উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
জানা গিয়েছে, দলের জেলা চেয়ারম্যান তথা মন্ত্রী মলয় ঘটকের উপস্থিতিতে প্রতিটি ব্লকের সভাপতির জন্য নাম প্রস্তাব করা হয়। দলীয় সূত্রে খবর, বেশ কিছু পুরনো সভাপতিকে রেখে দেওয়া হয়েছে প্রস্তাবিত নামের তালিকায়। তবে কয়েকটি জায়গায় নতুন নামও প্রস্তাব করা হয়েছে। দীর্ঘদিন ধরে ব্লক সভাপতি না থাকা কাঁকসা, জামুড়িয়া-২ ব্লকে নতুন সভাপতির নাম গৃহীত হয়েছে। অসুস্থ হয়ে শয্যাশায়ী থাকা অণ্ডালের ব্লক সভাপতির পরিবর্তে নতুন ব্লক সভাপতি করার প্রস্তাব দেওয়া হয়েছে।
জেলা নেতৃত্বের প্রস্তাবিত নতুন ব্লক সভাপতিদের তালিকা নিয়ে বুধবারই মন্ত্রী কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। এদিনের বৈঠকে মন্ত্রী ছাড়াও জেলা সভাপতি জিতেন্দ্র তেওয়ারি, দুই কো-অর্ডিনেটর বিশ্বনাথ পাড়িয়াল ও হরেরাম সিং উপস্থিত ছিলেন। বৈঠকে ডাক পেয়েছিলেন শাসক দলের তিন বিধায়কও।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব ব্লক ও জেলা কমিটি ভেঙে দিয়েছেন। পশ্চিম বর্ধমান জেলার জন্য চেয়ারম্যান, জেলা সভাপতি, জেলা কো-অর্ডিনেটরদের নাম ঘোষণা করা হয়েছে। এরপরেই নতুন ব্লক সভাপতি কারা হবে তা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। তা নিয়ে দ্বন্দ্বেরও প্রবল সম্ভবনা রয়েছে। এই অবস্থায় রাজ্য নেতৃত্ব জেলা নতুন ব্লক সভাপতিদের নামের তালিকায় সিলমোহর দেয় নাকি নতুন কোনও লিস্ট প্রকাশ করে সেদিকেই তাকিয়ে রয়েছে সব পক্ষ।