উত্তরবঙ্গ

অর্থ বরাদ্দ হলেও পুজোর আগে সংস্কার হচ্ছে না শহরের রাস্তাঘাট

সংবাদদাতা, আলিপুরদুয়ার: ভাঙা রাস্তা সংস্কারে অর্থ বরাদ্দ করা হয়েছে। হয়েছে কাজের টেন্ডার ও ওয়ার্ক অর্ডারও। কিন্তু পুজোর আগে এবার বেহাল রাস্তা মেরামতই করতে পারল না আলিপুরদুয়ার পুরসভা। ফলে এবার পুজোয় শহরের খানাখন্দে ভরা রাস্তা দিয়েই ঠাকুর দেখতে যেতে হবে বাসিন্দাদের। পুজোর চার দিন প্রতিমা দর্শনে খানাখন্দে ভরা রাস্তায় হোঁচট খাওয়ার সম্ভাবনা থাকায় ক্ষুব্ধ নাগরিকরা। বেহাল রাস্তা মেরামতে তৃণমূল কংগ্রেস পরিচালিত পুরবোর্ড ব্যর্থ, দাবি তুলে সরব হয়েছে বিরোধীরা। 
পুরসভার ২০টি ওয়ার্ডের বেহাল রাস্তা সংস্কারে ১৩ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছিল ছ’মাস আগে। কাজের টেন্ডারের পর ওয়ার্ক অর্ডারও দিয়েছিল পুরসভা। পুর কর্তৃপক্ষ জানিয়েছিল, বৃষ্টি বন্ধ হলেই পুজোর আগে রাস্তা মেরামতের কাজ শেষ করা হবে। কিন্তু কাজ শেষ করা তো দূরের কথা পুরসভা কাজ শুরুই করতে পারল না। 
২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ বলেন, তৃণমূল শাসিত বোর্ড পুজোর আগে শহরের বেহাল রাস্তা সংস্কারে ব্যর্থ। ভাঙা রাস্তা দিয়ে হোঁচট খেয়ে বাসিন্দাদের এবার মণ্ডপে যেতে হবে। শাসক দলের এক কাউন্সিলার বলেন, প্রতি বছর ঠাকুর দেখার সুবিধার্থে পুজোর আগে শহরের বেহাল রাস্তা সংস্কার করা হয়। এটাই দস্তুর। এবার কিন্তু সেটা হল না। ফলে সমালোচনা তো হবেই। তৃণমূলেরই আর এক কাউন্সিলারের বক্তব্য, চাঁদার জুলুমের ভয়ে এখন ঠিকাদারদের একটা অংশ কাজ করতে চাইছেন না। 
যদিও পুরসভার চেয়াম্যান প্রসেনজিৎ কর বলেন, বৃষ্টি এখনও পুরোপুরি থামেনি। তাছাড়া পুজো এসে পড়ায় এখন কাজ করতে অসুবিধা হবে। তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুজোর পরেই বেহাল রাস্তা মেরামত করা হবে। 
আলিপুরদুয়ার শহরের ২০টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশ ওয়ার্ডের রাস্তাই বেহাল। বিশেষ করে ৩-৬, ৮, ৯, ১১, ১২, ১৪-১৮ ও ২০ নম্বর ওয়ার্ডে এই সমস্যা বেশি। সব মিলিয়ে বেহাল রাস্তা মেরামত না হওয়ায় এবার পুজোয় শহরে দুর্ঘটনারও আশঙ্কা করছেন অনেকেই। - নিজস্ব চিত্র। 
23h 23m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

সন্তানের ভবিষ্যৎ জীবন নিয়ে মানসিক চিন্তা। সব কাজকর্মে অগ্রগতি ও অর্থকড়ি প্রাপ্তির যোগ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮১.৮৭ টাকা৮৫.৩১ টাকা
পাউন্ড১০৭.৪৯ টাকা১১৪.২২ টাকা
ইউরো৯১.২৬ টাকা৯৫.৪৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা