উত্তরবঙ্গ

ভালো লাভ হওয়ায় সব্জি ছেড়ে গাঁদাফুল চাষে ঝোঁক কৃষকদের

সংবাদদাতা, বালুরঘাট:  গাঁদাফুল চাষ করে লাভের মুখ দেখতে শুরু করেছেন হিলির বিনশিরা গ্রাম পঞ্চায়েতের ইসমাইলপুর গ্রামের কৃষকরা। মূলত এই এলাকায় ধানের পাশাপাশি সব্জি চাষ করে থাকেন কৃষকরা। তবে বছর দুয়েক ধরে গাঁদা ফুল চাষ করতে শুরু করেছেন। সারাবছর গাঁদা ফুলের চাহিদা থাকলেও ভিনজেলার ফুল জেলার চাহিদা মিটিয়ে থাকে। তবে ইসমাইলপুর গ্রামে যেভাবে গাঁদাফুলের চাষ হতে শুরু করেছে তাতে আগামীতে জেলার কিছুটা হলেও চাহিদা মেটাবে বলে কৃষিদপ্তর মনে করছে। গাঁদা ফুলের চাষ বৃদ্ধি করতে কৃষিদপ্তরের তরফে সমস্ত ধরনের পরামর্শ দিয়ে কৃষকদের সাহায্য করা হচ্ছে।
হিলি কৃষিদপ্তরের আধিকারিক আকাশ সাহা বলেন, হিলিতে আগে গাঁদাফুলের চাষ হতো না। তবে এখন ধীরে ধীরে চাষ হচ্ছে। হিলি, বিনশিরার কৃষকরা চাষ করে বেশ লাভজনক হচ্ছে। আগামীতে চাষ বৃদ্ধি করতে আমরা লক্ষ্য নিয়েছি। গাঁদা ফুল চাষে ভালো লাভ হওয়ায় চাষিরা উৎসাহ পাচ্ছেন।
সব্জি চাষ ছেড়ে ইসমাইলপুরের কৃষক অভিজিৎ পাল এখন গাঁদা ফুলের চাষ করছেন। তাঁর কথায়, সারাবছর ফুল চাষ করছি। ভালো লাভ হচ্ছে। আমি দুই বিঘাতে ফুল চাষ করছি।
কৃষিদপ্তর বলছে, এক বিঘাতে ফুল চাষ করলে এক মরশুমে ৪০-৫০ হাজার টাকা আয় করা সম্ভব। ওই পরিমাণ ফুল উৎপাদনের জন্য খরচ হয় মাত্র ১০ হাজার টাকা। চারা কৃষ্ণনগর থেকে নিয়ে আসায় খরচ বেশি বলে কৃষকদের দাবি। আগামীতে এখানেই ফুলের চারা তৈরির চিন্তা ভাবনা শুরু করেছেন চাষিরা। কৃষকদের জমি থেকে ফুল বিক্রি হচ্ছে। তাছাড়া গাঁদা ফুলের মালা গেঁথেও অনেক মহিলা নিজ নিজ সংসারের হাল ধরেছেন। খুচরা ও পাইকারি দরে অনেকেই সেই মালা বা ফুল বিক্রি করেন। অভিজিত্ বলেন, ২০ টাকা কেজি দরে গাঁদা ফুল বিক্রি হচ্ছে। দাম কম হলেও মানুষের কাছে এই ফুলের চাহিদা থাকায় গাঁদা চাষ করে লাভের মুখ দেখছেন কৃষকরা।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা