Bartaman Patrika
প্রচ্ছদ নিবন্ধ
 

পিঠে-পিকনিকে
বাঙালির শীত

কথায় বলে, বর্ষার ছাতা আর শীতের কাঁথা সামলে রাখতে হয়। বাঙালির শীত মানেই লেপ-কাঁথার সঙ্গে সোয়েটার, মাফলার আর বাঁদর টুপি। সেই সঙ্গে পিঠেপুলি, খেজুর গুড়, পাটালি, পিকনিক তো আছেই। শব্দ দিয়ে শীতপ্রিয় বাঙালির ছবি আঁকলেন সোমনাথ বসু।

জগদ্ধাত্রী পুজো ও শীত
সমীরণের জগদ্ধাত্রী পুজোর জমক দেখার ইচ্ছে বহুদিনের। গেলেই হয়... অবলাই তো আছে! দক্ষিণ ২৪ পরগনার একটা গ্রামে ওদের জমিদারবাড়ি। এককালের জমিদার। জমি গিয়েছে, দাপট কিন্তু নয় (অবলাকান্ত নামেই বোঝা যায়)! তাও অনেক তাক কষেছে সমীরণ। যাওয়া আর হয়নি। এবার হয়েছে সুযোগ। প্রথমে ভেবেছিল বালিগঞ্জ থেকে ট্রেন ধরবে। একটু অন্য অভিজ্ঞতা। কিন্তু শেষমেশ চাপ নিল না। ৪০ কিলোমিটার রাস্তা, গাড়ি হাঁকিয়েই চলে এল।
জগদ্ধাত্রী পুজো... সঙ্গে পাঁচদিনের মেলা ফ্রি। এমন সাত-পাঁচ ভাবতে ভাবতে খেয়াল হল সমীরণের, ক্যানিং রোড দিয়ে অনেকটা চলে এসেছে। এবার ফোন লাগাতে হবে...। গাড়িটা একপাশে দাঁড় করাল সমীরণ। অবলার থেকে ঠিকঠাক জায়গাটা শুনে জিপিএস সেট করল। তারপর হালকা ভল্যুমে বিটলস চালিয়ে রওনা দিল।
মোড়ের মাথাতেই দাঁড়িয়েছিল অবলা। সমীরণের পাশের সিটে বসে বলল, সামনে থেকে ডানদিকে নিবি। কাছেই আমাদের বাড়ি। তারপর আড়চোখে তাকিয়ে ভুরু কুঁচকে প্রশ্ন, ‘সোয়েটার পরিসনি কেন?’ আকাশ থেকে পড়ল সমীরণ... ‘এই গরমে সোয়েটার?’ তোর মাথাটা গেছে নাকি? এখনও আমার বালিগঞ্জের বাড়িতে রাতে ফুল স্পিডে ফ্যান চালাতে হয়!’
—এটা তোদের বালিগঞ্জ না। বেলা গড়ালে ঠান্ডা লাগবে দেখবি।
—হুঁ! তোদের জন্যই এদেশে আর ঠান্ডা পড়ে না। লেবু-লঙ্কা ঝোলাতে হয় শীতের গায়ে।
—বুঝবি... বুঝবি। যাই হোক, বেলা হয়েছে। লাঞ্চ সেরে ছোট্ট একটা ন্যাপ দিয়ে নে। বিকেলে বেরব।
শুতে এসে আর একটু চমক—বিছানায় কম্বল! এবার একটু বাড়াবাড়ি হয়ে গেল না? অবলাকে আচ্ছা গাল দিতে হবে।
দুপুরে এমনিতে ঘুমোয় না সমীরণ। কিন্তু এখানে আতপ চালের ভাত, পুকুরের মাছ আর কচি পাঁঠা অভ্যেসটা রাখতে দিল না। দরজায় শব্দ শুনে ঘুমটা ভাঙল। কব্জি ঘুরিয়ে দেখল, বিকেল পাঁচটা। দরজা খুলল সমীরণ... চা এসেছে। আর ঠিক পিছন পিছন অবলাকান্ত। ফুলহাতা সোয়েটার, মাফলার, মাথায় একটা টুপিও আছে। হেসেই ফেলল সমীরণ। গা করল না অবলা। একটা জ্যাকেট ছুঁড়ে দিয়ে বলল, ‘গায়ে দিতে ভুলিস না। আমি নীচে আছি।’ 
জিনস, টি-শার্টই গায়ে চাপাল সমীরণ। জ্যাকেটটা বেঁধে নিল কোমরে। বাড়ি থেকে পুজোমণ্ডপ মিনিট পাঁচেকের হাঁটা পথ। সাবেকি ঘরানার বিরাট প্রতিমা। চত্বরেই মেলা। মনটা খুশি খুশি হয়ে গেল সমীরণের। বেশ তো! ছেলে-মেয়ে-বুড়ো মিলে যেন মেলাতেই মিশে গিয়েছে। ভিড় বাড়ছে। আর অবাক হচ্ছে সমীরণ। প্রত্যেকেরই গায়ে গরম জামা। মধ্যবয়স্ক এক ভদ্রলোক তো রীতিমতো থ্রি-পিস স্যুট পরে জেমস বন্ডের মতো হাঁটাচলা করছেন। কেউ বা আবার মাঙ্কি টুপি পরে গরম জিলিপি কিনতে ব্যস্ত। থাকতে না পেরে চায়ের দোকানে বসা এক ভদ্রলোককে জিজ্ঞেসই করে ফেলল, ‘কী ব্যাপার বলুন তো? ঠান্ডা তো নেই। তা সত্ত্বেও সবাই এরকম সোয়েটার-টোয়েটার পরেছে?’ সেই ভদ্রলোক উত্তর দেওয়ার সময়ই পেলেন না। কেটলি থেকে গ্লাসে গরম জল ঢালতে ঢালতে দোকানির বিশ্লেষণ, ‘আপনি মশায় শহরের লোক। আজকেরে এখানে থাকবেন। কালকেরে চলে যাবেন। তাই কিসুই জানেন না। জগদ্ধাত্রী পুজো এলেই আমরা গায়ে গরম জামা চাপাই। দুগ্গাপুজোর পরই লেপকাঁথা রোদ্দুরে দেওয়া শুরু। আর কোজাগরী লক্ষ্মীপুজো থেকে চ্যবনপ্রাশ।’ 
দেখছে সমীরণ। মেলা... মানুষ। ঘুগনি শেষ করে পাতাটা ফেলার পরই বুঝতে পারল, এই চত্বরের সঙ্গেই মিশে যাচ্ছে সে। কোমর থেকে জ্যাকেটটা খুলে গায়ে চাপাল সমীরণ। ঠান্ডা লাগছে!

পিঠেপুলি, পাটালি, খেজুর গুড়
‘ওয়ার্ক ফ্রম হোম’। অন্য অনেকের মতো উজ্জ্বলেরও প্রথমে মনে হয়েছিল, যাক বাবা, বাড়িতে বসেই অফিসের কাজকর্ম সেরে ফেলা যাবে। যাওয়া-আসার ঝক্কি নেই। কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই সত্যিটা হাড়ে হাড়ে টের পাওয়া গেল। সকাল ন’টায় লগ ইন। আর ল্যাপটপ বন্ধ করতে করতে রাত দশটা। অশান্তির জীবন। অতিষ্ঠ হয়ে উঠেছে উজ্জ্বল। দেবপর্ণারও একই দশা। দু’জনেই মাল্টিন্যাশনাল কোম্পানির উঁচু পদে। উইকএন্ডে অফিস নয়, স্ত্রীর চাপ সামলাতে হয় উজ্জ্বলকে। রবিবার দুপুরে মোগলাই ডিশ দেবপর্ণার চাই-ই চাই। এখানেই শেষ নয়। রাতে চাইনিজ। আসলে বড়লোক বাপ-মায়ের আদুরে মেয়ে তো। মেঘ চাইলে আকাশে ভাসা ছাড়া গতি নেই। 
শীত পড়লেই ছেলেবেলার কথা মনে পড়ে। বর্ধমানের আউশগ্রামেই জন্ম উজ্জ্বলের।  পড়াশোনা, বড় হয়ে ওঠা ওখানেই। ক্ষণস্থায়ী হেমন্ত অতীত হলেই পিঠে-পুলির জন্য মন কেমন করত। পাটালি, পয়রা গুড়ের নাম শুনলে এখনও জিভে জল আসে। কলকাতা তাকে অনেক কিছু দিয়েছে। ঝকঝকে চাকরি, সুন্দরী স্ত্রী, একঝাঁক ট্যাঁশ বন্ধুবান্ধব ইত্যাদি। কিন্তু নতুন গুড় দিয়ে পিঠে তো আর নেই উজ্জ্বলের জীবনে! এই তো সেদিন, এক শনিবার। ব্রেকফাস্ট টেবিলে বসে মৃদু স্বরে পিঠে খাওয়ার আবদার করেছিল সে। চিকেন-চিজ স্যান্ডউইচে কামড় দিতে দিতে সফিস্টিকেটেড দেবপর্ণার মুখঝামটা, ‘আদিখ্যেতা আর দেখিও না তো। ব্র্যান্ডেড জামাকাপড় পরলেই শহুরে হওয়া যায় না। এখনও গেঁয়ো খাবারের লোভ তাড়া করে বেড়ায়। চালের গুঁড়োর ভিতর নারকেলের পুর, তার উপর ওরকম ল্যালল্যালে গুড়ে ডুবিয়ে খাওয়া। ওহ মাই গড!’ এখানেই শেষ নয়। মালকিনের সুরে সুর মিলিয়ে রান্নার মাসিও বলে ওঠে, ‘পিঠে করার কি ঝক্কি কম গো দাদাবাবু? পাড়ার মিষ্টির দোকানে আর ক’দিন পরেই পিঠে পাওয়া যাবে। কিনে খেও তখন!’
একে রামে রক্ষে নেই, সুগ্রীব দোসর। কীই আর করা যাবে? শীত আসে শীত যায়, ভরসা শুধুই স্মৃতিরোমন্থন। ঘাসের আগায় শিশির, রাতে টালির চালে হিম ঝরার শব্দ, কর্মচঞ্চল ঢেঁকির ওঠানামা, চাল কিংবা গুড়ের মনভরা আমুদে গন্ধ—সবই তো উজ্জ্বলের পাণ্ডুলিপিতে ধূসর। সাত বছরের ছেলেও ইনস্ট্যান্ট খাবার চেটেপুটে খায়। কিন্তু পিঠে? নামই শোনেনি। তাই তো নুডলস মুখে তুলতে তুলতে সেও বলে, ‘ড্যাড, আজ মোমো খাব। উইদ চিকেন স্যুপ।’ ছেলের মাথায় হাত বোলাতে বোলাতে দেবপর্ণা বলে ফেলে, ‘কারেক্ট। মোমোই তো পিঠের মডার্ন ফর্ম। নেক্সট উইকে তোর জন্য চকোলেট দিয়ে মোমো করে দেব। দারুণ হবে। ওই তো অফিসের ঋতুদি ওর মেয়ের জন্য ক’দিন আগেই করেছিল। রেসিপিটা মেল করতে বলেছি।’
মনের কষ্ট মনেই লুকিয়ে রাখে উজ্জ্বল। শীত এলেই বাজার থেকে কেক তৈরির যাবতীয় উপকরণ নিয়ে আসা তার অভ্যাসে দাঁড়িয়েছে। খেতে ভালো না লাগলেও বলতে হয় টেস্টি। সত্যি জীবনটা কতই না বদলে গেল...। বেজে উঠল মুঠোফোন। উল্টোদিকে হিমাদ্রী। ‘শোন না, ডিসেম্বরের গোড়ায় গড়িয়ায় পিঠেপুলি উৎসব আছে। যাবি?’ এ তো মেঘ না চাইতেই জল। তবে বাড়িতে জানলে কিছুতেই যেতে দেবে না। তাই উজ্জ্বল বলল, ‘আমি তোকে হোয়াটসঅ্যাপ করছি।’ 
কয়েক মুহূর্তের মধ্যেই হিমাদ্রী দেখল উজ্জ্বলের মেসেজ, ‘যাব তো বটেই। পেটভরে খাব। কিন্তু নিয়ে আসা যাবে না। ও জানলে আবার অশান্তি করবে।’

পিকনিক ও শীতের খেলাধুলা
বাসের মধ্যেই সেরে নিতে হবে ব্রেকফাস্ট। প্রত্যেকের জন্য বরাদ্দ পাউরুটি, ডিমসেদ্ধ, সন্দেশ ও কমলালেবু। ডিস্ট্রিবিউশনের দায়িত্বে বিলে। আর ডিমের খোসা ছাড়িয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে ‘স্বেচ্ছাসেবক’ বীরু। প্রত্যেকের প্যাকেট থেকে যেচে ডিমসেদ্ধ নিয়ে সামনের সিটে বসা নদের মাথায় ঠুকছে সে। তারপর হাতের আলতো ছোঁয়ায় খোসা ছাড়িয়ে দেওয়া। নদে একরাশ বিরক্তি নিয়েই মাঝেমধ্যে বারণ করছে, ‘এই ঠান্ডার মধ্যে সাতসকালে শ্যাম্পু করে এসেছি। ফালতু ইয়ার্কি মারছিস কেন?’ কিন্তু বীরু তো থামার পাত্র নয়। কর্তব্যে সে মনোযোগী। 
গোটা ব্যাপারটা লক্ষ করেছে সন্টু। আজন্ম ছ্যাবলা। নদে ও বীরুর মধ্যে ঝগড়া বাঁধানোর ফন্দি মুহূর্তে তার মাথায় এল। বাসের পিছনদিকে রয়েছে কাঁচা বাজার। সিট ছেড়ে উঠে সেদিকেই এগল সে। ক্রেট থেকে একটা কাঁচা ডিম বের করল চুপিসারে। বীরুর হাতে দিয়ে সন্টুর অনুরোধ, ‘এটা ছাড়িয়ে দে।’ যেমন কথা তেমনই কাজ। নদের মাথায় ঠোকামাত্রই কাঁচা ডিম ভেঙে একসা। হলুদ কুসুম গড়িয়ে পড়ছে ওর মাথা বেয়ে। বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল নদে। তারপরই চিল চিৎকার। সঙ্গে বাছাই করা সব বিশেষণ। ‘অনেকক্ষণ ধরে বারণ করছি। শুনছিস না তো। দেখলি কী হল?’। সমবেত প্রচেষ্টায় মিনিট দশেক পরে সে শান্ত হল। 
‘নতুন দিগন্ত’ ক্লাবের পিকনিকে যাওয়ার পথে এই ঘটনা। গন্তব্য উলুবেড়িয়ার আটান্ন গেট। রাঁধুনি ও তার অ্যাসিস্ট্যান্টও রয়েছে বাস ড্রাইভারের পাশে। পৌঁছেই চিকেন পকোড়া আর কফি। দুপুরে খাসির মাংস-ভাত। সঙ্গে ডাল, আলুভাজা, চাটনি, পাঁপড়। বিকেলের কফিতে চুমুক দিয়ে পাড়ার উদ্দেশে রওনা। 
স্পটে পৌঁছেই বীরু চটপট ব্যাট, বল, উইকেট বের করল। শীতের পিকনিক ক্রিকেট ছাড়া অসম্পূর্ণ। শুরু হল টিম করা। বিলে আর সন্টু দুই টিমের অধিনায়ক। এরইমধ্যে সন্দীপা-কাকলিরা এসে একপ্রস্ত ঝগড়া করে গেল। ব্যাডমিন্টন ও ফ্লাইং ডিস্ক খেলার জন্য তাদেরও জায়গা দিতে হবে। ফলে কমল ক্রিকেটের মাঠের আয়তন। খেলা শুরু হল। কিন্তু শেষ হওয়ার আগেই মধ্যাহ্নভোজ। প্রথমে ব্যাট করায় সন্টুর দলের প্লেয়াররা তরতাজা। আর বিলের টিমমেটরা ক্লান্ত। হাত ঘুরিয়ে কাঁধে ব্যথা। এর মধ্যে শরীর ছুঁড়ে ক্যাচ নিতে গিয়ে পা মচকেছে বিলে। বরফ না থাকায় সামনে দাঁড়ানো এক আইসক্রিমওলাই ভরসা। দু-তিনটে অরেঞ্জ আইসক্রিম দেওয়া হল তার পায়ে। 
এদিকে আর এক বিপত্তি। সন্দীপাদের ফ্লাইং ডিস্ক উড়ে গিয়েছে সীমানার ওপারে। অন্য পিকনিক পার্টির জায়গায়। দু’-একবার তারা ফেরত দিয়েছে। কিন্তু এবার কিছুতেই দেবে না। শেষে নদে গিয়েই তা নিয়ে এল। ঠিক হল, লাঞ্চের পরে আর কোনও খেলাধুলো নয়। সময় কাটবে গানের লড়াইয়ে। এই পর্বে কমলালেবুর খোসা বীরু টিপল নদের চোখের সামনে। কোনওরকমে চোখেমুখে জল দিয়ে বীরুকে মারতে দৌড়ল নদে। প্রায় পঞ্চাশ গজ দৌড়ে নাগালও পেল। প্রথমেই সজোরে এক ঘুসি। যা খেয়ে বসে পড়ল বীরু। ‘দেখ কেমন লাগে... কথা শেষ হওয়ার আগেই ফের চোখ ধরে বসে পড়ল নদে। বীরু যে ধুলো ছুড়েছে! এবার একে অপরের গলা জড়িয়ে মারামারি। বাকিরা উদ্বিগ্ন। পিকনিকের শেষে এই ঘটনা না ঘটলেই ভালো হতো। মাটিতে লুটোপুটি খেতে খেতে এটাই হয়তো ভাবছিল বীরু-নদে। তাই কাঁধে কাঁধ মিলিয়ে দু’জনে উঠতেই হাততালি দিল সকলে। নদে দাঁত বের করে বলছে, ‘আমরা তো শোলের জয়-বীরু। ইয়ে দোস্তি হাম নেহি ছোড়েঙ্গে...।’
অঙ্কন : সুব্রত মাজী
05th  December, 2021
ব্রিটিশ গরাদে
বন্দি কারাসাহিত্য

সুখেন বিশ্বাস

সময়টা ছিল ১৯৩১-এর ৩০ জুন। আলিপুর সেন্ট্রাল জেলে বন্দি রয়েছেন দীনেশ গুপ্ত। ফাঁসির কয়েক দিন আগে মাকে লিখছেন, ‘মা, যদিও ভাবিতেছি, কাল ভোরে তুমি আসিবে, তবুও তোমার কাছে না লিখিয়া পারিলাম না। তুমি হয়তো ভাবিতেছ, ভগবানের কাছে এত কাতর প্রার্থনা করিলাম, তবুও তিনি শুনিলেন না। বিশদ

28th  November, 2021
গ্লাসগোয় পৌষমাস
ঘোড়ামারায় সর্বনাশ
মৃন্ময় চন্দ

হাট বসেছে, সোমবারে। চাঁদের হাট। ক্লাইডের পারে, স্কটল্যান্ডের গ্লাসগোতে। ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর। উপলক্ষ? জলবায়ু সম্মেলন। ‘সিওপি’ বা কপ ২৬’। কপ অর্থে ‘কনফারেন্স অব দি পার্টিস’। বিশদ

21st  November, 2021
ডায়াবেটিসে মালপোয়া!
শ্যামল চক্রবর্তী

বাড়ি থেকে আনা খাবার চেক করছি রোজ দু’বেলা। তবু সুগার আর কমে না। আমরা টেনশনে জেরবার। রেসকোর্সের মাঠের উল্টোদিকের গেট দিয়ে ঢুকে স্যারের কোয়ার্টার দোতলায়। রোজকার মতো সেদিনও সকাল আটটায় পৌঁছে গিয়েছি। স্যার ব্রিফকেসটা আমার হাতে ধরিয়ে দিয়ে সিঁড়ি দিয়ে নামছেন প্রায় দৌড়ে। বিশদ

14th  November, 2021
আইএসএল
কতটা প্রস্তুত কলকাতার দুই প্রধান?

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই ইন্ডিয়ান সুপার লিগের ঢাকে কাঠি পড়বে। প্রথম কয়েকটি বছর এই প্রতিযোগিতাটিকে নিয়ে বেশ হইচই হয়েছিল। একাধিক তারকা ফুটবলার থেকে শুরু করে জিকোর মতো কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্বের উপস্থিতি আইএসএলকে অন্য পর্যায়ে পৌঁছে দেয়। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে লিগের মানও পড়তে শুরু করে।
বিশদ

07th  November, 2021
সংগ্রাম
শান্তনু দত্তগুপ্ত

আরও এক ৩১ অক্টোবর। ৩৭ বছর আগে ইন্দিরা প্রিয়দর্শিনী গান্ধীর সংগ্রাম শেষ হয়েছিল ঠিক এই দিনটায়... তাঁর নিরাপত্তারক্ষীর গুলিতে। ব্যক্তি হয়েও প্রতিষ্ঠানের ঊর্ধ্বে উঠেছিলেন তিনি। ভারতের জাতীয় কংগ্রেস মুছে গিয়েছিল তাঁর রাজনৈতিক গ্ল্যামারে। অস্তিত্ব সঙ্কটে ভোগা দলকে আরও একবার শিখরে নিয়ে গিয়েছিলেন ইন্দিরা। আরও একবার সঙ্কটে কংগ্রেস... অস্তিত্ব রক্ষাই যে আজ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জের মুখে আরও এক গান্ধী... সোনিয়া। সংগ্রামী জীবন যে তাঁরও... ঘরে-বাইরে। রাজনীতিতে।​​​
বিশদ

31st  October, 2021
স্যোশাল মিডিয়ার ফাঁদে

২০১৮। ব্রাজিল ও মার্কিন মুলুকে সাধারণ নির্বাচন। ফেসবুক নিজেই খুলে ফেলল ১ কোটি ৫ লক্ষ ফেক অ্যাকাউন্ট। ২০২০-এর দিল্লি বিধানসভা নির্বাচন। অভিযোগ, কেন্দ্রে ক্ষমতাসীন দলটিকে জেতাতে ১ হাজার অতিরিক্ত কর্মী নিয়োগের মাধ্যমে অসংখ্য ভুয়ো অ্যাকাউন্ট খুলে নাকি নির্লজ্জ প্রচার চালানো হয়। বলিভিয়া-ইকুয়েডর-আজারবাইজান-ইউক্রেন-স্পেন সর্বত্র ‘অর্থের বিনিময়ে’ ভুয়ো খবরের অভিযোগ। ক’জন জানেন, ৬৪ শতাংশ উগ্রপন্থী সংগঠনের আঁতুড়ঘর ফেসবুক। এই সব হাড় হিম করা তথ্যকে লাশকাটা ঘরে পাঠাতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে যায় মার্কিন ‘আধিপত্যবাদের’ চতুর এই তল্পিবাহক। নামটা পাল্টে তাহলে ‘ফেকবুক’ রাখাই কি সমীচীন নয়? প্রশ্ন তুললেন  মৃন্ময় চন্দ
বিশদ

24th  October, 2021
নানা রূপে দুর্গা
তরুণ চক্রবর্তী

সাধক গাইলেন, ‘ত্রিনয়নী দুর্গা, মা তোর রূপের সীমা পাই না খুঁজে।’ সত্যিই মায়ের রূপের যেন সীমা নেই। আর এমনটি হওয়াই স্বাভাবিক। শ্রীশ্রী চণ্ডীতে দেবী দুর্গার মাহাত্ম্য বর্ণনায় আছে,—‘নিঃশেষ দেবগণশক্তি সমূহ মূর্ত্যাঃ’, অর্থাৎ সব দেবতার সমস্ত শক্তির সম্মিলিত প্রতিমূর্তিই দেবী দুর্গা। বিশদ

10th  October, 2021
গান্ধীজির কলকাতা
রজত চক্রবর্তী

কলকাতা জুড়ে মিছিল শুরু হয়েছে— হিন্দু-মুসলমান ভাই ভাই। গান্ধীজি সন্ধ্যায় ফলের রস খেয়ে অনশন ভাঙলেন। গান্ধীজি আর সুরাবর্দি হায়দরি মঞ্জিলের সামনে তৈরি মঞ্চে উঠলেন। সাধারণ মানুষ আজ ভিড় করেছে প্রচুর। তারা শুনতে চায় শান্তির ক‍থা। বিশদ

03rd  October, 2021
বাংলার হারিয়ে যাওয়া নদী

মানব সভ্যতা নদীমাতৃক। অথচ, অনেক ক্ষেত্রে মানুষের সচেতনতার অভাবে হারিয়ে যাচ্ছে বহু নদী। সভ্যতা বাঁচাতে নদীকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। তাই ‘বিশ্ব নদী দিবসে’ বাংলার হারিয়ে যাওয়া নদীগুলির সন্ধান করা হল। বিশদ

26th  September, 2021
বাতাসে বিষ কমছে আয়ু
অরিন্দম রায়

ছোটবেলায় স্কুলের বইতে বায়ুদূষণ নিয়ে যা পড়েছিলাম সেই ধারণার একটা পরিবর্তন করা দরকার। আমাদের পাঠ্য বইতে বায়ুদূষণের বেশিরভাগ অংশটাই ছিল সালফার-ডাই-অক্সাইড ও নাইট্রোজেন-ডাই-অক্সাইড কেন্দ্রিক। আমরা পড়েছিলাম, এই দুই গ্যাস কলকারখানা এবং গাড়ির ধোঁয়া থেকে বেরিয়ে অ্যাসিড বৃষ্টির সৃষ্টি করে। বিশদ

19th  September, 2021
অপু-দুর্গার খোঁজে
পুলক চট্টোপাধ্যায়

ছেলেবেলায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় যখন স্কুল পালিয়ে লুকিয়ে তাঁর বাবার লেখা ‘পশ্চিমের ডায়েরি’ পড়তেন, তখন থেকেই তাঁর মনের মধ্যে একটা কল্পনার পাখি বাসা বেঁধেছিল। এরপর বিভূতিভূষণ কর্মসূত্রে হাজির হলেন শরৎচন্দ্রের স্মৃতি বিজড়িত ভাগলপুরের আদমপুরে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। বিশদ

12th  September, 2021
বাঙালির শিক্ষক
সমৃদ্ধ দত্ত

স্কটল্যান্ডের এবর্ডিন থেকে ২৫ বছর বয়সে বহু দূরের একটি শহর কলকাতায় যখন ডেভিড হেয়ার এলেন, তার কিছুকাল আগেই এই প্রদেশটিতে ভয়ঙ্কর এক দুর্ভিক্ষ ঘটে গিয়েছিল। তাঁর বাবা ছিলেন ঘড়ি নির্মাতা। চার পুত্র জোশেফ, আলেকজান্ডার, জন ও ডেভিড কমবেশি ঘড়ি-বিশেষজ্ঞ। বিশদ

05th  September, 2021
পেগাসাস, রাজকন্যা
ও চুপকথা

থ্রি মাস্কেটিয়ার্স— নিভ-সালেভ-ওমরির নামের আদ্যক্ষর মিলিয়ে তৈরি ইজরায়েলের কুখ্যাত গুপ্তচর সংস্থা এনএসও। কেবল উগ্রপন্থী বা পেডোফাইলস (শিশু যৌন নির্যাতনকারী) পাকড়াতে বিভিন্ন দেশের সরকারকেই নাকি পেগাসাস বিক্রি করা হয়। আরবের রাজকুমারী লতিফা, খুন হওয়া সাংবাদিক জামাল খাশোগি বা মরক্কোর ইতিহাসবিদ্‌ মাতি মনজিব—সকলেই তাহলে ছিলেন পেডোফাইলস বা উগ্রপন্থী? আরব-ইজরায়েল সম্পর্ক সাপে-নেউলে। অথচ, পেগাসাস কেনাবেচার সময় বেঞ্জামিন নেতানিয়াহু ও মহম্মদ বিন রশিদ প্রাণের বন্ধু। গোটা বিশ্বের নিরাপত্তাই আজ বিপন্ন। ‘জিরো ক্লিকে’ই পেগাসাস ঢুকে পড়েছে কুলীন আইফোনের বাসরঘরে। রোমাঞ্চ উপন্যাসকেও হার মানানো পেগাসাসের কাণ্ডকারখানার তত্ত্বতালাশে কলম ধরলেন মৃন্ময় চন্দ।   বিশদ

29th  August, 2021
অবিস্মরণীয় চিত্রামৃত
শংকর

অনন্তকালের মহামানবদের বাণী প্রচারে অনেক সময় লেগে যায়। কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায় তার ব্যতিক্রম নন। দক্ষিণেশ্বর মন্দিরের পাঁচ টাকা মাইনের পূজারী তাঁর অবসর সময়ে ভক্তজনদের কিছু বললেন, একজন স্কুল মাস্টার তা শ্রদ্ধার সঙ্গে শুনে বাড়ি ফিরে এসে নোটবইতে লিপিবদ্ধ করলেন। বিশদ

22nd  August, 2021
একনজরে
রাস্তায় যত্রতত্র পড়ে থাকা কেবল টিভি’র তারই চিন্তার কারণ। যাতায়াতের পথে অনেক সময় জড়িয়ে যাচ্ছে পায়ে। আবার সাইকেল বা বাইকের চাকাতে জড়িয়েও কখনও কখনও ঘটছে দুর্ঘটনা। ...

ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ ক্রমশ দুর্বল হয়ে আগেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। রবিবার মধ্যরাতের দিকে তা আরও শক্তিক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ বলয়ে পরিণত হয় এবং ওড়িশা উপকূল ...

ফুটফুটে এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফের উত্তাল হল ভোটমুখী উত্তরপ্রদেশ। ঘটনাটি হাপুর শহরের। মাত্র ছ’বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর পর তাকে ...

পুড়িয়ে মারার আগে শ্রীলঙ্কার নাগরিকের শরীরের প্রায় সব হাড়ই পিটিয়ে গুঁড়িয়ে দিয়েছিল উন্মত্ত জনতা। তাদের নৃশংসতা এখানেই থেমে থাকেনি। তাঁকে জ্বালিয়েও দেওয়া হয়। ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম
১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম
১৯৫৬: দলিত আন্দোলনের নেতা ভীমরাওজি রামাজি আম্বেদকরের মৃত্যু
১৯৮৫: ক্রিকেটার আর পি সিংয়ের জন্ম
১৯৯২: অযোধ্যার বিতর্কিত সৌধ ধ্বংস
২০১৬ - তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৯ টাকা ৭৬.১১ টাকা
পাউন্ড ৯৭.৮৬ টাকা ১০১.৩০ টাকা
ইউরো ৮৩.৬১ টাকা ৮৩.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ৫৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬, ০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১, ৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১, ৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2021

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১। তৃতীয়া ৫১/৩ রাত্রি ২/৩২। পূর্বাষাঢ়া নক্ষত্র ৫০/৩০ রাত্রি ২/১৯।  সূর্যোদয় ৬/৭/১২, সূর্যাস্ত ৪/৪৭/৫৬। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১১/০ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৩/২৭ মধ্যে। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৭ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৭ গতে ১১/২৭ মধ্যে। 
১৯ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১।  দ্বিতীয়া দিবা ৯/২। মূলা নক্ষত্র দিবা ৮/৩২। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ৯/৪ গতে ১১/১১ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ১১/৫ মধ্যে ও ২/৪০ গতে ৩/৩৪ মধ্যে। কালবেলা ৭/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে।  
১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কমল দৈনিক সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ...বিশদ

09:04:21 PM

গল্ফগ্রিনে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী

04:34:00 PM

রেলের পরীক্ষার ফলপ্রকাশ কবে, জানুন
রেলের পরীক্ষার ফল প্রকাশের দিন নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ...বিশদ

04:21:03 PM

৯৪৯ পয়েন্ট পড়ল সেনসেক্স

04:06:34 PM

৫২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

02:01:53 PM

সারের কালোবাজারি বন্ধের দাবিতে মাথাভাঙার একাধিক জায়গায় পথ অবরোধ

01:27:47 PM