উত্তরবঙ্গ

পাথরবোঝাই গাড়ির চাপে ভাঙল কালভার্ট, ৫ কিমি ঘুরে যাতায়াত

সংবাদদাতা, ইটাহার: আগেই বেহাল হয়ে পড়েছিল কালভার্ট। পাথরবোঝাই গাড়ি চলাচলে শুক্রবার ভেঙে গেল কালভার্টটি। প্রায় ৩৫ বছর পুরনো কালভার্ট ভেঙে যাতায়াতে সমস্যায় পড়েছেন ইটাহারের উজান্তর এলাকার সাধারণ মানুষ। এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করল   ইটাহার ব্লক প্রশাসন।
দুর্লভপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীপুর এলাকা থেকে ১২ নম্বর জাতীয় সড়ক সংযোগকারী এই গ্রামীণ সড়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এই রাস্তা দিয়ে দুর্লভপুর ও পতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের প্রায় তিন হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করেন। এই রাস্তা দিয়ে ইটাহার ও রায়গঞ্জ শহরে যান বহু মানুষ।
শুক্রবার সন্ধ্যায় পাথরবোঝাই দশচাকা লরির চাপে ভেঙে গিয়েছে কালভার্টটি। শনিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে কালভার্টের উপরে। সেখানে মোতায়েন করা হয়েছে সিভিক ভলান্টিয়ার। যাতে কেউ ভারী গাড়ি নিয়ে যাতায়াত করতে না পারে। 
বাচ্চু রায় নামে এক বাসিন্দার আক্ষেপ, ব্যবসায়ীরা অবৈধভাবে ওভার লোডেড গাড়ি ঢুকিয়ে এই অবস্থা করেছে রাস্তা ও কালভার্টের। বর্তমানে বাইক ও টোটো ছাড়া সমস্ত যানবাহন চলাচল বন্ধ এই রাস্তা দিয়ে। টোটো চললেও কালভার্টের উপরে যাত্রী নামিয়ে পার করতে হচ্ছে। এই সমস্যার ফলে সাধারণ মানুষকে প্রায় ৫ কিমি ঘুরে ইটাহার বা রায়গঞ্জ যেতে হচ্ছে। দ্রুত রাস্তা ও কালভার্ট মেরামতের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দা সরলা রায়। ইটাহারের বিডিও দিব্যেন্দু সরকার জানান, স্থানীয় পঞ্চায়েতকে দ্রুত কালভার্ট মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে।  নিজস্ব চিত্র
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা