উত্তরবঙ্গ

চায়ের দোকান সামলে মহিলা ফুটবলার তৈরির নেশায় মগ্ন জলপাইগুড়ির বিপ্লব

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: মিড ফিল্ডার হিসেবে জেলায় একসময় নামকরা ফুটবলার ছিলেন। কিন্তু পেটের তাগিদে খেলা ছাড়তে হয়েছিল জলপাইগুড়ির মোহিতনগরের বিপ্লব সরকারকে। তবে জার্সি ছেড়ে চায়ের দোকান খুললেও ভুলতে পারেননি মাঠ। আর তাই বেশকিছু বছরের ব্যবধানে, বেঁচে থাকার লড়াইয়ের মাঝেই আবারও পায়ে তুলে নিয়েছেন ফুটবল। তবে এবার তিনি অন্য ভূমিকায়। চা বাগানের মেয়েদের ফুটবলার তৈরিতেই এখন বুঁদ বিপ্লব। তাঁর ক্যাম্পে প্র্যাকটিস করেই জলপাইগুড়ি থেকে কলকাতার নামী ক্লাবের ফুটবল দলে সই করেছে চা বাগানের একাধিক ছাত্রী। বেশ কয়েকজন জেলা কিংবা রাজ্যস্তরের খেলায় সেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছে। ফুটবলের হাত ধরেই জলপাইগুড়িতে সিভিক ভলান্টিয়ারের চাকরি পেয়েছেন তাঁরই ক্যাম্পের অন্তত দশজন ছাত্রী। ফুটবলের ক্যাম্প চালানোর জন্য এক টাকাও কারও কাছ থেকে ফি নেন না তিনি। ফুটবলার হিসেবে এলাকার মেয়েদের সাফল্যেই বিভোর বিপ্লব। বললেন, পেটের তাগিদে একসময় খেলা ছেড়ে কাজে ঢুকতে হওয়ায় খুব কষ্ট হয়েছিল। মনে হয়েছিল, স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গেল। কিন্তু এখন চা বাগানের মেয়েরা যেভাবে আমার ক্যাম্প থেকে জীবনে উত্তরণের পথ খুঁজে পাচ্ছে, তাতেই স্বপ্নপূরণ আমার।
মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলেন বিপ্লব। তারপর আনন্দচন্দ্র কলেজে ভর্তি হলেও দ্বিতীয় বর্ষে পড়া ছেড়ে কাজে ঢুকতে হয় তাঁকে। প্রথমে কিছুদিন ইলেকট্রিকের কাজ করার পর নিজের স্কুলে সিকিউরিটি গার্ডের চাকরি মেলে। এখন ওই স্কুলে একটা ছোট্ট চায়ের দোকান চালান। সারাদিন ওই দোকানে যা টুকটাক বিক্রি হয়, তা দিয়ে সংসার চলে। কিন্তু বিকেল হলেই নেমে পড়েন মাঠে। একে একে ভিড় করে সঞ্জনা কেরকাট্টা, স্নেহা মিনজ, সাকিনা কেরকাট্টা, মৌসুমি দাস, স্বপ্না রায়, সুপর্ণা রায়, সাগরিকা অধিকারী, শ্যামলী রায়, রেখা রায়, আসিস্তা মুণ্ডার মতো মেয়েরা। এদের অধিকাংশ মোহিতনগর কলোনি তারাপ্রসাদ উচ্চ বালিকা বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রী। দু-একজন মুন্নাস হ্যাপি হোম কিংবা সোনালি গার্লস হাইস্কুলের পড়ুয়া।
বিপ্লবকে দেখে নিখরচার এই ফুটবল ক্যাম্পে প্রশিক্ষক হিসেবে যোগ দিয়েছেন সন্তু চক্রবর্তী নামে এলাকার আরও একজন। বিপ্লব বলেন, সঞ্জনা সিভিকের চাকরি পেয়ে গিয়েছে। করলাভ্যালি চা বাগানের বাসিন্দা স্নেহা মেয়েদের টিমে অনূর্ধ্ব-১৭ বাংলা দলে খেলেছে। এখন কলকাতার সুরুচি সঙ্ঘের হয়ে ইন্ডিয়ান উইমেন্স লিগ-২ খেলছে। সাকিনা কেরকাট্টা স্কুল গেমসে রাজ্যস্তরে সেরা গোলকিপারের স্বীকৃতি পেয়েছে। সে এখন সল্টলেকের শ্রীভূমি ক্লাবের হয়ে খেলছে। মুন্নাস হ্যাপি হোম স্কুলের স্বপ্না রায় কলকাতার সার্দান সমিতিতে খেলছে। এরা সবাই আমার ক্যাম্প থেকে উঠে এসেছে।
মোহিতনগর কলোনি তারাপ্রসাদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কোয়েলি রায়বর্মন বলেন, আমাদের স্কুলের মেয়েরা সুব্রত কাপ খেলছে। জেলায় চ্যাম্পিয়ন হচ্ছে। এটা আমাদের কাছে খুবই গর্বের। আর এজন্য কোচ হিসেবে বিপ্লব সরকারের অবদান অনস্বীকার্য। • বিপ্লব সরকার।
15h 15m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে ও ঘরে বাইরে বাধা থাকবে। কারও প্ররোচনায় যে কোনও সিদ্ধান্ত গ্রহণে সতর্ক হন। ...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৭ টাকা৮৬.৭১ টাকা
পাউন্ড১০৫.৭০ টাকা১০৯.৪৩ টাকা
ইউরো৮৭.৫৩ টাকা৯০.৮৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা