উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
অনুরাগীরা জানেন যে, আয়ুষ্মান কিশোরকুমারের খুব বড় ভক্ত। এই প্রসঙ্গে অভিনেতার বক্তব্য, ‘কিশোরকুমারের কণ্ঠতে জাদু ছিল। তিনি যে কোনওরকমের গানই গাইতে পারতেন। জীবনের প্রতি তাঁর দৃষ্টিভঙ্গিও ছিল আলাদা এবং তাঁর সেন্স অব হিউমারও ছিল অসাধারণ।’ অভিষেক কাপুরের পরিচালনায় নতুন ছবির শ্যুটিং খুব তাড়াতাড়ি শুরু করবেন আয়ুষ্মান।