উত্তরবঙ্গ

কামাখ্যাগুড়িতে তৈরি হয়নি রেল ওভারব্রিজ, ক্ষুব্ধ ব্যবসায়ীরা

সংবাদদাতা, আলিপুরদুয়ার: কেন্দ্রীয় মন্ত্রী থাকার সময় কামাখ্যাগুড়িতে রেল ওভারব্রিজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন জন বারলা। কিন্তু প্রতিশ্রুতিই সার, ওভারব্রিজ হয়নি। মনোজ ওরাওঁ দু’বার বিধায়ক হওয়ার পরেও হয়নি। এনিয়ে ক্ষোভে ফুঁসছেন কামাখ্যাগুড়ির ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। সম্প্রতি কামাখ্যাগুড়ি ব্যবসায়ী সমিতির ঘরে সাংসদ মনোজ টিগ্গা ও বিধায়ক মনোজ ওরাওঁয়ের সামনে ব্যবসায়ীরা ক্ষোভ উগরে দেন। বিধায়ক মনোজবাবুকেও এনিয়ে ব্যবসায়ীদের প্রশ্নের মুখে পড়তে হয়। তৃণমূল অবশ্য বিজেপির জনপ্রতিনিধিদের এই প্রতিশ্রুতিকে ভাঁওতা বলে কটাক্ষ করতে ছাড়েনি।
প্রসঙ্গত, অসমগামী ৩১-সি জাতীয় সড়কের তেঁতুলতলা ও ঘোড়ামারা চৌপথি থেকে দু’টি রাস্তা কামাখ্যাগুড়ি বাজারে ঢুকেছে। দু’টি রাস্তাই কামাখ্যাগুড়ির মানুষের জীবনরেখা। এই দু’টি পকেট রাস্তাতেই আছে রেলগেট। তার উপর এখানে আছে ডবল রেললাইন। ফলে ট্রেন চলার সময় একবার গেট পড়লে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল। স্তব্ধ হয়ে যায় জনজীবন। সেজন্য স্থানীয়রা দু’টি রেলগেটকে কামাখ্যাগুড়ির ‘বিষফোঁড়া’ বলেন। 
স্থানীয় বাসিন্দা গৌরগোপাল সাহা বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বারলা রেল ওভারব্রিজ তৈরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু হয়নি। দু’বার বিধায়ক হয়ে মনোজ ওরাওঁ কিছু করতে পারলেন না। তাঁদের কাছে আমরা সেটাই জানতে চেয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। ব্যবসায়ীদের অভিযোগ, রেলগেটের জন্য কামাখ্যাগুড়ির ব্যবসা জমছে না। যানজটে পড়ার ভয়ে অনেকেই বাজারে আসতে চান না। 
এই অবস্থায় রবিবারের বৈঠকে সাংসদ মনোজ টিগ্গা ব্যবসায়ীদের একটি অ্যাডহক কমিটি তৈরির প্রস্তাব দেন। ওই কমিটির সদস্যদের সাংসদ নিজের খরচে দিল্লি নিয়ে গিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। যদিও ব্যবসায়ীদের কমিটি তৈরি হয়নি। এবিষয়ে কামাখ্যগুড়ি ব্যবসায়ী সমিতির সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা বলেন, বিজেপির সাংসদ, বিধায়করা প্রতিশ্রুতি দেওয়ার পরেও এখানে ওভারব্রিজ হল না। এনিয়ে জানতে জন বারলাকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। মেসেজেরও জবাব দেননি। যদিও এমপি মনোজ টিগ্গা ও বিধায়ক মনোজ ওরাওঁ বলেন, কামাখ্যাগুড়িতে ওভারব্রিজ তৈরির জন্য রেল প্রস্তুত আছে। রেল এনওসিও দিয়েছে। কিন্তু রাজ্যই তো সহযোগিতা করছে না। যদিও রাজ্যসভার সাংসদ প্রকাশচিক বরাইক বলেন, কামাখ্যাগুড়িতে ওভারব্রিজ তৈরিতে ভাঁওতা দেওয়া ছাড়া বিজেপির জন প্রতিনিধিরা কিছুই করেননি। আমিই প্রথম রাজ্যসভায় কামাখ্যাগুড়িতে ওভারব্রিজ তৈরির দাবি তুলেছি।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে উন্নতি। ব্যবসায় গতি বৃদ্ধি। ব্যবসা ক্ষেত্রে লগ্নিবৃদ্ধির প্রচেষ্টায় সাফল্য। সন্তান বিষয়ে কোনও সুখবর পেতে...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৩ টাকা৮৬.৬৭ টাকা
পাউন্ড১০৪.৭২ টাকা১০৮.৪৪ টাকা
ইউরো৮৬.৮১ টাকা৯০.১৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা