উত্তরবঙ্গ

খাতায়কলমে কাজ চললেও বাস্তবে থমকে বর্জ্য সংগ্রহ

সংবাদদাতা, গঙ্গারামপুর: খাতায় কলমে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চললেও হরিরামপুরে আসলে ছবি উল্টো। ব্লকের ৬ টি গ্রাম পঞ্চায়েতে ইউনিট গড়ে আবর্জনা পরিষ্কার করার দাবি করছে জেলা প্রশাসন। অথচ বাস্তবে কোথাও কাজ হচ্ছে না।
২০২৪ সালের আগস্ট মাসে দক্ষিণ দিনাজপুর জেলায় এনভায়রনমেন্ট প্ল্যান তৈরি হয়েছিল। সেখানে বলা হয়েছে হরিরামপুর ব্লকের ৬টি গ্রাম পঞ্চায়েতে ইউনিট গড়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে। প্রত্যেকদিন প্রায় ৩১ হাজার বাড়ি থেকে পচনশীল ও অপচনশীল আবর্জনা সংগ্রহ করা হচ্ছে। এর ফলে দিনে গড়ে ২.৭ মেট্রিক টন আবর্জনা যাচ্ছে ইউনিটে। সেই তথ্য জ্বলজ্বল করছে জেলা প্রশাসনের ওয়েবসাইটে। অথচ দেখা যাচ্ছে হরিরামপুর ব্লকে গোকর্ণ, সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিটের জন্য জমি নিয়ে জট রয়েছে। বৈরাঠা, বাগিচাপুর, শিড়শি গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিটের কাজ অর্ধসমাপ্ত। শুধুমাত্র পুন্ডরী গ্রাম পঞ্চায়েতে ইউনিট তৈরি হলেও বাড়ি বাড়ি আবর্জনা সংগ্রহের কাজ থমকে। হরিরামপুর ব্লকে দু’বছরের বেশি সময় পড়ে রয়েছে প্রকল্পের টোটো। গোকর্ণ গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের পঞ্চায়েত সদস্য জাকির হোসেনের মন্তব্য, গোকর্ণ ও সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ হয়নি। 
হরিরামপুর বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু করে হরিরামপুর সদর জুড়ে আবর্জনার স্তুপ হয়ে গেলেও খাতায়কলমে প্রকল্পের কাজ দেখিয়ে দায় সারছেন প্রশাসনিক আধিকারিকরা। হরিরামপুরের বিডিও অত্রি চক্রবর্তীকে একাধিকবার ফোন ও মেসেজ করলেও তিনি উত্তর দেননি।
হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাঁদ নুনিয়া বলেন, হরিরামপুর ব্লকের গ্রাম পঞ্চায়েতগুলিতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ চলছে। এখনও আমরা ইউনিট চালু করতে পারিনি। 
তবে প্রশ্ন উঠছে, ইউনিট চালু না হলেও এক বছর আগে থেকে কীভাবে তাহলে খাতায়কলমে সরকারি কাজ হচ্ছে বলে দেখানো হচ্ছে। তাহলে কি  ব্লক প্রশাসন জেলাকে ভুল তথ্য দিচ্ছে? নাকি জেলা প্রশাসন থেকে উন্নয়নের কাজ পরিদর্শন করা হচ্ছে না?
অতিরিক্ত জেলাশাসক নবীন কুমার চন্দ্র বলেন, হতে পারে হরিরামপুর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের ইউনিট তৈরি হয়নি। তবে যে ইউনিট চালু হয়েছে, সেখানে বাকি পঞ্চায়েতের আবর্জনা নিয়ে যাওয়া হতে পারে। বিষয়টি বিশদে জানা নেই। বিডিও বিস্তারিত বলতে পারবেন।
16h 16m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা