উত্তরবঙ্গ

৩ টাকা কেজি ফুলকপি, খেতে ছাগল ঢুকিয়ে খাইয়ে দিচ্ছেন চাষিরা

সংবাদদাতা, হলদিবাড়ি: গত দুই সপ্তাহের ধরে হলদিবাড়িতে ফুলকপির দাম তলানিতে। হলদিবাড়ি পাইকারি বাজারে ফুলকপি ৩-৪ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে উৎপাদন খরচ মেলা তো দূরের কথা ভ্যানরিকশ করে খেতের সব্জি বাজারে আনার পয়সাও মিলছে না। বাধ্য হয়ে চাষিরা জমি থেকে ফুলকপি তোলা বন্ধ করে দিয়েছেন। ফলে জমিতে পড়ে থেকে নষ্ট হচ্ছে কপি। আবার কেউ কেউ গোরু ও ছাগল এনে খেতে ছেড়ে দিচ্ছেন। 
হলদিবাড়ির ফুলকপি চাষি বাবলু হক বলেন, দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছি। প্রায় ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। প্রথমদিকে কিছুটা লাভের মুখ দেখলেও এখন আর দাম পাচ্ছি না। তিন টাকা কেজি দরেও পাইকাররা নিচ্ছেন না। অথচ দুই সপ্তাহের আগেও হলদিবাড়ি বাজারে ৩৫ টাকা কেজি দরে ফুলকপি বিক্রি হয়েছিল। এখন যা অবস্থা তাতে চাষের উৎপাদন খরচ তো পরের কথা, ভ্যানরিকশয় করে বাজারে কপি নিয়ে যাওয়ারও খরচ উঠেছে না। তাই জমি থেকে কপি তোলা বন্ধ করে দিয়েছি। বাড়ির ছাগলকে খেতে ছেড়ে আসছি। 
আরএক চাষি মহম্মদ আব্দুল রহিম সরকার বলেন, ফুলকপির দাম এমন জায়গায় পৌঁছবে ভাবতেই পারিনি। পরিস্থিতি যে দিকে গড়াচ্ছে তাতে পাইকারি বাজারে দাম আরও নামবে। তাই কপি খেতে গবাদিপশু বেঁধে রাখছি। 
কৃষিবলয় হিসেবে পরিচিত হলদিবাড়ি। ব্লকের ৮০ শতাংশ মানুষ কৃষিজীবী। এলাকার প্রধান অর্থকরী ফসল টম্যাটো এবং কাঁচালঙ্কা। তবে আলু, ফুলকপি, বাঁধাকপি সহ অন্যান্য সব্জি পর্যাপ্ত পরিমাণে চাষ হয়। মোটামুটি ডিসেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে এবারও ফুলকপি খেত থেকে উঠতে শুরু করেছে। মার্চ মাস পর্যন্ত কপি পাওয়া যাবে। কিন্তু জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহেই বাজারে যা দাম, তাতে লোকসানের বহর বাড়বে চাষিদের।
19h 19m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পরিবারের কারও স্বাস্থ্য অবনতিতে মানসিক চিন্তা। অপ্রিয় সত্য কথার জন্য সামাজিক ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা