উত্তরবঙ্গ

বিজেপি পার্টি অফিসের সামনে বিক্ষোভের মুখে দুই বিধায়ক

সংবাদদাতা, তুফানগঞ্জ: সোমবার তুফানগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভের মুখে পড়েন দুই বিজেপি বিধায়ক। মহকুমা শাসকের দপ্তরে কর্মসূচির পর তুফানগঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডের মহকুমা পার্টি অফিসে দলীয় কর্মীদের নিয়ে আলোচনা করছিলেন বিধায়ক সহ অন্য নেতা-কর্মীরা। সেখানে নাটাবাড়ির বিধায়ক মিহির গোস্বামী ছাড়াও তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় উপস্থিত ছিলেন। 
বিজেপি নেতৃত্বের অভিযোগ, দলীয় কর্মীদের ভয় দেখাতে সেইসময় তৃণমূলের কিছু দুষ্কৃতী লাঠিসোঁটা নিয়ে পার্টি অফিসের সামনে জড়ো হয়। ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। যদিও তুফানগঞ্জ থানা থেকে বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এদিকে, তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে শাসকদল তৃণমূল। 
মিহিরবাবু বলেন, এদিন দলীয় কর্মসূচিতে অংশ নিতে তুফানগঞ্জে আসি। কর্মসূচি শেষে আমাদের দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে আলোচনা চলছিল। তৃণমূলের মদতে হঠাৎ করে কিছু দুষ্কৃতী পার্টি অফিসের সামনে লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়। অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে ওরা। পার্টি অফিসের টিনের চালে পাথর ছোড়ে। এভাবে ভয় দেখিয়ে সন্ত্রাস করে বিজেপি কর্মীদের দমানো যাবে না। থানায় লিখিত অভিযোগ জানাব। 
এব্যাপারে তৃণমূলের তুফানগঞ্জ ১ (ক) ব্লক সাধারণ সম্পাদক রাজেশ তন্ত্রী বলেন, ওই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। বিধায়ককে প্রয়োজনে কাছে পাওয়া যায় না। এলাকার শান্ত পরিবেশকে উনি অশান্ত করতে এসেছিলেন। যা হয়েছে সেটা সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। তুফানগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক বৈভব বাঙ্গার বলেন, বেগতিক কিছু হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণেই ছিল।  নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী।-নিজস্ব চিত্র।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি বিক্রয়ে অর্থাগমের যোগ। যেকোনও ঝামেলা ঝঞ্ঝাট এড়িয়ে চলুন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.৪১ টাকা১১১.১৯ টাকা
ইউরো৮৯.৯৮ টাকা৯৩.৩৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা