উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
জেলা সভাপতি বলেন, সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যজ্ঞানুষ্ঠান ও পূজোপাঠ উপলক্ষে বিজেপির জেলা কার্যালয়ে ভোগ ব্যাঞ্জনের ব্যবস্থাও করা হয়।
লকডাউনের জেরে উত্তর দিনাজপুর জেলা থেকে বিজেপির বা বিশ্ব হিন্দু পরিষদের কোনও কার্যকর্তা অযোধ্যায় যেতে পারেননি। এদিন রাজ্য সরকার ঘোষিত পূর্ণ লকডাউনে সারা শহর শুনশান থাকলেও বিজেপির জেলা কার্যালয় ছিল সরগরম। এদিন বিজেপির কার্যালয়ের বাইরে সকাল থেকে পুজো শেষ না হওয়া পর্যন্ত সাদা পোশাকে পুলিস মোতায়েন করা ছিল। দিনভর একাধিকবার পুলিসের জিপ বিজেপির দলীয় কার্যালয়ের পাশ দিয়ে টহল দিয়েছে। কোনরকমের অশান্তি এড়াতেই এমন করা হয়েছিল বলে জানিয়েছেন পুলিসের শীর্ষ আধিকারিকেরা।
দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের রঘুনাথপুর মন্দিরে এদিন রাম-লক্ষ্মণের পুজো করেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন তাঁর অনুগামীরাও। এদিকে মন্দির প্রাঙ্গণে জমায়েতের খবর পেয়ে ঘটনাস্থলে কমব্যাট ফোর্স নিয়ে আসেন বালুরঘাট সদরের ডিএসপি ধীমান মিত্র।পুলিস আসতেই ফাঁকা হয়ে যায় মন্দির চত্বর।
ডিএসপি বলেন, কোথাও জমায়েত হয়নি। আমরা মন্দির কমিটিকে অনুরোধ করেছি কেউ যাতে জমায়েত না করে, সেই দিকে লক্ষ্য রাখতে। এছাড়াও পুলিসের মোবাইল ভ্যান সারাক্ষণ এলাকায় টহল দিয়েছে ও নজরদারি চালিয়েছে।
এবিষয়ে সংসদ সদস্য বলেন, আমার উপস্থিতিতে রঘুনাথপুরের মন্দিরে পুজোতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল পুলিস। কিন্তু তা ব্যর্থ হয়েছে। সংসদ সদস্যের পুজোর পাশাপাশি এদিন কোর্ট মোড়ে জেলা বিজেপি কার্যালয়ের কাছে পটকা ফাটিয়ে আনন্দ করতে দেখা যায় বিজেপি কর্মী-সমর্থকদের। পরে সন্ধাবেলায় বালুরঘাটের হনুমান মন্দির চত্বরে প্রদীপ প্রজ্জ্বলন করে বিজেপি নেতৃত্ব। এছাড়াও কুমারগঞ্জ তপন, হিলি সহ বিভিন্ন জায়গায় রামমন্দিরের ভূমি পুজো উদযাপন করা হয়। গৌড়বঙ্গের অন্যান্য জেলাগুলির সঙ্গে বুধবার মালদহেও পুজোপাঠের আয়োজন করা হয়। যজ্ঞ, আরতি, প্রসাদ বিতরণের মধ্য দিয়ে ধূমধামের সঙ্গে দিনটি পালন করা হয়। বিজেপির মালদহ জেলা সহ সভাপতি তথা দলের মিডিয়া ইনচার্জ অজয় গঙ্গোপাধ্যায় বলেন, ইংলিশবাজার শহরের বাসিন্দা চন্দনা নন্দী ১৯৯২ সালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম মহিলা হিসাবে অযোধ্যায় করসেবা করতে গিয়েছিলেন। এদিন সকালে র বাড়ির সামনে রামপুজো করা হয়। পরে অতুল মার্কেটের রাম মন্দিরে বিশেষ পুজোপাঠের আয়োজন করা হয়। দুপুর সাড়ে ১২টা নাগাদ পুরাতন মালদহের সাহাপুরে রামের ভজনা এবং পুজো হয়। সেখানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খগেন মুর্মু।