উচ্চবিদ্যার ক্ষেত্রে বাধার মধ্য দিয়ে অগ্রসর হতে হবে। কর্মপ্রার্থীদের ক্ষেত্রে শুভ যোগ। ব্যবসায় যুক্ত হলে ... বিশদ
বৃষ্টির জেরে শহরে বাস পরিষেবাতেও বিঘ্ন ঘটে। জল জমে থাকার কারণে বহু রুটের বাস বন্ধ রাখতে হয়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গত ১২ ঘণ্টায় রেকর্ড (৩৫০ মিলিমিটার) বৃষ্টি হয়েছে পালঘরে। এছাড়া গড়ে ১৫০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে থানে জেলায়। মুম্বইয়ের উপকূলবর্তী এলাকা ও থানেতে রেড অ্যালার্ট জারি থাকায় জাতীয় বিপর্যয় বাহিনীকে নামানো হয়েছে। পালঘরের ধাহানু, জওহর ও বিক্রমগড়ের বাসিন্দারা এখন জলের মধ্যে বাস করছেন। পাম্প চালিয়ে জল নামানোর চেষ্টা চালাচ্ছে বৃহন্মুম্বই পুরসভা। এদিন থানে শহরে একটি বাড়ি ভেঙে পড়েছে। যদিও ওই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। খুব প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘর থেকে না বেরনোর পরামর্শ দিচ্ছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।