উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
এছাড়াও নতুন করে শহরের দু’টি নার্সিংহোমে সংক্রমণ ধরা পড়েছে। সেখানে ভর্তি থাকা দুই রোগী সহ শহরে মোট পাঁচজন আক্রান্ত হয়েছেন। ফলে বাঁকুড়া শহরে করোনা আক্রান্তের সংখ্যা হয়ে গেল ৫০। প্রতিদিনই জেলা সদর শহরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় পুরসভা ও স্বাস্থ্যদপ্তরের আধিকারিকদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। নতুন করে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পরেই পুরসভা ও স্বাস্থ্যদপ্তর নার্সিংহোম দু’টিতে ভর্তি থাকা রোগী ও স্বাস্থ্যকর্মীদের লালারস সংগ্রহ করে। আক্রান্ত পাঁচজনের বাড়ি কমড়ারমাঠ, গোপীনাথপুর, পাটপুর ও লালবাজার এলাকায়। আক্রান্তদের বাড়ির সদস্যদেরও লালারস সংগ্রহ করা হয়েছে। বাড়ি ও আশেপাশের এলাকা স্যানিটাইজ করেন পুরসভার কর্মীরা। বাঁকুড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান মহাপ্রসাদ সেনগুপ্ত বলেন, মানুষের অসাবধানতার জন্য প্রতিদিন শহরে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার বিষয়টি নিয়ে সবাইকে সচেতন হতে হবে। তা না হলে আগামী দিনে সবাইকে সমস্যায় পড়তে হবে। জেলা স্বাস্থ্যদপ্তর ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৪৮। সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন ৫৯৫ জন। একজন মারা গিয়েছেন। এই মুহূর্তে জেলায় মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ২৫২ হয়েছে। আক্রান্তদের তালিকায় ইন্দাসের পাঁচজন, বড়জোড়ার দু’জন রয়েছেন। নতুন করে আক্রান্তরা সকলেই উপসর্গহীন।