উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
বেইরুটের ঘটনায় মর্মাহত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এই প্রসঙ্গে তিনি ট্যুইটারে লিখেছেন, ‘এটা অত্যন্ত দুঃখের। দুর্গতদের পরিবারের জন্য প্রার্থনা করছি। এই বছরটায় আর যে কী কী দেখতে হবে! আসুন, সকলে ঈশ্বরের কাছে প্রার্থনা করি।’ পিছিয়ে নেই সাংসদ-অভিনেতা দেব। তিনি তাঁর ট্যুইটবার্তায় লিখেছেন, ‘২০২০ তোমার ঝুলিতে আর কী কী রয়েছে।’ অন্যদিকে বাংলার আর এক সুপারস্টার জিৎ লিখেছেন, ‘বেইরুটের মর্মান্তিক ছবিগুলো মন ভেঙে দেয়। নিহত পরিবারের প্রতি এবং যাঁরা আহত হয়েছেন তাঁদের প্রতি আমার সমবেদনা। ঈশ্বরই জানেন ২০২০-এর মধ্যে আর কী কী লুকিয়ে রয়েছে।’ বেইরুটের ঘটনা নিয়ে মিমি চক্রবর্তীও তাঁর শোকবার্তা ট্যুইট করেছেন। ‘বেইরুটের জন্য প্রার্থনা। যে ভিডিওটা ছড়িয়ে পড়েছে সেটা খুবই হৃদয় বিদারক,’ লিখেছেন মিমি। ট্যুইটারে বিস্ফোরণের ভিডিও পোস্ট করে দুঃখ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার, পরিচালক রাজ চক্রবর্তী, রুক্মিণী মৈত্র ও পার্ণো মিত্র। বাদ যাননি অঙ্কুশও। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘আমি আর নিতে পারছি না। ঈশ্বর আমাদের রক্ষা করুন। বেইরুটের মানুষের জন্য আমি প্রার্থনা করছি। এই জঘন্য বছরটা কাটতে আর মাত্র চার মাস। আমি শুধু দিন গুনছি।’