উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
মঙ্গলবার সমুদ্র তীরের একটি গুদামঘর থেকে কালো ধোঁয়া বেরতে দেখে অনেকেই মোবাইলে ভিডিও রেকর্ডিং করছিলেন। তখনই তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা। কানফাটানো শব্দ আর কমলা রঙের আগুনের কুণ্ডলীতে ভরে যায় গোটা আকাশ। ভিডিও রেকর্ডিং করতে থাকা মানুষদের হাত কেঁপে যায়। সেই ভিডিও-ও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। ভিডিওগুলিতে ধরা পড়েছে বেইরুট শহরের ধ্বংসস্তূপের ছবি। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ভাঙা গাড়ি-বাড়ি। ১০ কিলোমিটার দূরেও ভেঙে পড়া বাড়িগুলিই বলে দিচ্ছে বিস্ফোরণেরক তীব্রতা কত ছিল। কম্পন অনুভূত হয় ২৫০ কিলোমিটার দূরে সাইপ্রাস দ্বীপেও।
প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, এটা কোনও জঙ্গি হামলা। তবে অভ্যন্তরীণ মন্ত্রী মহম্মদ ফাহমি জানান, ২০১৪ সালে একটি মালবাহী জাহাজ থেকে ২ হাজার ৭০০ টনের বেশি অ্যামোনিয়াম নইেট্রেট বাজেয়াপ্ত করে একটি গুদামঘরে রাখা হয়েছিল। সেই গুদামঘরেই বিস্ফোরণ ঘটে। প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, ‘গত ছ’বছর ধরে এই বিপুল অ্যামোনিয়াম নাইট্রেট কোনও রকম সতর্কতা ছাড়া গুদামে পড়ে রয়েছে, এটা মানা যায় না।’
এমনিতে তীব্র আর্থিক সঙ্কটের মধ্য দিয়ে চলেছে লেবানন। অ্যামোনিয়াম নাইট্রেটের গুদামঘরে বিস্ফোরণ এই সঙ্কটকে আরও তীব্র করবে বলে বিশেষজ্ঞদের মত। কারণ গম রপ্তানিই লেবাননের আর্থিক ভিত্তি। বিস্ফোরণস্থলের আশেপাশেই ছিল বহু শস্যাগার। বিস্ফোরণে প্রায় ৮৫ শতাংশ গম নষ্ট হয়েছে বলে জানিয়েছে লেবাননের অর্থনীতি এবং বাণিজ্য মন্ত্রক।
বিস্ফোরণের পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এলাকাটি। ছবি: পিটিআই