ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ
কারও কারও ঠোঁট এমনিতেই শুষ্ক ধাতের। আর শীতকাল এলে তো কথাই নেই। সব ফেটেফুটে একসা। কখনও বা রক্ত পর্যন্ত বেরিয়ে আসে। কি তাই না? ভয় পাবেন না! একটু বাড়তি যত্ন কিন্তু এক নিমেষে ফিরিয়ে আনতে পারে ঠোঁটের নরম ভাব। তার জন্য বেছে নিতে হবে ভালো লিপ স্ক্রাব। শুকনো ঠোঁটের যত্নে যা একেবারে আদর্শ। জেনে নিন লিপ স্ক্রাবের কার্যকারিতা:
• যে কোনও জায়গায় স্ক্রাব করলে যেমন ডেড স্কিন সেল দূর হয়, ঠোঁটের বেলাতেও ঠিক তাই। লিপ স্ক্রাবের ভিতরে থাকা মসৃণ চিনি বা নুন ঠোঁটের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জীবিত করে। এর ফলে সারাদিন ধরে আপনার ঠোঁট থাকে নরম, ভেজা ভেজা, তুলতুলে। ঠোঁটের চামড়া ফেটে যাওয়া বা সেখান থেকে চামড়া উঠে আসার মতো কোনও সমস্যাই আর থাকে না।
• লিপ স্ক্রাবের মাধ্যমে পিলিং, স্মুদনিং আর হাইড্রেটিং, তিনটি জিনিসই খুব সুন্দরভাবে হয়ে যায়। ঠোঁট যেন নতুন জীবন ফিরে পায়। শীতকালে এর উপকার সবচেয়ে ভালো বুঝতে পারেন। কারণ ঠান্ডার মরশুমে ঠোঁট বেশি শুকনো হয়। তাই লিপ স্ক্রাব মেখে পরিষ্কারের পর লিপ বাম লাগিয়ে রাখলে তা ঠোঁটকে আরাম দেয়।
• অতিরিক্ত কসমেটিক্স ব্যবহারের ফলে যাদের ঠোঁট কালো হয়ে গিয়েছে, বা ছোপ পড়ে গিয়েছে স্মোকিং-এর জন্য, তাদের জন্যও লিপ স্ক্রাব অত্যন্ত উপযোগী। নিয়মিত লিপ স্ক্রাব ব্যবহার করলে দাগ ছোপ দূর হবে, ঠোঁট হবে ঝকঝকে, সুন্দর।
তাহলে এইবেলা শুরু করে দিন ঠোঁটের পরিচর্যা। ভেজা ঠোঁটে শীতের মরশুমে জমিয়ে চুমুক দিন কফির কাপে।