উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
তবে সরকারের অন্দরে জল্পনা শুরু হয়েছে, তাঁকে হয়তো কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (ক্যাগ) হিসেবে নিয়োগ করা হবে। বর্তমান সিএজি রাজীব মহর্ষি চলতি সপ্তাহেই ৬৫ বছর পূর্ণ করছেন। নিয়ম অনুযায়ী ৮ আগস্ট শনিবার তাঁর অবসর নেওয়ার কথা। ক্যাগ সাংবিধানিক পদ হওয়ায়, তা ফাঁকা রাখা যায় না। এ প্রসঙ্গে এক প্রবীণ আমলা জানিয়েছেন, ‘আগামী ৮ আগস্ট রাজীব মহর্ষি ৬৫ বছর পূর্ণ করবেন। তাই তাঁর জায়গায় দ্রুত কাউকে বসানো জরুরি হয়ে পড়েছে। সে কারণেই সরকারের এত ব্যস্ততা।’
১৯৮৫ ব্যাচের গুজরাত ক্যাডারের এই আমলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আগেও কাজ করেছেন। মোদি যখন গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন মুর্মু ছিলেন তাঁর প্রধান সচিব। প্রধানমন্ত্রী হয়েই মোদি তাঁকে দিল্লিতে অর্থমন্ত্রকের গুরুত্বপূর্ণ পদে আনেন। ব্যয় সংক্রান্ত দপ্তরের যুগ্মসচিব করা হয় তাঁকে। গত ৩০ নভেম্বর তাঁর অবসরের কথা ছিল। তার আগেই তাঁকে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর নিয়োগ করা হয়।