উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
পুলিসের তরফে বলা হয়, প্রকাশ্যে তিনজনের বেশি মানুষের জমায়েতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়িতে থাকার জন্য আবেদন জানানো হয়েছে সাধারণ মানুষের কাছে। এদিন শ্রীনগর সহ গোটা উপত্যকায় রাস্তার মোড়ে মোড়ে ছিল পুলিসের ব্যারিকেড। বেশ কিছু রাস্তা কাঁটাতার দিয়ে ঘিরে রাখা হয়। শুধুমাত্র জরুরি পরিষেবায় অনুমতি দেওয়া হয়। গত সোমবার শ্রীনগরে কার্ফু জারির সিদ্ধান্ত ঘোষণা করেছিল প্রসাসন। গোয়েন্দা সূত্রে খবর এসেছিল, পাকিস্তানের মদতে বিচ্ছিন্নতাবাদীরা ৫ আগস্ট ‘কালা দিবস’ পালন করার পরিকল্পনা নিয়েছে। সেখান থেকে অশান্তি পাকানোর চেষ্টা চলছে। তবে মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ করেই কার্ফু প্রত্যাহার করে নেওয়া হয়। তবে কার্ফু উঠে গেলেও এদিন কঠোর বিধিনিষেধ ছিল উপত্যকায়। গৃহবন্দি অবস্থা থেকেই প্রশাসনের এই পদক্ষেপের এদিন কড়া সমালোচনা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। পিডিপি নেত্রীর ট্যুইট, কাণ্ডজ্ঞানহীন কাজ প্রশাসনের। কার্ফু প্রত্যাহারের নির্দেশ জারি করেও বেসরকারিভাবে কার্ফু আরোপ করা হয়েছে। মানুষকে খাঁচায় বন্দি রাখার জন্য।
ওমর আবদুল্লা ও মেহবুবা মুফতির সমালোচনা সত্ত্বেও পুরোপুরি উল্টো চিত্র বিজেপি শিবিরে। শ্রীনগরের জওহর নগরে বিজেপি পার্টি অফিসে এদিন জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। বিজেপি নেতা আলতাফ ঠাকুর বলেন, ৩৭০ অনুচ্ছেদ বাতিলের বর্ষপূর্তিতে আমরা উৎসব পালন করছি। কেন্দ্রের এই সিদ্ধান্ত কাশ্মীরে বহু ইতিবাচক পরিবর্তন এনেছে। জঙ্গিদের এনকাউন্টারে খতম করার পর আজ আর উপত্যকায় পাথর ছোঁড়ার ঘটনা ঘটে না। আইএস ও পাকিস্তানের পতাকা তোলা হয় না।