দক্ষিণবঙ্গ

ভেঙেছে মাটির ঘর, ছোট সেতু, কালভার্ট, অবরুদ্ধ ঝাড়গ্রামে দুর্যোগে বিপর্যস্ত মানুষ

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়গ্ৰামে প্রাকৃতিক দূর্যোগে বিপর্যস্ত জনজীবন। টানা বৃষ্টিতে জেলাজুড়ে দুশোর বেশি মাটির বাড়ি ভেঙে পড়েছে। ত্রাণশিবিরে শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন। পারাপারের ছোট সেতু, কালভার্ট ভেঙে পড়েছে। ব্লকের বহু এলাকা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গ্ৰামের বাসিন্দারা অবরুদ্ধ হয়ে পড়েছেন। প্রশানের তরফে দূর্যোগ মোকাবিলায় সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে।
ঝাড়গ্ৰামের জেলাশাসক সুনীল আগরওয়াল বলেন, তিনদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। জেলাজুড়ে দুশোর বেশি মাটির বাড়ি ভেঙে পড়েছে। শতাধিক মানুষকে ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। বিনপুর-২ ব্লকের বেলপাহাড়ি এলাকায় ছোট সেতু, একাধিক কালভার্ট ভেঙে গিয়েছে। জলের তলায় থাকা সড়ক  ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশাসনের তরফে দুর্যোগ মোকাবিলার জন্য সবরকম পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কাজ নিয়ে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। টানা বৃষ্টিতে জামবনি, সাঁকরাইল, বিনপুর-২ ব্লকে ক্ষয়ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। নয়াগ্ৰাম, বিনপুর-১, গোপীবল্লভপুর-১ ও ২ ব্লকেও কমবেশি ক্ষয়ক্ষতি হয়েছে। জামবনি ব্লকের দুবরা ৭ নম্বর গ্ৰাম পঞ্চায়েত এলাকার ২৪টি মৌজাতেই ১৪টি মাটির বাড়ি ভেঙে গিয়েছে। বাসিন্দাদের স্থানীয় স্কুল ও কমিউনিটি হলে নিয়ে আসা হয়েছে। চিল্কিগড়ে ডুলুং নদীর কজওয়ের উপর দিয়ে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় ঝাড়গ্ৰাম ও জামবনির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দুবরা পঞ্চায়েতের প্রধান ধ্রুবজ্যোতি রাঙা বলেন, যেসব বাসিন্দার বাড়ি ধসে গিয়েছে, তাদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে। এখন খাবার, জল ও ওষুধের প্রয়োজন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এখানে ত্রাণসামগ্রী এসে পৌঁছয়নি। প্রশাসনকে বিষয়টি দ্রুত দেখার জন্য বলা হয়েছে। জামবনি গ্ৰাম পঞ্চায়েতের কিসমত মৌজার বাসিন্দা লক্ষীন্দর বিষুই বলেন, গতরাতে আমার মাটির বাড়ি ছাড়াও আরও পাঁচ-ছয়জনের বাড়ি ধসে পড়ে গিয়েছে। সকালে পঞ্চায়েতের সদস্যরা এসেছিলেন। বৃষ্টি না থামায় কিছু করা যাচ্ছে না। 
জামবনি ব্লকের বিডিও দেব্রবত জানা বলেন, যাঁদের ঘর ভেঙে গিয়েছে, তাঁদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে। ত্রাণ যাতে অন্য পথ দিয়ে দ্রুত পৌঁছনো যায়, তার চেষ্টা চলছে। বিনপুর-২ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ সিং সর্দার বলেন, বেলপাহাড়ি সহ একাধিক জায়গায় মাটির বাড়ি ভেঙে গিয়েছে। বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হচ্ছে। বৃষ্টির মধ্যেই ত্রিপল বিতরণের কাজ চলছে। বেলপাহাড়িতে ছোট কয়েকটা সেতু ক্ষতিগ্ৰস্ত হয়েছে। গ্ৰামীণ হাসপাতালে কাছে কালভার্ট ভেঙে যাওয়ায় শিলদা যাওয়ার গুরুত্বপূর্ণ রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন। সাঁকরাইল ব্লকে ডুলুং ও বাঁশিখাল জল বাড়ায় আঁধারি গ্ৰাম পঞ্চায়েতের একাধিক এলাকা জলমগ্ন। ধসে যাওয়া মাটির বাড়ির বাসিন্দাদের ত্রাণশিবিরে নিয়ে আসা হচ্ছে। নয়াগ্ৰাম ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা বেরা বলেন, এলাকায় মাটির বাড়ি ভেঙে যাওয়ার খবর এখনও পর্যন্ত নেই। তবে ত্রিপল বিতরণের কাজ হচ্ছে। আমরা সতর্ক আছি। লাগাতার বৃষ্টিতে জেলার একাধিক এলাকা অন্ধকারে ডুবে গিয়েছে। বিদ্যুৎ না থাকায় পানীয় জল সরবরাহ বন্ধ হয়ে গিয়েছে। ঝাড়গ্ৰাম ব্লকের কলাবনি এলাকায় গত শুক্রবার বিকেল থেকে বিদ্যুৎ নেই। গ্ৰামের বাসিন্দা দেবেন সরেন বলেন, বিদ্যুৎ না থাকায় পাম্প থেকে জল উঠছে না। এদিকে জঙ্গলে হাতির দল ঘুরছে। রাতে হাতি এলে বুঝতেও পারব না। ভয়ঙ্কর আতঙ্কের মধ্যে আমাদের দিন কাটছে।  জামবনীতে ভেঙে পড়েছে বাড়ি।-নিজস্ব চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পেশা ও ব্যবসায় উন্নতির বড় কোনও সুযোগ প্রাপ্তি। ধর্মভাব শুভ। স্বাস্থ্য গড়বড় করতে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১০৯.৩৫ টাকা১১২.৯২ টাকা
ইউরো৯১.৯২ টাকা৯৫.১২ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা