উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
কাজলকে দিয়ে শুরু করা যাক। সকাল থেকেই কাজলের ফেসবুক, ট্যুইটার আর ইনস্টাগ্রাম উপচে যাচ্ছিল ভক্তদের শুভ কামনায়। কিন্তু কাজলের তবু ভরিল না চিত্ত। অস্থির চোখ শুধু প্রিয় মানুষের শুভেচ্ছা খুঁজছে। শেষ পর্যন্ত অজয়ের পোস্টটা এসে পড়ল কাজলের ইনস্টাগ্রামে। মুখচোরা অজয় খুব একটা আবেগ তাড়িত হন না কখনও। তবু ভালোবাসায় ভরা কয়েকটা বাক্যই তাঁর মনের ভাব বোঝানোর জন্য যথেষ্ট। তিনি লিখেছেন, ‘কাজল, আজকের এই বিশেষ দিনটি তোমার জীবনে বারবার ফিরে আসুক এই কামনাই করি। হাসিতে ভরা থাক তোমার জীবন। শুভ জন্মদিন, আর অনেক ভালোবাসা।’ হৃদয়স্পর্শী এই কথাগুলো লিখেই থামেননি অজয়। সঙ্গে দু’জনের ভারী মিষ্টি একটা ছবিও পোস্ট করেছেন। ‘তানাজি’র প্রোমোশনের সময় তোলা ছবিতে অজয় আর কাজলকে দেখা যাচ্ছে নিজেদের ভ্যানিটি ভ্যানের সামনে গল্পে মশগুল।
অন্যদিকে, জেনেলিয়া ডি’সুজার জন্মদিন উপলক্ষে স্বামী রীতেশ দেশমুখের পোস্টটিও বেশ হৃদয়গ্রাহী। তিনি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু, সেরা অনুপ্রেরণা আর জীবনের কেন্দ্রবিন্দুকে জন্মদিনের অনেক শুভেচ্ছা, ভালোবাসা এবং... । এইভাবেই আমার সারাটা জীবন জুড়ে থেকো। ভালো থেকো, আনন্দে থেকো।’ জেনেলিয়া সঙ্গে একটি আন্তরিক ছবিও পোস্ট করেছেন রীতেশ। সেখানে মিয়াঁ-বিবি একে অপরের বাহুডোরে আবদ্ধ।