উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
লিচি আইসক্রিম
উপকরণ: লিচু ২৫০ গ্রাম,
হুইপড ক্রিম ২০০ গ্রাম, মিল্ক পাউডার ২ চা চামচ,
কনডেন্সড মিল্ক টিন।
প্রণালী: প্রথমে লিচুর বীজ ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিন। এরপর হুইপড ক্রিম ৭-৮ মিনিট ফেটিয়ে নিন। ওর মধ্যে মিল্ক পাউডার ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। লিচুর টুকরোগুলো মিক্সিতে হাল্কা পেস্ট বানিয়ে নিন ও হুইপড ক্রিমের মিশ্রণে ঢেলে আরও একটু হুইপ করে নিন। এবার একটা এয়ারটাইট কৌটোতে ঢেলে ২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ২ ঘণ্টা বাদে আইসক্রিম বের করে আবার একটু হুইপ করে দিন। এবার তা কৌটোতে ঢেলে একটা ফয়েল দিয়ে মুরিয়ে দিন কৌটো। ফ্রিজে রেখে দিন ১২ ঘণ্টা। ফ্রিজ থেকে বার করে লিচুর টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করুন লিচি আইসক্রিম।
পেস্তা আইসক্রিম
উপকরণ: পেস্তা কুচি ১ কাপ, হুইপড ক্রিম ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক টিন।
প্রণালী: প্রথমে পেস্তা কুচিয়ে নিন কাপ। আর কাপ গুঁড়ো করে নিন। এরপর হুইপড ক্রিম ৭-৮ মিনিট ফেটিয়ে নিন। ওর মধ্যে পেস্তা গুঁড়ো ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। এবার একটা এয়ারটাইট কৌটোতে ঢেলে ২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ২ ঘণ্টা বাদে আইসক্রিম বের করে আবার একটু হুইপ করে আরও কিছুটা পেস্তা কুচি মিশিয়ে দিন। এবার একটা ফয়েল দিয়ে মুরিয়ে দিন কৌটো। ফ্রিজে রেখে দিন ১২ ঘণ্টা। এবার ফ্রিজ থেকে বার করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।
কফি আইসক্রিম
উপকরণ: কফি গুঁড়ো ১ চা চামচ , চিনি কাপ, হুইপড ক্রিম ২০০ গ্রাম, কনডেন্সড মিল্ক টিন।
প্রণালী: প্রথমে কাপ চিনি গুঁড়ো করে নিন। এরপর হুইপড ক্রিম ৭-৮ মিনিট ফেটিয়ে নিন। ওর মধ্যে চিনির গুঁড়ো, কফি গুঁড়ো ও কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। এবার একটা এয়ারটাইট কৌটোতে ঢেলে ২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ২ ঘণ্টা বাদে আইসক্রিম বের করে আবার একটু হুইপ করে নিন। এবার একটা ফয়েল দিয়ে মুরিয়ে দিন কৌটো। ফ্রিজে রেখে দিন ১২ ঘণ্টা। ফ্রিজ থেকে বার করে কফি পাউডার ওপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করুন।
ব্ল্যাক কারেন্ট আইসক্রিম
উপকরণ: ব্ল্যাক কারেন্ট ক্রাশ কাপ, কালো কিশমিশ ১ কাপ, হুইপড ক্রিম ২০০ গ্রাম, কাপ চিনি, কনডেন্সড মিল্ক টিন।
প্রণালী: প্রথমে কালো কিশমিশ গরম জলে ভিজিয়ে রাখুন ১ ঘণ্টা। এবার হুইপড ক্রিম ৭-৮ মিনিট ফেটিয়ে নিন। ওর মধ্যে ব্ল্যাক কারেন্ট ক্রাশ, চিনির গুড়োঁ, কনডেন্সড মিল্ক মিশিয়ে নিন। এবার একটা এয়ারটাইট কৌটোতে তা ঢেলে ২ ঘণ্টা ডিপ ফ্রিজে রেখে দিন। ২ ঘণ্টা বাদে আইসক্রিম বের করে আবার একটু হুইপ করে তাতে কালো কিশমিশ মিশিয়ে নিন।