Bartaman Patrika
বিশেষ নিবন্ধ
 

মোদিজি, ভাণ্ডারে তব বিবিধ রতন
সন্দীপন বিশ্বাস 

কতটা লড়াইয়ের পর করোনার মতো এমন ভয়ঙ্কর ভাইরাসকে নিঃশেষ করা যাবে, আমরা জানি না। কতদিনে আমরা এর ওষুধ বের করতে পারব, তাও জানি না! কোভিড ওষুধ নিয়ে আমাদের দেশের ও বিশ্বের বিজ্ঞানীদের গবেষণা এখন ঠিক কোন পর্যায়ে, সেটাও আমরা জানি না। বিজ্ঞানীরা বলছেন, এখনও সবটা পরীক্ষিত নয়। মানবদেহে আরও পরীক্ষা দরকার। কিন্তু সব দেশেরই সরকার দ্রুত সেই ওষুধ বাজারে এনে ফেলতে চাইছে। আবিষ্কারের ক্ষেত্রে এটা হল একটা রাজনৈতিক দিক। বিজ্ঞান যে সময়টা বোঝে, রাজনীতি সেটা বোঝে না। তড়িঘড়ি একটা অর্ধ-পরীক্ষিত ওষুধকে বাজারে এনে ফেলে তার রাজনৈতিক ফায়দা লোটার অশুভ প্রয়াসকে বিজ্ঞানীরা যে মুখের উপর ‘না’ বলে দিতে পেরেছেন, এজন্য তাঁদের অসংখ্য ধন্যবাদ। কেননা এই ওষুধের আরও অনেক বেশি পরীক্ষা দরকার। রাজনীতি সব কিছু থেকে ফায়দা লোটার জন্য মরিয়া হয়ে থাকে। কিন্তু সেই ফায়দা লোটার জন্য যে কিছু সহজাত বুদ্ধির দরকার হয়, সেটা সব রাজনীতিক বোঝেন না।
বাজারে যত তাড়াতাড়ি করোনার ওষুধ আসবে, ততই মঙ্গল। বিশ্বের বিজ্ঞানীরা হন্যে হয়ে তার সন্ধান চালিয়ে যাচ্ছেন। নিঃশব্দে তাঁরা কাজ করে চলেছেন। এই মারণ সঙ্কটকে পর্যুদস্ত করার মতো অস্ত্র আমাদের খুব তাড়াতাড়ি দরকার। এটা অস্বীকার করার কোনও জায়গা নেই। কিন্তু তার আগেও অনেক পদক্ষেপ আছে।
আমাদের দেশের প্রেক্ষিতটা একটু দেখা যেতে পারে। আমরা সমস্ত কিছু একটু দেরিতে শুরু করেছি। লকডাউন অনেক আগে থেকে শুরু হলেও সেই সময়ে যে কাজগুলো জরুরি ছিল, কেন্দ্র সেগুলি করেনি। সেই সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভেবে বসলেন, লকডাউনই যথার্থ ওষুধ। তাই তখন সেভাবে কোনও টেস্ট হল না। বহু উপসর্গহীন মানুষ করোনার ভাইরাস বহন করেও থেকে গেলেন আমাদের সকলের মধ্যে। তারই ফল এখন ফলতে শুরু করেছে। ধীরে ধীরে গোষ্ঠী সংক্রমণ বাড়ছে। দেখা যাচ্ছে চার মাস পর সরকারের হুঁশ ফিরল। এখন শুরু হয়েছে জোর পরীক্ষা। এটাই মাস দু’য়েক আগে হলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না। এখন তো দু’দিনে প্রায় এক লক্ষ মানুষ আক্রান্ত হচ্ছেন। দায়ে পড়ে পরীক্ষার সংখ্যাও বাড়ানো হয়েছে। কয়েকদিন আগে একদিনে প্রায় সাড়ে ৪ লক্ষ পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশে সোয়াব টেস্ট হয়েছে প্রায় এক কোটি ৭০ লক্ষ মানুষের। আমাদের দেশের জনসংখ্যার তুলনায় খুবই নগণ্য। তবু যা হোক কেন্দ্র একটু হলেও অন্তত নড়েচড়ে বসেছে। এখন হঠাৎ করে দেখা যাচ্ছে, রোগীর সংখ্যা হু হু করে বাড়ছে। দ্রুত ছড়াচ্ছে করোনা। ভায়রোলজিস্টরা অবশ্য আশ্বাস দিয়ে বলছেন, এই বেড়ে যাওয়া দেখে ভয় পাওয়ার কোনও কারণ নেই। হঠাৎ করে টেস্ট বেড়েছে বলেই রোগীর সংখ্যাও বাড়ছে। সেইসঙ্গে রোগীদের দ্রুত চিহ্নিত করে তাঁদের পৃথক করা সম্ভব হচ্ছে। এতে সংক্রমণের আশা কমবে। আগামীদিনে সংক্রমণের হার ধীরে ধীরে কমতে থাকবে।
সরকারের এই কাজটা আরও অনেক আগে করা দরকার ছিল। টেস্ট ছাড়াই দু’মাসের দীর্ঘ লকডাউন তাই কোনও সুফল আনতে পারেনি। সরকার ঠিক সময়ে ঠিক কাজটা করেনি। তাহলে এই সময়ের মধ্যে সরকার কী কাজ করল? হাতাতালি আর বাজি ফাটানোর উৎসব ছাড়া সরকার বিভিন্ন রাজ্য দখলে তৎপরতা দেখিয়েছে। করোনাকালে কেন্দ্রীয় সরকারের তৎপরতার দিকটা একটু খতিয়ে দেখা যেতে পারে। বিজেপি মধ্যপ্রদেশে সরকারকে ছলে বলে কৌশলে ভেঙে নিজেদের সরকার গড়ল। রাজস্থানে সরকার ফেলে নিজেদের সরকার গঠন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রলোভন নির্লজ্জভাবে গিলে খাচ্ছে সমস্ত রাজনৈতিক আদর্শকে। ফলে সরকার ভেঙে নতুন সরকার গড়ার অপকর্মগুলি অবাধে চলছে। আর একটা বড় কাজ হচ্ছে রামমন্দিরের ভূমিপুজোর প্রস্তুতি। এটাই এখন বিজেপির কাছে সব থেকে বড় অ্যাজেন্ডা। মন্দিরের নকশায় বেশ কয়েকটি রদবদলও হয়েছে। মন্দিরের উচ্চতা আরও কুড়ি ফুট বাড়ানো হয়েছে। বাড়ানো হয়েছে কয়েকটি পারিপার্শ্বিক মণ্ডপের সংখ্যা। তিনদিন ধরে বৈদিক মন্ত্র, যজ্ঞ, মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অযোধ্যায় ভূমিপূজনের অনুষ্ঠান হবে। বিশাল তার আয়োজন। যেন বনবাসের কাল শেষ করে রামচন্দ্র অযোধ্যায় ফিরছেন। তাঁর অভিষেক পর্ব হবে। এই মন্দির নির্মাণে কয়েক হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে। সেই সঙ্গে আছে বিশ্বের সর্বোচ্চ রামমূর্তি নির্মাণ। তার জন্যও ব্যয় হবে কয়েক হাজার কোটি টাকা। বিশ্বের সব রেকর্ড ভেঙে দেবে সেই মূর্তির উচ্চতা। রামচন্দ্রের মূর্তির উচ্চতা হবে ৮২৩ ফুট। এখন গুজরাতের নর্মদায় সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হল বিশ্বের সর্বোচ্চ। ৫৯৭ ফুট। এই একটি ক্ষেত্রে আমরা চীনকে দশ গোল মেরেছি। আগে বিশ্বের সর্বোচ্চ মূর্তি হিসেবে বিবেচিত হতো চীনের হুনানে বুদ্ধের মূর্তি। সেটাকে বলা হয় স্প্রিং টেম্পল বুদ্ধ। সেটির উচ্চতা ৪২০ ফুট। এই আত্মশ্লাঘা নিয়েই বলি ‘জয় শ্রীরাম’।
এটা অবশ্য ঠিক যে, বিজেপির বেশিরভাগ নেতাই মনে করেন তুকতাক করেই করোনাকে সারিয়ে তোলা সম্ভব। এর জন্য কোনও ওষুধের দরকার নেই। বিজেপি ক্ষমতায় না থাকলে এইসব রত্নসন্দর্শন আমাদের পক্ষে সম্ভব হতো না। তাই মাঝে মাঝে বলতে ইচ্ছে করে, হে মোদিজি, ভাণ্ডারে তব বিবিধ রতন।
পুরাণের মধ্যে বিজ্ঞানের অন্বেষণ নিয়ে বিজেপির কত পণ্ডিত কত কথাই না বলেছেন। সেসব নিয়ে মানুষ নানা রঙ্গ-রসিকতাও করেছেন। কিন্তু করোনাকালে তাঁদের মন্তব্যগুলি এক একটা মাইলস্টোনের মতো। করোনাকালের প্রথম লগ্নে বিজেপির নেতারা ভেবেছিলেন, শুধু গোমূত্র পান করিয়ে এই রোগের বিনাশ করা এক লহমার কাজ। করোনার ভাইরাসবাবু গোমূত্রের টোটকায় লেজ গুটিয়ে পালাবে। তারপরে তার বিপরীত প্রতিক্রিয়া নিয়ে গো-সেবকরাই রণে ভঙ্গ দিলেন। এরপরে নতুন টোটকা এসেছে, ‘ভাবিজি পাঁপড়’। ভাবাই যায় না একজন কেন্দ্রীয় মন্ত্রী সাংবাদিক সম্মেলনে ‘ভাবিজি পাঁপড়’ নিয়ে বিজ্ঞাপন প্রচার করছেন। মন্ত্রী অর্জুন রাম মেঘাওয়াল যেন বিজ্ঞাপনের মডেল হয়ে উঠেছেন। এই দেখে দেশের সবিতা ভাবি, কবিতা ভাবিরা সম্ভবত এবার পাঁপড় ব্যবসায় মনোনিবেশ করার কথাও ভাবতে শুরু করেছেন।
অবশ্য বিজেপিকে শুধু দোষ দিয়ে লাভ নেই। মেঙ্গালুরুর এক কংগ্রেস কাউন্সিলার রবিচন্দ্র গট্টি। তিনি সাংবাদিক সম্মেলন করে বলেছেন, ৯০ মিলিলিটার রামের সঙ্গে গোলমরিচ মিশিয়ে ডিম দিয়ে খেলে করোনা পালাবার পথ পাবে না। সেই ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে নানা জনে নানা বিদ্রুপাত্মক মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেছেন, বিজেপি নেতারা গোমূত্র পান করাচ্ছেন, কংগ্রেস নেতা রাম খাওয়াচ্ছেন। বুঝতেই পারছি না এরপর কাদের ভোট দেব?
এখানেই গল্পের শেষ নয়। বিজেপির আর এক নেত্রী প্রজ্ঞা ঠাকুর বলে বসলেন, দিনে পাঁচবার হনুমান চালিশা পাঠ করলে নাকি করোনা সেরে যায়। করোনার মহামারী, হনুমান চালিশার পাঁচনবারি! কী অদ্ভুত সব যুক্তি! এঁরা কি সত্যিই বোঝেন না?
আসলে এই আপাত অজ্ঞতার মধ্যেও সুপ্ত রয়েছে এক রাজনীতি। রাজনীতিকরা সবসময় চান, মানুষকে তাঁদের ভাবনার অভিকেন্দ্রের দিকে টেনে নিয়ে যাওয়া। অর্থাৎ সেই মগজ ধোলাইয়ের শাশ্বত গল্প। হিটলার বলেছিলেন, যে-কোনও সরকারের পক্ষেই এটা সৌভাগ্যের ব্যাপার হল যে, দেশের বেশিরভাগ মানুষই তেমন চিন্তাশীল নন। তাঁরা অতটা ভাবনাচিন্তা করেন না। তাই সব শাসকই মানুষকে তাঁর মতো করে ভাবতে শেখান, অনুগত হতে শেখান। মানুষ তাঁদের মতোই ভাববেন, চিন্তা করবেন, অনুগত থাকবেন। মানুষের স্বাধীন ভাবনা, সত্তা যত শাসক-অনুসারী হবে, ততই তাঁর পোয়াবারো। মহামারীকে কেন্দ্র করে রাজনীতি এবং তার মধ্য দিয়ে ফায়দা তোলার চেষ্টা। এটাকেই বলা হয় বায়োপলিটিক্স বা বায়োপাওয়ার। এর আবিষ্কর্তা মিশেল ফুকো। তাঁর মতে, মানুষের জীবনের সকল ক্ষেত্রেই শাসকরা রাজনৈতিক ক্ষমতার ব্যবহার এবং প্রয়োগ করেন। বায়োপলিটিক্স হল সেই পলিটিক্স যা মানুষের জীবন এবং সমাজ উভয় ক্ষেত্রেই রাজনৈতিক ক্ষমতার ফাঁসকে দূঢ়ভাবে চেপে ধরে।
এইসব তাত্ত্বিক বিষয়ের বাইরে আছে প্রতিদিনের একটা লড়াই করে বেঁচে থাকার জীবন। সেখানে আমরা প্রতিদিন যেন নতুন করে বেঁচে উঠছি। প্রতিদিন সংক্রমণের আতঙ্ক নিয়ে জেগে উঠি এবং রাতে ঘুমোতে যাই নতুন সকালের প্রতীক্ষায়। এই আশঙ্কায় ভরা দিনের অবশ্যই শেষ আছে। আশার আলো দেখা যাচ্ছে। বিজ্ঞানীরা অচিরেই করোনার প্রতিষেধক আবিষ্কার করে ফেলবেন। আবার আমরা নতুন বিশ্বাসে জেগে উঠব। তখন না-হয় বিজ্ঞানের ভরসায় বেঁচে উঠে ঈশ্বরের কাছে হাতজোড় করে কৃতজ্ঞ ও ভক্তিভাব নিয়ে বলব, ঠাকুর তুমিই আমাকে রক্ষা করেছ।  
29th  July, 2020
ক্রীড়া ও বিনোদন অর্থনীতি:
কী ভাবছে সরকার?
হারাধন চৌধুরী

 ১০০ বছর ধরে মাঠ কাঁপাচ্ছে যে দল, সেই লাল-হলুদ ঝড়ের নাম ইস্টবেঙ্গল। এই স্লোগানের সঙ্গে বাঙালি বহু পরিচিত। গত ১ আগস্ট, ইস্টবেঙ্গলের শতবর্ষ পূর্ণ হল। যে-কোনও ক্ষেত্রে সেঞ্চুরির গরিমা কতটা সবাই জানেন। ক্রীড়ামোদী বাঙালি মূলত দুই শিবিরে বিভক্ত—ইস্টবেঙ্গল, মোহনবাগান।
বিশদ

সবুজ হচ্ছে জঙ্গলমহলের প্রকৃতি ও মানুষ
সন্দীপন বিশ্বাস

জঙ্গলমহল হাসছে। এই কথাটা একসময় বহু ব্যবহৃত শব্দবন্ধের মতো হয়ে গিয়েছিল। তারপর সেটা নিয়ে বিরোধীদের বিদ্রুপ করা শুরু হল। কিন্তু এটা ঠিক, ২০১১ সালের আগে যে জঙ্গলমহলের চোখে জল ছিল, তা আর ফিরে আসেনি।
বিশদ

05th  August, 2020
 সমাজ ব্যর্থ হলে অসহায় মানুষের
পাশে দাঁড়াবার রাজনীতিই কাম্য
শুভময় মৈত্র

কোভিডাক্রান্ত ফুসফুসে সাহস জোগাতে সরকারের সহযোগিতায় দলমত নির্বিশেষে আরও কিছুটা উদ্যোগ জরুরি। দ্রুততার সঙ্গে সে কাজ না-হলে আম জনতা বিপদে পড়বে। সমাজ অকৃতকার্য হলে অ্যাম্বুলেন্সে উঠতে না-পেরে অসুস্থের মৃত্যু রুখতে হবে নিঃসহায়ের রাজনীতিকেই।
বিশদ

05th  August, 2020
নয়া নীতিতে শিক্ষা
আমাদের ‘বাহন’ হবে তো?
শান্তনু দত্তগুপ্ত

নরেন্দ্র মোদি সরকার নয়া শিক্ষানীতি ঘোষণা করার পর দিকে দিকে কেমন একটা হুলস্থুল পড়ে গিয়েছে। বিষয়ে নতুনত্ব আছে। আর তা অস্বীকার করার জায়গা নেই। সরকারি স্কুলে প্লে-গ্রুপ ও কিন্ডারগার্টেন, ১০+২ এর ধারণা পিছনে ফেলে ফুটবলের মতো ৫+৩+৩+৪ ছকে স্কুলশিক্ষাকে সাজানো এবং সায়েন্স, আর্টস, কমার্স উঠে যাওয়া... নড়েচড়ে বসার মতো পরিস্থিতি বটে।
বিশদ

04th  August, 2020
রাজ্য-রাজনীতির বর্ণময় চরিত্র
সোমেন মিত্রের কিছু স্মরণীয় মুহূর্ত 
প্রবীর ঘোষাল

২০০০ সালের মার্চ মাস। রাজ্য কংগ্রেস রাজনীতিতে ঘোর সঙ্কট। দু’বছর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস গঠন করে ঝড় তুলে দিয়েছেন। দু’-দু’টি লোকসভা নির্বাচনে জোড়াফুলের সাফল্য গোটা দেশকে তাক লাগিয়ে দিয়েছে। এই সময় এল পশ্চিমঙ্গে রাজ্যসভা নির্বাচন।  
বিশদ

03rd  August, 2020
করুণ কাহিনীতে কোনও ‘সমাপ্ত’ হয় না 
পি চিদম্বরম

গত বছরের ৫ আগস্ট ভারতের সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়। তারপর থেকে লিখিত আদেশ ছাড়াই জম্মু ও কাশ্মীরের অনেক ব্যক্তিকে ‘গৃহবন্দি’ করা হয়েছে। এরকমই একজন গৃহবন্দি রাজনৈতিক নেতা বলেন যে, ‘জম্মু ও কাশ্মীর একটা বিরাট বন্দিশালা’। 
বিশদ

03rd  August, 2020
৫ আগস্ট ও নরেন্দ্র
মোদির ভোট অঙ্ক
হিমাংশু সিংহ 

২৯ বছর আগে ছবিটা তুলেছিলেন মহেন্দ্র ত্রিপাঠি। করোনা আবহে সেই ছবিই গোটা দেশে আজ হঠাৎ ভাইরাল। মহেন্দ্র পেশায় শখের ফটোগ্রাফার। ছোট্ট একটা স্টুডিও আছে অযোধ্যার প্রস্তাবিত রামমন্দির চত্বরের কাছেই।   বিশদ

02nd  August, 2020
ভাবনা বদলালেই সহজ
হবে করোনা মোকাবিলা
তন্ময় মল্লিক 

‘আমারই চেতনার রঙে পান্না হল সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পুবে-পশ্চিমে।’—রবীন্দ্রনাথ। ‘শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি।’—লেনিন।   বিশদ

01st  August, 2020
বন্ধু চীনই এখন
আমেরিকার বড় শত্রু
মৃণালকান্তি দাস 

পঞ্চাশ বছরের ‘সম্পর্ক’ মাত্র চার বছরে উল্টে গিয়েছে! এই সেদিনও চীন-আমেরিকা নিজেদের বলত ‘কৌশলগত বন্ধু’। ১৯৭১ সালে বেজিং সফরে গিয়ে ধুরন্ধর মার্কিন বিদেশসচিব হেনরি কিসিঞ্জার সেই ‘বন্ধুত্বে’র চারা লাগিয়ে এসেছিলেন।   বিশদ

31st  July, 2020
মমতাকে স্বস্তি দিচ্ছে
বিজেপির এই রাজনীতি
হারাধন চৌধুরী 

যদি ক্যুইজে প্রশ্ন করা হয়, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে? প্রফুল্লচন্দ্র ঘোষের নাম ক’জনের মাথায় আসবে সংশয় রয়েছে। বেশিরভাগ উত্তরদাতার ঠোঁটের ডগায় তৈরি থাকবে বিধানচন্দ্র রায়ের নামটা।   বিশদ

30th  July, 2020
পাঁপড়ভাজা খেলে ভ্যাকসিন
বানানোর দরকারটা কী?
শান্তনু দত্তগুপ্ত

ফিদেল কাস্ত্রোর ইন্টারভিউ নিতে গিয়েছেন এক সাংবাদিক। শুরুতেই কাস্ত্রো পাল্টা একটা প্রশ্ন ছুঁড়লেন... ‘দ্য ফোর্থ ভার্টিব্রা পড়েছেন? ফিনিশ লেখক না?... দারুণ লেখা কিন্তু।’ মার্কিনিদের জীবনযাত্রা ছিল ‘দ্য ফোর্থ ভার্টিব্রা’র বিষয়বস্তু।   বিশদ

28th  July, 2020
চীন ‘মাকড়শা’ হলে ভারত তার ‘শিকার’
পি চিদম্বরম

 দ্য স্পাইডার্স ওয়েব। মানে মাকড়শার জাল। এই সম্পর্কে তথ্য জানতে যদি ইন্টারনেট সার্চ করেন, তবে আপনি জিনিসটাকে পাবেন—‘সিক্স সারপ্রাইজিং ফ্যাক্টস অ্যাবাউট স্পাইডারওয়েবস’ হিসেবে। মানে মাকড়শার জাল সম্পর্কে ছয়টি অবাক করা সত্য।
বিশদ

27th  July, 2020
একনজরে
অযোধ্যার রেশ এসে পড়ল রাজারহাটের নারায়ণপুরে। রামপুজোর প্রস্তুতি ঘিরে অশান্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল এলাকা। ...

অধিনায়ক হিসেবে দল পরিচালনার ক্ষেত্রে অদ্ভুত এক তত্ত্ব মেনে চলেন রোহিত শর্মা। ‘হিটম্যান’ জানিয়েছেন, নেতৃত্বভার কাঁধে থাকলে ড্রেসিং রুমে নিজেকেই সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সদস্য বলে ...

অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজো অনুষ্ঠানের রং লাগল সুদূর আমেরিকাতেও। সেখানকার ভারতীয় বংশোদ্ভূতরা রামমন্দিরের একটি ডিজিটাল ছবি নিয়ে ট্যাবলো সাজিয়ে রীতিমতো শহর পরিক্রমা করলেন। ...

 বাড়িতে বসে কাজ করলে আইটি কর্মচারীদের পেট চলবে। কিন্তু, স্টল বন্ধ রাখলে আমরা খাব কী! সল্টলেক সেক্টর ফাইভের এক ফুড স্টলের মালিক অনন্ত জানা আক্ষেপের ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ


ইতিহাসে আজকের দিন

হিরোশিমা দিবস
১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, গায়িকা ও নৃত্যশিল্পী হান্নাহ চ্যাপলিনের জন্ম
১৮৮১- পেনিসিলিনের আবিষ্কারক ফ্লেমিংয়ের জন্ম
১৯০৫- দেশবন্ধু চিত্তরঞ্জন দাস প্রকাশ করলেন বন্দে মাতরম পত্রিকা
১৯০৬ - বিপিনচন্দ্র পালের সম্পাদনায় বন্দে মাতরম্ (সংবাদপত্র) প্রথম প্রকাশিত হয়।
১৯১৪ - কলকাতা থেকে দৈনিক বসুমতী প্রথম প্রকাশিত হয়।
১৯২৫ - বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী স্যার সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু
১৯৪৫-হিরোশিমায় পরমাণু বোমা ফেলল আমেরিকা



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.১৪ টাকা ৭৫.৮৬ টাকা
পাউন্ড ৯৬.৪৬ টাকা ৯৯.৮৭ টাকা
ইউরো ৮৭.০৪ টাকা ৯০.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
পাকা সোনা (১০ গ্রাম) ৫৪,৬৭০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৫১,৮৭০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৫২,৬৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬৫,০৮০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬৫,১৮০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  August, 2020

দিন পঞ্জিকা

২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া ৪৭/৩৪ রাত্রি ১২/১৫। শতভিষানক্ষত্র ১৫/১১ দিবা ১১/১৮। সূর্যোদয় ৫/১৩/৪৮, সূর্যাস্ত ৬/১১/৬। অমৃতযোগ দিবা ১২/৪৮ গতে ৩/১ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৬/৫৭ মধ্যে পুনঃ ১০/২৪ গতে ১২/৫৯ মধ্যে। বারবেলা ২/৫৭ গতে অস্তাবধি। কালরাত্রি ১১/৪২ গতে ১/৫ মধ্যে।
২১ শ্রাবণ ১৪২৭, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২০, তৃতীয়া রাত্রি ১১/২। শতভিষানক্ষত্র দিবা ১১/২১। সূর্যোদয় ৫/১৩, সূর্যাস্ত ৬/১৪। অমৃতযোগ রাত্রি ১২/৪৭ গতে ৩/৩ মধ্যে। মাহেন্দ্রযোগ দিবা ৭/০ মধ্যে ও ১০/২৩ গতে ১২/৫৫ মধ্যে। কালবেলা ২/৫৯ গতে ৬/১৪ মধ্যে। কালরাত্রি ১১/৪৩ গতে ১/৬ মধ্যে।
১৫ জেলহজ্জ

ছবি সংবাদ

এই মুহূর্তে
আজকের দিনটি কেমন যাবে 
মেষ: কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। বৃষ: ব্যবসায় উন্নতির যোগ আছে। মিথুন: ...বিশদ

07:11:04 PM

ইতিহাসে আজকের দিনে
হিরোশিমা দিবস১৮৬৫ - চার্লি চ্যাপলিনের মা তথা ইংরেজ অভিনেত্রী, ...বিশদ

07:03:20 PM

রাজ্যে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,৯৫৪
রাজ্যে গত ২৪ ঘণ্টায় আরও ২,৯৫৪ জনের শরীরে মিলল করোনা ...বিশদ

08:56:34 PM

  সুশান্ত মামলা: ৭ জনের নামে এফআইআর দায়ের করল সিবিআই
সুশান্ত সিং মৃত্যু মামলায় সিবিআই রিয়া চক্রবর্তী সহ ৭ জনের ...বিশদ

08:40:00 PM

তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত ৫,৬৮৪ 
তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৫,৬৮৪ জন। ...বিশদ

07:27:06 PM

উত্তরপ্রদেশে একদিনে করোনা আক্রান্ত ৪,৬৫৮ 
উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪,৬৫৮ জন। মৃত্যু ...বিশদ

07:04:04 PM