Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

ক্রীড়া ও বিনোদন অর্থনীতি:
কী ভাবছে সরকার?
হারাধন চৌধুরী

১০০ বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, সেই লাল-হলুদ ঝড়ের নাম ইস্টবেঙ্গল। এই স্লোগানের সঙ্গে বাঙালি বহু পরিচিত। গত ১ আগস্ট, ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্ণ হল। যে-কোনও ক্ষেত্রে সেঞ্চুরির গরিমা কতটা সবাই জানেন। ক্রীড়ামোদী বাঙালি মূলত দুই শিবিরে বিভক্ত—ইস্টবেঙ্গল, মোহনবাগান। অবশেষে সেঞ্চুরি করল লাল-হলুদও। তবু তাদের আনন্দ উচ্ছ্বাস সীমিত রাখতে হল ক্লাব-তাঁবুতে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে। আজ পরিস্থিতি স্বাভাবিক থাকলে এমন ঐতিহাসিক মুহূর্তে অনেক ক্রীড়া ব্যক্তিত্বের সঙ্গে অবশ্যই উপস্থিত থাকতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মুখ্যমন্ত্রীর পক্ষে ট্যুইট করে শুভেচ্ছা জানানোর অতিরিক্ত কিছু করা সম্ভব হয়নি।
এই একটা ঘটনা থেকেই বাংলার ক্রীড়াক্ষেত্রের ভিতরের ছবিটা স্পষ্ট হয়ে ওঠে। ফুটবলের ইন্ডিয়ান সুপার লিগের সামনে তিনটি প্রশ্নচিহ্ন ঝুলে রয়েছে। কবে: নভেম্বর না জানুয়ারি? কোথায়: গোয়া না কেরল? কলকাতার ভূমিকা কী হবে? তবে, এখন ক্রিকেটই সারা ভারতের সবচেয়ে জনপ্রিয় খেলা। করোনার কারণে ভারতে ক্রিকেটের সমস্ত বড় ম্যাচ দীর্ঘদিন বন্ধ। অবশেষে ফিরছে আইপিএল। সূচনা ১৯ সেপ্টেম্বর। তবে বিদেশের মাটিতে। দর্শক-শূন্য স্টেডিয়ামে। আপাতত তিনটি ভেন্যু—শারজা, আবুধাবি ও দুবাই।
খেলা তো এখন আর বিনোদনমাত্র নয়। ইউরোপ, লাতিন আমেরিকা, আমেরিকা, এমনকী আমাদের পড়শি চীনও খেলাকে অর্থকরী শিল্প হিসেবে গ্রহণ করেছে। কৃষি, শিল্প এবং নানা ধরনের পরিষেবাকে আমরা যেভাবে আয়ের উৎস বলে মনে করি, ওরা স্পোর্টস ও গেমসের বিভিন্ন ইভেন্টকেও সেই বন্ধনীতে রাখে। ক্রীড়াও তাদের কাছে সমান গুরুত্বপূর্ণ আর্থিক ক্ষেত্র। ওলিম্পিকস, এশিয়ান গেমস, ফুটবল বিশ্বকাপের সময় তফাতটা পরিষ্কার হয়। স্বভাবতই বিপন্ন ক্রীড়া অর্থনীতির সূত্রে ওইসব দেশের উপরে করোনার ধাক্কা অনেক বেশি পড়েছে। টোকিও ওলিম্পিকস ২০২০ স্থগিত হওয়ার কারণে বিরাট ক্ষতির সম্মুখীন হল জাপান। একইভাবে ক্ষতিগ্রস্ত হবে ইউরোপ এবং লাতিন আমেরিকা—উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ এবং কোপা আমেরিকা ২০২০ এক বছর পিছিয়ে যাওয়ার কারণে। ফুটবল বিশ্বকাপ ২০২২-এর প্রাথমিক পর্বেও পড়েছে করোনার ছাপ।
এই প্রসঙ্গে জানানো যায়, রিও ওলিম্পিকস ২০১৬-র সৌজন্যে ব্রাজিল পাঁচ লক্ষাধিক পর্যটক পেয়েছিল। লন্ডন ওলিম্পিকস ২০১২-র দৌলতে ব্রিটেন পেয়েছিল লাখ ছয়েক বিদেশি পর্যটক। এছাড়া দেশীয় পর্যটক, খেলোয়াড় এবং অন্যান্য পেশার লোকদের মাধ্যমেও ওই দুই দেশের অর্থনীতি বিপুলভাবে লাভবান হয়েছিল। উন্নত অর্থনীতি ক্রীড়াক্ষেত্রকে ধরে সবচেয়ে বেশি লাভবান হয়। খেলার যে-কোনও মেগা ইভেন্ট পরিকাঠামো, পরিবহণ, হোটেল, পর্যটন, খাদ্য, পোশাক প্রভৃতি সমস্ত আর্থিক ক্ষেত্রকে একাই চাঙ্গা করে দেওয়ার শক্তি রাখে। গ্লোবাল স্পোর্টস মার্কেটের মাধ্যমে বছরে সরাসরি ৭৫৬ বিলিয়ন (মার্কিন) ডলারের হাতবদল হয়। এর মধ্যে আমেরিকার একার শেয়ার ৪২০ বিলিয়ন ডলার। ইউরোপ ২৫০ বিলিয়ন ডলার। বাকি সমস্ত আর্থিক ক্ষেত্রে এর যে উচ্ছ্বাস আছড়ে পড়ে তার পরিমাপ করা বাস্তবিকই অসম্ভব। কোভিড-পূর্ব জমানায় চীনকেই সবচেয়ে দ্রুতগতির স্পোর্টস মার্কেট বলে মনে করা হচ্ছিল। ২০২৫ সালের ভিতরে চীন ৩৫০ বিলিয়ন ডলার মূল্যের স্পোর্টস ইন্ডাস্ট্রি গড়ার লক্ষ্য নিয়ে ছুটছিল। সবারই প্ল্যান হয়তো আপাতত থমকে গিয়েছে।
চীনের মতো লম্বা দৌড়ের ঘোড়া ভারতের ক্রীড়াক্ষেত্র নয়। তবুও ভারতের ক্রীড়া অর্থনীতি একেবারে এলেবেলে নয়। ইন্ডিয়ান স্পোর্টস স্পনসরশিপ ২০১৯-এ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছিল। ১৭ শতাংশ। স্পোর্টস স্পনসরশিপ ইন্ডাস্ট্রির অঙ্ক ৯১০৯ কোটি টাকা। এটাই সর্ববৃহৎ সাফল্য। স্পোর্টস অ্যাডভারটাইজিং সেক্টরে ক্রিকেটের অবিসংবাদিত প্রভাব। অন-গ্রাউন্ড স্পনসরশিপ এবং মিডিয়া সংক্রান্ত ব্যয়—দুটো ক্ষেত্রেই। প্রথম ক্ষেত্রে বৃদ্ধির হার ছিল ২৫ শতাংশ। তার ফলে ২০০০ কোটি টাকার মাইলফলক অতিক্রম করে। এই ঘটনা ওটাই প্রথম। অন্যদিকে মিডিয়া সংক্রান্ত ব্যয় বৃদ্ধির পরিমাণ ছিল ১৮ শতাংশ। স্পনসরশিপের দরুন মোট বৃদ্ধির পরিমাণ ছিল ১৩৪৭ কোটি টাকা। যার মধ্যে মিডিয়া সংক্রান্ত ব্যয়ের পরিমাণ ৮০০ কোটি টাকা। নতুন ট্রেন্ড অনুযায়ী ডিজিটাল বিভাগে অগ্রগতি হয়েছিল ৮৪ শতাংশ। যা টাকার পরিমাপে ৪৭৫ কোটি থেকে বেড়ে হয়েছিল ৮৭৫ কোটি। কনজ্যুমার মার্কেটিংয়ের দু’টো বড় দিক হল বিনোদন এবং ইন্টার‌্যাক্টিভিটি। ক্রীড়ামোদীদের জন্য ডিজিটাল প্রযুক্তি এই ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করছিল। ফ্যান্টাসি স্পোর্টস অ্যাপলিকেশনসেরও শ্রীবৃদ্ধি দেখেছিল ২০১৯-এর ভারত। ২০২০-তে এই ক্ষেত্রে বিপুল অগ্রগতির প্রত্যাশা জেগেছিল। দ্বিগুণ হয়ে গিয়েছিল বিসিসিআইয়ের হোম সিরিজের স্পোর্টস স্পনসরশিপ রেভিনিউ।
ক্রিকেটের বাইরে ভারতে সবচেয়ে উজ্জ্বল ক্ষেত্রটি হল ব্যাডমিন্টন। স্বভাবতই ব্র্যান্ড এনডোর্সমেন্টের ক্ষেত্রে পি ভি সিন্ধুর মতো শাটলাররা প্রথম সারির ক্রিকেটারদেরদের সঙ্গেই টক্কর দিচ্ছেন। এই প্রসঙ্গে অন্য কয়েকটি উল্লেখযোগ্য নাম হল—বক্সিং রিংয়ের রানি মেরি কম, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের হিমা দাস, ওলিম্পিয়ান সাক্ষী মালিক প্রমুখ। বিশেষজ্ঞদের ধারণা, ইন্ডিয়ান স্পোর্টস ইন্ডাস্ট্রি প্রতি বছরই এগচ্ছে। ভারতের ক্রীড়াক্ষেত্রে সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট তার আগের পাঁচ বছরে আড়ে-বহরে দ্বিগুণ হয়েছে। গত এক দশকে যথেষ্ট শক্তিশালী (প্রায় ১৩ শতাংশ) একটা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট (সিএজিআর) দেখা গিয়েছে ভারতের ক্রীড়া সংশ্লিষ্ট ব্যবসা ক্ষেত্রে। ভারতের অর্থনীতিতে এই ব্যবসায়িক কর্মকাণ্ডের ভূমিকা আজ আর মোটেই গৌণ বলা যাবে না। ২০১৯-এ স্পোর্টস ইন্ডাস্ট্রির ১৭ শতাংশ শ্রীবৃদ্ধির সঙ্গে যোগ হয়েছে সরকারের ‘খেলো ইন্ডিয়া’ এবং ‘ফিট ইন্ডিয়া’ আন্দোলন। ভারতীয়দের নিয়ে সত্যিকার ‘স্পোর্টিং নেশন’ গড়ে তোলার প্রশ্নে এই সামগ্রিক ব্যাপারটা বেশ আশাপ্রদ হয়ে উঠেছিল।
২০১৯-এ ভারতে হাজার দু’য়েক সিনেমা তৈরি হয়েছিল। তা থেকে বক্স অফিসের সংগ্রহের পরিমাণ ছিল ১.৪৫ বিলিয়ন ডলার। ২০১৮-র নিরিখে বৃদ্ধির পরিমাণটা ছিল ১১.৬ শতাংশ। যা এ যাবৎ সর্বাধিক। বিশেষজ্ঞদের প্রত্যাশা ছিল, ২০২০ সালে বক্স অফিস রেভিনিউয়ের পরিমাণ দাঁড়াবে ১.৬৫ বিলিয়ন ডলার। কিন্তু লকডাউনের চক্করে পড়ে হলিউডের মতো বলিউড-সহ সারা ভারতের চলচ্চিত্র শিল্প বিরাট ধাক্কা খেল। ধাক্কা খেল একইসঙ্গে সমস্ত ঘরানার সঙ্গীত, নাটক, থিয়েটারও। এর বাইরে প্রত্যেকটি রাজ্যের নিজস্ব কিছু বিনোদন ধারা আছে। যেমন বাংলার যাত্রা, কীর্তন, কবিগান, জারিগান, ঘেঁটু, ঝুমুর, ছৌ, পুতুলনাচ, কালীকীর্তন, রামযাত্রা প্রভৃতি। এ-যুগে এগুলো কারও বারোমাসের পেশা হয়তো নয়, তবু বহু গরিব পরিবারের কাছে অন্যতম আর্থিক অবলম্বন ছিল। বলার অপেক্ষা রাখে না যে, এসব প্রান্তিক শিল্পের সঙ্গে যুক্ত হাজার হাজার মানুষও এসময় বড় সমস্যায় পড়ে গেলেন। পুজোর আর দু’মাসও নেই। মনে করে দেখুন, আগে পুজো মানেই ছিল এই ধরনের বিনোদনের রমরমা। কলকাতায় এবং অন্যসকল ছোট-বড় শহরগুলোতেও উৎসবের অন্যতম আকর্ষণ ছিল জলসা—সারারাত ধরে গানের অনুষ্ঠান। কলকাতা ও মুম্বইয়ের জনপ্রিয় শিল্পীদের বুকিং এতদিনে শেষ হয়ে যেত। এবার কুমোরটুলি কত বায়না পেয়েছে? নিশ্চয় বেশি নয়। সর্বজনীন পুজো কিছু হলেও অন্যবারের জৌলুস যে কোনওভাবেই ছুঁতে পারবে না, তা এখনই বলে দেওয়া যায়।
আইপিএলের মতো লাইভ ইভেন্টগুলো আগের চেহারায় কবে ফিরবে—আমরা জানি না। একইভাবে অন্ধকারে আমরা সিনেমা, থিয়েটার চালু হওয়ার প্রশ্নেও। সিনেমা হলগুলো আগামী দু’-চার মাসের ভিতরে চালু হলেও সামাজিক দূরত্ব বজায় রাখার বাধ্যবাধকতা থাকবেই। অর্ধেকের বেশি বুকিংয়ের অনুমতি মিলবে না বলেই অনুমান। সুতরাং বড় বাজেটের ছবি তৈরির সামনে অনির্দিষ্টকালের খাঁড়া ঝুলেই থাকবে। অনলাইন বা ডিজিটাল ফ্রন্ট বা ওটিটি প্ল্যাটফর্মকে ধরে বিনোদন দুনিয়া ঘুরে দাঁড়াতে মরিয়া। নিঃসন্দেহে যুগোপযোগী এবং বিকল্প ভালো চিন্তা। কিন্তু, প্রথাগত বিনোদনের উপযুক্ত বিকল্প কিন্তু নয়। আরও খারাপ খবর হল, লকডাউনের অনুক্রমে ডিজিটাল দুনিয়াতেও গরিবির ধাক্কা। শুধু এপ্রিলেই সারা দেশে ৮২.৩১ লক্ষ গ্রাহক মোবাইল সিম ছেড়ে দিয়েছেন। সংখ্যাটা কলকাতার ক্ষেত্র ১.৮১ লক্ষ। পরবর্তী দু’মাসের ছবিটা অবশ্য ‘ট্রাই’ জানায়নি। যাই হোক, উলটপুরাণের যুগে ডিজিটাল এন্টারটেইনমেন্ট সম্পর্কে খুব আশাবাদী হওয়ার সুযোগ কই?
ভারতীয় স্পোর্টস মার্কেটের ক্ষতিটা ইউরোপ, আমেরিকা, লাতিন আমেরিকা বা চীন-জাপানের মতো অবশ্যই নয়। কিন্তু এর সঙ্গে সিনেমার মতো বিনোদন ক্ষেত্রকে যোগ করলে ভারতের মোট ক্ষতির বহরটা বিপুল। প্রতিবেশী চীনের কথা দিয়ে শেষ করব। ওরা অবশ্যই হাত গুটিয়ে বসে নেই কিংবা হাত-পা ছুঁড়ে কাঁদছে না। ভিতরে ভিতরে প্রস্তুত হচ্ছে দ্রুত ঘুরে দাঁড়াবার জন্যে। আমরা যদি অন্তর থেকে চীনকে প্রতিদ্বন্দ্বী মেনে থাকি, ভারত সরকার বলুক, আমাদের প্ল্যানটা ঠিক কী।
অঙ্কন: সুব্রত মাজী
সবুজ হচ্ছে জঙ্গলমহলের প্রকৃতি ও মানুষ
সন্দীপন বিশ্বাস

জঙ্গলমহল হাসছে। এই কথাটা একসময় বহু ব্যবহৃত শব্দবন্ধের মতো হয়ে গিয়েছিল। তারপর সেটা নিয়ে বিরোধীদের বিদ্রুপ করা শুরু হল। কিন্তু এটা ঠিক, ২০১১ সালের আগে যে জঙ্গলমহলের চোখে জল ছিল, তা আর ফিরে আসেনি।
বিশদ

05th  August, 2020
 সমাজ ব্যর্থ হলে অসহায় মানুষের
পাশে দাঁড়াবার রাজনীতিই কাম্য
শুভময় মৈত্র

কোভিডাক্রান্ত ফুসফুসে সাহস জোগাতে সরকারের সহযোগিতায় দলমত নির্বিশেষে আরও কিছুটা উদ্যোগ জরুরি। দ্রুততার সঙ্গে সে কাজ না-হলে আম জনতা বিপদে পড়বে। সমাজ অকৃতকার্য হলে অ্যাম্বুলেন্সে উঠতে না-পেরে অসুস্থের মৃত্যু রুখতে হবে নিঃসহায়ের রাজনীতিকেই।
বিশদ

05th  August, 2020
নয়া নীতিতে শিক্ষা
আমাদের ‘বাহন’ হবে তো?
শান্তনু দত্তগুপ্ত

নরেন্দ্র মোদি সরকার নয়া শিক্ষানীতি ঘোষণা করার পর দিকে দিকে কেমন একটা হুলস্থুল পড়ে গিয়েছে। বিষয়ে নতুনত্ব আছে। আর তা অস্বীকার করার জায়গা নেই। সরকারি স্কুলে প্লে-গ্রুপ ও কিন্ডারগার্টেন, ১০+২ এর ধারণা পিছনে ফেলে ফুটবলের মতো ৫+৩+৩+৪ ছকে স্কুলশিক্ষাকে সাজানো এবং সায়েন্স, আর্টস, কমার্স উঠে যাওয়া... নড়েচড়ে বসার মতো পরিস্থিতি বটে।
বিশদ

04th  August, 2020
রাজ্য-রাজনীতির বর্ণময় চরিত্র
সোমেন মিত্রের কিছু স্মরণীয় মুহূর্ত 
প্রবীর ঘোষাল

২০০০ সালের মার্চ মাস। রাজ্য কংগ্রেস রাজনীতিতে ঘোর সঙ্কট। দু’বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করে ঝড় তুলে দিয়েছেন। দু’-দু’টি লোকসভা নির্বাচনে জোড়াফুলের সাফল্য গোটা দেশকে তাক লাগিয়ে দিয়েছে। এই সময় এল পশ্চিমঙ্গে রাজ্যসভা নির্বাচন।  
বিশদ

03rd  August, 2020
করুণ কাহিনীতে কোনও ‘সমাপ্ত’ হয় না 
পি চিদম্বরম

গত বছরের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়। তারপর থেকে লিখিত আদেশ ছাড়াই জম্মু ও কাশ্মীরের অনেক ব্যক্তিকে ‘গৃহবন্দি’ করা হয়েছে। এরকমই একজন গৃহবন্দি রাজনৈতিক নেতা বলেন যে, ‘জম্মু ও কাশ্মীর একটা বিরাট বন্দিশালা’। 
বিশদ

03rd  August, 2020
৫ আগস্ট ও নরেন্দ্র
মোদির ভোট অঙ্ক
হিমাংশু সিংহ 

২৯ বছর আগে ছবিটা তুলেছিলেন মহেন্দ্র ত্রিপাঠি। করোনা আবহে সেই ছবিই গোটা দেশে আজ হঠাৎ ভাইরাল। মহেন্দ্র পেশায় শখের ফটোগ্রাফার। ছোট্ট একটা স্টুডিও আছে অযোধ্যার প্রস্তাবিত রামমন্দির চত্বরের কাছেই।   বিশদ

02nd  August, 2020
ভাবনা বদলালেই সহজ
হবে করোনা মোকাবিলা
তন্ময় মল্লিক 

‘আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পুবে-পশ্চিমে।’—রবীন্দ্রনাথ। ‘শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি।’—লেনিন।   বিশদ

01st  August, 2020
বন্ধু চীনই এখন
আমেরিকার বড় শত্রু
মৃণালকান্তি দাস 

পঞ্চাশ বছরের ‘সম্পর্ক’ মাত্র চার বছরে উল্টে গিয়েছে! এই সেদিনও চীন-আমেরিকা নিজেদের বলত ‘কৌশলগত বন্ধু’। ১৯৭১ সালে বেজিং সফরে গিয়ে ধুরন্ধর মার্কিন বিদেশসচিব হেনরি কিসিঞ্জার সেই ‘বন্ধুত্বে’র চারা লাগিয়ে এসেছিলেন।   বিশদ

31st  July, 2020
মমতাকে স্বস্তি দিচ্ছে
বিজেপির এই রাজনীতি
হারাধন চৌধুরী 

যদি ক্যুইজে প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? প্রফুল্লচন্দ্র ঘোষের নাম ক’জনের মাথায় আসবে সংশয় রয়েছে। বেশিরভাগ উত্তরদাতার ঠোঁটের ডগায় তৈরি থাকবে বিধানচন্দ্র রায়ের নামটা।   বিশদ

30th  July, 2020
মোদিজি, ভাণ্ডারে তব বিবিধ রতন
সন্দীপন বিশ্বাস 

কতটা লড়াইয়ের পর করোনার মতো এমন ভয়ঙ্কর ভাইরাসকে নিঃশেষ করা যাবে, আমরা জানি না। কতদিনে আমরা এর ওষুধ বের করতে পারব, তাও জানি না! কোভিড ওষুধ নিয়ে আমাদের দেশের ও বিশ্বের বিজ্ঞানীদের গবেষণা এখন ঠিক কোন পর্যায়ে, সেটাও আমরা জানি না।   বিশদ

29th  July, 2020
পাঁপড়ভাজা খেলে ভ্যাকসিন
বানানোর দরকারটা কী?
শান্তনু দত্তগুপ্ত

ফিদেল কাস্ত্রোর ইন্টারভিউ নিতে গিয়েছেন এক সাংবাদিক। শুরুতেই কাস্ত্রো পাল্টা একটা প্রশ্ন ছুঁড়লেন... ‘দ্য ফোর্থ ভার্টিব্রা পড়েছেন? ফিনিশ লেখক না?... দারুণ লেখা কিন্তু।’ মার্কিনিদের জীবনযাত্রা ছিল ‘দ্য ফোর্থ ভার্টিব্রা’র বিষয়বস্তু।   বিশদ

28th  July, 2020
চীন ‘মাকড়শা’ হলে ভারত তার ‘শিকার’
পি চিদম্বরম

 দ্য স্পাইডার্স ওয়েব। মানে মাকড়শার জাল। এই সম্পর্কে তথ্য জানতে যদি ইন্টারনেট সার্চ করেন, তবে আপনি জিনিসটাকে পাবেন—‘সিক্স সারপ্রাইজিং ফ্যাক্টস অ্যাবাউট স্পাইডারওয়েবস’ হিসেবে। মানে মাকড়শার জাল সম্পর্কে ছয়টি অবাক করা সত্য।
বিশদ

27th  July, 2020
একনজরে
মাসে ১৫ হাজার টাকা ভাতা। সঙ্গে থাকা-খাওয়া ফ্রি। তবে, এই কাজের যোগ্যতার মাপকাঠি একটু অন্যরকম। শুধুমাত্র করোনা জয়ী হলেই মিলবে সুযোগ। দেশের বর্তমান পরিস্থিতিতে কাজ হারানো মানুষের সংখ্যা বিপুল। তাই এমন অফার পেয়ে কাজে যোগ দেওয়ার জন্য লাইন পড়ে যাওয়ার ...

অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানের রং লাগল সুদূর আমেরিকাতেও। সেখানকার ভারতীয় বংশোদ্ভূতরা রামমন্দিরের একটি ডিজিটাল ছবি নিয়ে ট্যাবলো সাজিয়ে রীতিমতো শহর পরিক্রমা করলেন। ...

ভিসা ও অন্যান্য নথির মেয়াদ ফুরনোয় সৌদি আরবে এখন জেলবন্দি রয়েছেন প্রায় ৪৫০ জন ভারতীয়। তার মধ্যে অনেকেই এই বাংলার আদি বাসিন্দা। ...

অধিনায়ক হিসেবে দল পরিচালনার ক্ষেত্রে অদ্ভুত এক তত্ত্ব মেনে চলেন রোহিত শর্মা। ‘হিটম্যান’ জানিয়েছেন, নেতৃত্বভার কাঁধে থাকলে ড্রেসিং রুমে নিজেকেই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য বলে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

হিরোশিমা দিবস
১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম
১৮৮১- পেনিসিলিনের আবিষ্কারক ফ্লেমিংয়ের জন্ম
১৯০৫- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৫ - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫-হিরোশিমায় পরমাণু বোমা ফেলল আমেরিকা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৪ টাকা ৭৫.৮৬ টাকা
পাউন্ড ৯৬.৪৬ টাকা ৯৯.৮৭ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৭০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  August, 2020

দিন পঞ্জিকা

২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া ৪৭/৩৪ রাত্রি ১২/১৫। শতভিষানক্ষত্র ১৫/১১ দিবা ১১/১৮। সূর্যোদয় ৫/১৩/৪৮, সূর্যাস্ত ৬/১১/৬। অমৃতযোগ দিবা ১২/৪৮ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৭ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৯ মধ্যে। বারবেলা ২/৫৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া রাত্রি ১১/২। শতভিষানক্ষত্র দিবা ১১/২১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে ও ১০/২৩ গতে ১২/৫৫ মধ্যে। কালবেলা ২/৫৯ গতে ৬/১৪ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/৬ মধ্যে।
১৫ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: ব্যবসায় উন্নতির যোগ আছে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
হিরোশিমা দিবস১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, ...বিশদ

07:03:20 PM

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৫৪
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৫৪ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:56:34 PM

  সুশান্ত মামলা: ৭ জনের নামে এফআইআর দায়ের করল সিবিআই
সুশান্ত সিং মৃত্যু মামলায় সিবিআই রিয়া চক্রবর্তী সহ ৭ জনের ...বিশদ

08:40:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৬৮৪ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৬৮৪ জন। ...বিশদ

07:27:06 PM

উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৪,৬৫৮ 
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৬৫৮ জন। মৃত্যু ...বিশদ

07:04:04 PM