওয়ার আগে অনেকেই পাততাড়ি গুটিয়ে নিরাপদ দূরত্বে চলে গিয়েছিলেন। রাতে ভাটার পর পরিস্থিতির উন্নতি হয়। জল নেমে যায় সৈকত সরণি থেকে। পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই বলছেন, দিনের বেলা জলোচ্ছ্বাস হয়েছে এবং সৈকত সরণি অনেকবার জলমগ্ন হয়েছে। কিন্তু রাতের দীঘায় এরকম আগে কখনওই হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার ও শুক্রবার সমুদ্র উত্তাল হবে বলে আগেই সতর্কবার্তা জারি করেছিল আলিপুর আবহাওয়া দপ্তর। জানানো হয়েছিল, শুক্রবার দুপুর পর্যন্ত সমুদ্র উত্তাল থাকবে এবং একই সঙ্গে উঁচু ঢেউ থাকবে। তাই প্রশাসনের তরফে সতর্কতা অবলম্বন করতে বলা হয় পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের। ডিএসপি (ডিঅ্যান্ডটি) আবু নুর হোসেন বলেন, রাতে দীঘা জলোচ্ছ্বাসের জেরে জলমগ্ন হয়েছিল। তবে নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট ছিল। পরিস্থিতির উপর নজর রাখা হয়েছিল।-নিজস্ব চিত্র
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা