নতুন ছবি ‘শকুন্তলা দেবী’র জন্য প্রশংসা কুড়চ্ছেন অভিনেত্রী বিদ্যা বালন। তার মধ্যেই শ্যুটিং শুরু করার পরিকল্পনাও করে ফেললেন। লকডাউনের পর থেকে ধীরে ধীরে বিভিন্ন ছবির শ্যুটিং শুরু হচ্ছে। বিদ্যা বালন অভিনীত ‘শেরনি: কল অব দ্য ওয়াইল্ড’ ছবির শ্যুটিং ৬৫ শতাংশ বাকি রয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহ থেকেই মধ্যপ্রদেশের বালাঘাট এলাকায় শ্যুটিং শুরু হওয়ার কথা চলছে। ছবির প্রযোজক বিক্রম মালহোত্রা জানিয়েছেন, মধ্যপ্রদেশের জঙ্গলেই এই ছবির শ্যুটিং করার পরিকল্পনা রয়েছে তাঁদের। অভিনেতা এবং কলাকুশলীদের স্বাস্থ্যের কথা চিন্তা করেই তাঁরা শ্যুটিং শুরু করার জন্য এতদিন অপেক্ষা করছেন। তাছাড়া মধ্যপ্রদেশে শ্যুটিং করার জন্য প্রয়োজনীয় অনুমতি আসতেও সময় লাগবে।
পরিকল্পনা মাফিক সবকিছু চললে, এই বছরের মে মাসে ছবির শ্যুটিং শেষ হয়ে যেত। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা। তবে, ছবির সঙ্গে যুক্ত দিন আনা দিন খাওয়া মানুষদের রোজগার যাতে না বন্ধ হয়, সেদিকে খেয়াল রেখেছেন প্রযোজক। ছবিটি পরিচালনা করছেন অমিত মাসুরকর।