উত্তরবঙ্গ

১০ বছরেও মেটেনি জমির সমস্যা, হিতেনকে নিয়ে এসডিওর দরবারে সাবেক ছিটমহলবাসী

সংবাদদাতা, মাথাভাঙা: জমির মালিকানার সমস্যা মেটেনি। নাগরিকত্ব নিয়েও পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। এনিয়ে দিন কাটছে নলগ্রাম ছিটমহলবাসীর।  সাবেক ছিটমহলের সমস্যা সমাধানে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন বাসিন্দারা। সোমবার নলগ্রাম ছিটমহলবাসীকে সঙ্গে নিয়ে মাথাভাঙা মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন। তিনি বলেন,  ছিটমহল বিনিময়ের দশ বছর হয়েছে। অথচ জমির মালিকানা নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়নি। দিল্লি সহ ভিনরাজ্যে নাগরিকত্ব নিয়ে সাবেক ছিটের বাসিন্দাদের বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এসডিওকে বিষয়টি জানানো হয়েছে। তিনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।
২০১৫ সালে ছিটমহল বিনিময় হওয়ার পর সাবেক ছিটমহলের জমি জরিপ করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। তারপর বাসিন্দাদের জমির খসড়া খতিয়ান দেওয়া হয়। অভিযোগ, জমি জরিপের পর যে খসড়া খতিয়ান ২০১৮ সালে দেওয়া হয়েছে তা ভুলে ভরা। অনেক বাসিন্দার যে পরিমাণ জমি জরিপ হয়েছিল, সেটা খতিয়ানে ওঠেনি। অনেকের বেশি জমি উঠেছে। এনিয়ে বারবার আবেদন করেও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর পদক্ষেপ নেয়নি। এদিন প্রাক্তন মন্ত্রীকে নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। 
এদিন সাবেক ছিটমহলের বাসিন্দা জ্ঞানেন্দ্রনাথ বর্মন, বলেনচন্দ্র রায়, নিরঞ্জন বর্মন বলেন, ভুলে ভরা খতিয়ান সমাধানে আমরা এলাকায় জরিপ করার দাবি জানিয়েছিলাম। কিন্তু ভূমি সংস্কার দপ্তর আশ্বাস দিয়েই ছেড়ে দিয়েছে। অনেকেই নিজের জমি চিকিৎসা ও মেয়ের বিয়ের জন্য বিক্রি করতে চাইলেও তা পারছেন না। একইসঙ্গে দিল্লি সহ ভিনরাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের হেনস্তার মুখে পড়তে হচ্ছে। তাদের কাছে জমির কাগজ দেখতে চাইছেন। এনিয়েই আমরা মহকুমা শাসককে স্বারকলিপি দিলাম। আমাদের সঙ্গে প্রাক্তন মন্ত্রীও ছিল। হিতেনবাবু বলেন, মহকুমা শাসককে ভিনরাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা হওয়ার বিষয়টিও জানানো হয়েছে। উনি সেটা জেলাশাসকের মাধ্যমে রাজ্যে জানানোর আশ্বাস দিয়েছেন। মাথাভাঙার মহকুমা শাসক নবনীত মিত্তল বলেন, সাবেক ছিটমহলের বাসিন্দারা এসেছিলেন। ওনাদের সমস্যা শুনেছি। এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা