উত্তরবঙ্গ

তৃণমূল নেতাদের সঙ্গে গোপন বৈঠক, ঘাসফুল শিবিরেই যোগ দিচ্ছেন বিজেপিতে কোণঠাসা বারলা! জল্পনা

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: বিজেপিতে ক্রমশই কোণঠাসা হয়ে পড়েছেন আলিপুরদুয়ারের প্রাক্তন সাংসদ জন বারলা। এবার তাঁর সঙ্গে দেখা করতে বাড়িতে গেলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার মুখপাত্র দুলাল দেবনাথ। সঙ্গে ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক দীপেন প্রামাণিকও। সূত্রের খবর, গতকাল সোমবার রাতে তৃণমূল নেতাদের সঙ্গে জন বারলার বেশ কিছুক্ষণ বৈঠক হয়। যা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা ছড়িয়েছে। এবার কী তাহলে জন বারলা তৃণমূলে যোগদান করতে চলেছেন? তা নিয়েই জলপাইগুড়িতে এখন চর্চা তুঙ্গে। আগামী ১৩ নভেম্বর মাদারিহাটে উপ-নির্বাচন। তার আগে তৃণমূল নেতাদের সঙ্গে জন বারলার গোপন বৈঠক উত্তরবঙ্গের রাজনীতিতে জল্পনার সৃষ্টি করেছে।
২০২৪- লোকসভা ভোটে টিকিট না পেয়ে দলের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি। তারপরে রাজ্য নেতৃত্বের আশ্বাসে ক্ষোভ প্রশমিত হয় জন বারলার। কিন্তু আবার ঠিক উপ-নির্বাচনের মুখেই দলের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। একই সঙ্গে বানারহাটের বাড়িতে তৃণমূল নেতাদের সঙ্গে জন বারলার গোপন বৈঠক উত্তরবঙ্গের বিজেপি নেতাদের কাছে রক্তচাপ বাড়িয়েছে। মাদারিহাট বিধানসভা উপ-নির্বাচনের প্রচারে এখনও নামতে দেখা যায়নি জন বারলাকে। এই নিয়ে প্রশ্নের উত্তরে দলের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। বলেছেন, চা বাগানের প্রচার করতে গেলে ইস্যু দরকার আছে। শ্রমিকদের জন্য যোজনা দরকার। কিছুই তো হচ্ছে না। চা বাগানের জন্য তো যোজনা দরকার আছে। কেউ তো কোনও যোজনা নিয়ে আসছেন না। বাগান বন্ধ নিয়ে কোনও হেলদোলও নেই নেতৃত্বের। চা বাগানে একই কথা গিয়ে বারবার বললে শ্রমিকরা শুনবেন কেন? দলের নেতারা কী আমার সঙ্গে যোগাযোগ করেন?
কিছুদিন আগেই জন বারলার বাড়িতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তখনই তাঁকে প্রাক্তন সাংসদ সাফ জানিয়ে দিয়েছিলেন, ‘স্থানীয় যে নেতৃত্ব রয়েছে তাঁদের সঙ্গে কাজ করা যায় না। চা বাগানে যে সংগঠন গড়ে তুলেছিলাম তা এখন পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। এখন যদি আমি আবার চা বাগানে ঢুকি, তাহলে আমার বিরুদ্ধে বলা হবে রাজনীতি করছি।’
অন্যদিকে, জন বারলার সঙ্গে বৈঠকের বিষয়ে তৃণমূলের জলপাইগুড়ি জেলার মুখপাত্র দুলাল দেবনাথ জানিয়েছেন, ‘কিছু কথাবার্তা হয়েছে, সময় এসে সবটাই জানতে পারবেন।’ সূত্রের খবর, গতকাল, সোমবার রাতে গোপন বৈঠক চলাকালীন জলপাইগুড়ির তৃণমূল মুখপাত্র দুলাল দেবনাথের ফোন থেকে দলের রাজ্য নেতৃত্বের সঙ্গেও বারলার কথা হয়েছে। সূত্রের খবর, আগামী দু’দিনের মধ্যে কলকাতায় এসে তৃণমূলে যোগ দিতে পারেন জন বারলা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পারিবারিক সম্পত্তি ভাগ-বাটোয়ারার প্রচেষ্টায় সাফল্য পাবেন। ব্যবসায় লগ্নি বৃদ্ধির সম্ভাবনা । শরীর একপ্রকার থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮৮ টাকা৮৬.৬২ টাকা
পাউন্ড১০৫.৬৩ টাকা১০৯.৩৮ টাকা
ইউরো৮৭.২৯ টাকা৯০.৬৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা