প্রযোজক থেকে তিনি এখন চিত্র পরিচালক। বাংলায় এখন যাঁরা সুপারস্টার, তাঁরা অনেকেই পীযুষ সাহার হাত ধরে বড়পর্দায় এসেছিলেন। ‘তুলকালাম’, ‘বাজিমাত’, ‘কেল্লাফতে’, ‘বেপরোয়া’ এই সমস্ত হিট বাংলা ছবিই তাঁর পরিচালনা। আগামীকাল পীযূষের পরবর্তী ছবি ‘তুই আমার রানি’ মুক্তি পেতে চলেছে। এই ছবিটিতে বাল্যবিবাহের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা হয়েছে। পরিচালক জানাচ্ছেন,‘এই ছবিতে বিনোদনের সমস্ত উপাদান রয়েছে। এখন বেশিরভাগ ছবিতেই কিন্তু একটা গুরুত্বপূর্ণ সামাজিক বার্তা থাকে। আমিও আমার এই ছবিতে শিশু বিবাহের মতো বিষয়কে তুলে ধরেছি। অক্ষয়কুমার ‘টয়লেট এক প্রেম কথা’র মতো ছবি করলেন কিংবা ‘প্যাডম্যান’ ছবির কথা ভাবুন একবার। আমি এই ছবিগুলো দেখে অনুপ্রাণিত হয়েছি। এখন খবরের কাগজ খুললেই দেখা যায় গ্রামে-গঞ্জে কীভাবে নাবালিকাদের বিয়ে দেওয়া হচ্ছে। সরকার তাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আটকানোর চেষ্টা করছে। চিত্র পরিচালক হিসেবে আমাদেরও একটা সমাজের প্রতি দায়িত্ব থাকে। একটা গল্পের মাধ্যমে সমাজকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি।’
ছবির মধ্যে শুধুই যে সামাজিক বার্তা আছে, এমনটা নয়। পুরো গল্পের মধ্যে প্রেম, সাসপেন্স, থ্রিলার সবকিছুই রয়েছে। ছবিটি ভরত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে। মূখ্য চরিত্রে অভিনয় করছেন সূর্য, যে পীযূষের ছবি ‘বেপরোয়া’তে ডেব্যু করেছিলেন। সূর্যর বিপরীতে অভিনয় করছেন বাংলাদেশের মিষ্টি জান্নাত। হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছবির শ্যুটিং হয়েছে। সঙ্গীত পরিচালনা করেছেন ইন্দ্র। পরবর্তী ছবির কাজও বেশ অনেকটাই এগিয়ে রেখেছেন পীযূষ। তিনি জানালেন,‘একটা ছবির কাজ প্রায় শেষের পথে। এই ছবির নাম ‘হরি ঘোষের গোয়াল’। জুলাই মাসে এই ছবি মুক্তি পেতে চলেছে। এটা একটা কমেডি থ্রিলার। এখানেও আমি এক ঝাঁক নতুন অভিনেতাদের নিয়ে আসতে চলেছি। ছবিটার মধ্যে একটা পুরনো মেস বাড়ির স্বাদ আছে।’
নিজস্ব প্রতিনিধি