দক্ষিণবঙ্গ

বহরমপুরে প্রাক্তন তৃণমূল নেতাকে খুনের ঘটনায় গ্রেপ্তার প্রতিবেশী যুবক

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বহরমপুরের রাধারঘাটে প্রাক্তন তৃণমূল নেতা প্রদীপ দত্তকে খুনের ঘটনায় প্রতিবেশী এক যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃতের নাম বুবাই দাস। শুক্রবার ভোরে তাকে বাড়ি থেকেই পাকড়াও করে পুলিস। বহরমপুর পুরসভার সাফাই কর্মীদের সুপারভাইজার হিসেবে কাজ করে বুবাই। তার বাবা রাধারঘাট এলাকায় জুতো সারাইয়ের কাজ করেন। এর আগেও বুবাইয়ের নামে একাধিক অভিযোগ রয়েছে পুলিসের খাতায়। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক দুই শার্প শ্যুটারকে প্রদীপবাবুর ব্যাপারে খবর দিয়েছিল। এই খুনের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিস মূল অভিযুক্তদের কাছে পৌঁছতে চাইছে। ধৃতকে শুক্রবার বহরমপুর আদালতে তোলা হলে বিচারক ১৩ দিন পুলিস হেফাজতের নির্দেশ দেন। 
অতিরিক্ত পুলিস সুপার(সদর) মাজিদ ইকবাল খান বলেন, অভিযুক্ত যুবকের সঙ্গে এই ঘটনার যোগ রয়েছে। যে দু’জন শার্প শ্যুটার এই কাজ করেছে, তাদের আমরা চিহ্নিত করেছি। ধৃত যুবকের সঙ্গে খুনের ঘটনায় তাদের যোগ রয়েছে। আমরা অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছি। পলাতক দুই শ্যুটারের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে। 
প্রসঙ্গত, গত বুধবার সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন প্রদীপবাবু। রাধারঘাটের গোয়ালজান এলাকায় গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় বাইকে করে এসে দুই দুষ্কৃতী গুলি চালিয়ে তাঁকে খুন করে। রাস্তার ধারে তিনি রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। খবর পেয়ে বহরমপুর থানার পুলিস গিয়ে প্রদীপবাবুকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই দুই শার্প শ্যুটারকে হন্যে হয়ে খুঁজছে পুলিস। 
এদিন সূত্র মারফত খবর পেয়ে পুলিস রাধারঘাটে বুবাইয়ের বাড়িতে হানা দেয়। সেখান থেকে তাকে পাকড়াও করে। ঘটনার পর থেকেই সে এলাকা ছাড়া ছিল। বৃহস্পতিবার রাতে বাড়ি ঢুকতেই পুলিসের কাছে খবর আসে। তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ করে খুনের ব্যাপারে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিস। 
বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, এদিন ভোরে বাড়ি থেকে বুবাইকে গ্রেপ্তার করা হয়েছে। খুব তাড়াতাড়ি আমরা অভিযুক্তদের পাকড়াও করব। ব্যবসা সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা বলে আমাদের প্রাথমিক অনুমান।  বহরমপুর আদালতের সরকারি আইনজীবী বিশ্বপতি সরকার বলেন, তৃণমূল নেতা খুনের ঘটনায় অভিযুক্তকে ১৪ দিনের হেফাজতে নিতে চেয়েছিল পুলিস। বিচারক ১৩ দিনের পুলিস হেফাজত মঞ্জুর করেছেন। 
অভিযুক্ত যুবকের মা রত্না দাস বলেন, আমার ছেলে নির্দোষ। ও কিছু করেনি। সেই জন্যই তো বাড়িতে ছিল। পুলিস ওকে জিজ্ঞাসাবাদ করবে বলে নিয়ে গিয়ে গ্রেপ্তার করেছে। যিনি মারা গিয়েছেন, তিনি আমাদের পাড়াতেই থাকতেন। কিন্তু, আমাদের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না। আমার ছেলে এব্যাপারে কিছুই জানে না। • নিজস্ব চিত্র  
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা