দক্ষিণবঙ্গ

রঘুনাথপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃদ্ধারও মৃত্যু, শোক

সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুরে বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় বৃদ্ধা লক্ষ্মী মুর্মুর(৬৮) মৃত্যু হল। শুক্রবার রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। প্রসঙ্গত, গত ১৪ অক্টোবর সোমবার রাতে বাড়িতে ঘুমিয়ে থাকার সময় অগ্নিদগ্ধ হন রঘুনাথপুর থানার কইলাতোড় গ্রামের লক্ষ্মীদেবী, তাঁর মেয়ে ও নাতি। ওই দিনই রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে মেয়ে সীতামণি হেমব্রম ও নাতি প্রশান্ত হেমব্রমের মৃত্যু হয়। এদিন লক্ষ্মীদেবীর মৃত্যুর ঘটনায় গ্রামে শোকের  ছায়া নেমে এসেছে।
পুলিস সূত্রে জানা গিয়েছে, সীতামণিদেবীর শ্বশুরবাড়ি সাঁতুড়ি থানার কাপাসডাঙা গ্রামে। দুর্গাপুজো উপলক্ষ্যে সীতামণিদেবী তাঁর পুত্রসন্তানকে নিয়ে বাপেরবাড়ি কুইলাতোড় এসেছিলেন। গত সোমবার রাতে তাঁরা মোমবাতি জ্বালিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে সীতামণিদেবীর শাড়িতে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে সীতামণিদেবীর পুত্রসন্তানও দগ্ধ হন। বিষয়টি দেখার পরেই সীতামণিদেবীর মা বৃদ্ধা লক্ষ্মীদেবী আগুন নেভানোর চেষ্টা করেন। পরে তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। আগুন নিভিয়ে দ্রুত জখম তিনজনকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা চলাকালীন রাতেই সীতামণিদেবী ও তাঁর পুত্রসন্তানের মৃত্যু হয়।  লক্ষ্মীদেবীর চিকিৎসা চলছিল। এদিন তাঁর মৃত্যু হয়। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

আইনজীবীদের কর্মের প্রসার ও ব্যস্ততা বৃদ্ধি। ব্যবসাদি পরিচালনার জন্য নতুন পরিকল্পনা রচনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৪ টাকা৮৪.৯৮ টাকা
পাউন্ড১০৭.৬৪ টাকা১১১.৪৩ টাকা
ইউরো৮৯.৪৭ টাকা৯২.৮৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা