উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
‘রক্ষা বন্ধন’-এর পোস্টারও এইদিন প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, চারজন কিশোরী অক্ষয়কে জড়িয়ে ধরে রয়েছেন। যা দেখে নেটিজেনদের অনুমান, ছবিতে এরাই অক্ষয়ের বোনের চরিত্রে অভিনয় করবেন। আক্কির শার্ট ও সোয়েটার দেখে সহজেই অনুমান করা যায়, ছবিটিতে মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা একটি চরিত্রেই দেখা যাবে তাঁকে। ছবির ট্যাগ লাইন ‘সিরফ বেহনে দেতি হ্যায় হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন’-কে মাথায় রেখে বলা যায় অক্ষয় তাঁর চেনা ছকেই ছবিতে দর্শকদের জন্য বার্তা দিতে চাইছেন। এই ছবির পোস্টার ট্যুইট করে তিনি লিখেছেন, ‘গল্পটা এতই দ্রুত ও গভীরভাবে মনকে ছুঁয়ে যায় যে, এটাই আমার কেরিয়ারের সবথেকে তাড়াতাড়ি সাইন করা ছবি। ছবিটা আমি আমার বোন অলকাকে উৎসর্গ করছি।’ ছবিটি আগামী বছর নভেম্বরে মুক্তি পাওয়ার কথা। শ্যুটিং শুরু হবে আগামী বছর। প্রসঙ্গত, লকডাউনের কারণে অক্ষয়ের ‘সূর্যবংশী’ ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। কিন্তু তাঁর ‘লক্ষ্মী বম্ব’ ছবিটি মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্মে।