উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
যাদবপুরের শ্যামপল্লির বাসিন্দা মলয় দাস কোভিড আক্রান্ত হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। কিন্তু স্থানীয় হাসপাতালে বেড পাচ্ছিলেন না তিনি। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে অনুমতি দিলে তবেই তারা রোগী ভর্তি নিতে পারবেন। সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়তেই দেব তাঁর টিমকে রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তার পরেই স্বাস্থ্য দপ্তর থেকে রোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় এবং বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয় রোগীকে।